|
|
|
|
সল্টলেকের অফিসপাড়ায় ১৪৪ ধারা |
নিজস্ব সংবাদদাতা |
মুখ্যমন্ত্রীর নির্দেশে মহাকরণের মতোই সল্টলেকের অফিস ভবনগুলি ঘিরে ১৪৪ ধারা জারি হতে চলেছে।
সোমবার বিধাননগরের মহকুমাশাসকের দফতর থেকে ওই মর্মে একটি নির্দেশিকা জারিও হয়েছে। মহকুমাশাসক মলয় মুখোপাধ্যায় জানান, ২৬ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ওই নির্দেশিকা বলবৎ থাকবে। তবে, এই মুহূর্তে সেচ ভবন থেকে ময়ূখ ভবন আইল্যান্ড এবং পূর্ত ভবন আইল্যান্ড থেকে লালকুঠি আইল্যান্ড পর্যন্ত এলাকার মধ্যে যে সব সরকারি অফিস রয়েছে, সেগুলির ক্ষেত্রে ওই নির্দেশিকা লাগু হবে।
উল্লেখ্য, বিকাশ ভবনের সামনে প্রায় সারা বছরই কোনও না কোনও সংগঠন বিক্ষোভ দেখায়। তাতে আইন-শৃঙ্খলার সমস্যাও হয়। কয়েক মাস আগে স্বাস্থ্য ভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়। অতীতে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে গুলি চলার ঘটনাও ঘটেছে।
সরকারি সূত্রের খবর, এই পরিস্থিতি এড়াতে সম্প্রতি সল্টলেকের কয়েকটি সরকারি দফতরের সচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি তুলে ধরেন। তখন মুখ্যমন্ত্রী সরকারের উচ্চপদস্থ কর্তাদের কাছে সল্টলেকের সরকারি অফিসগুলির নিরাপত্তা কী ভাবে মহাকরণের মতো আঁটসাঁটো করা যায়, তা দেখতে নির্দেশ দেন।
তবে, মহাকরণের ক্ষেত্রে নিরাপত্তার যে বন্দোবস্ত করা যায়, সল্টলেকের অফিসবাড়িগুলির ক্ষেত্রে তা কতটা কার্যকর করা সম্ভব, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। কারণ, সল্টলেকের অনেক অফিসবাড়ির আশপাশেই যে পরিমাণ ফাঁকা জায়গা আছে, তা মহাকরণের সামনে নেই। মহকুমাশাসকের দফতর সূত্রের খবর, উল্লিখিত জায়গাগুলির সামনে মাইক বাজানো, বিক্ষোভ এবং প্রদর্শনের নামে জমায়েত করায় ওই সব অফিসে কাজের অসুবিধা হচ্ছে। তাই প্রাথমিক ভাবে ওই সব অফিসবাড়ির ক্ষেত্রেই ১৪৪ ধারা জারি করা হচ্ছে। |
|
|
|
|
|