বোমাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার, এন্টালি থানা এলাকা থেকে। ধৃতের নাম মহম্মদ শাকিল। বাড়ি এন্টালির মোতিঝিলে। তাঁর বাড়ি থেকে দু’টি তাজা বোমা এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে শাকিল এবং তাঁর দলবল স্থানীয় বাসিন্দা মহম্মদ কায়ুমের বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় অভিযুক্ত আরও কয়েক জনের খোঁজ চলছে।
|
তিলজলার অগ্নিদগ্ধ বাড়িটির বিপজ্জনক অংশ ভাঙা শুরু করল পুরসভা। গত ১৯ ডিসেম্বর রাতে রবারের জুতো তৈরির ওই কারখানায় আগুন লাগে। তিন দিন ধরে জ্বলতে থাকা আগুনের তাপে বাড়িটির বেশ কিছু অংশে ফাটল ধরে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছিল যে বাড়িটি ভেঙে পড়তে পারে। কলকাতা পুরসভার ডিজি (বিল্ডিং) দেবাশিস কর সোমবার জানান, বাড়িটির তিন ও চারতলার হাল খুবই খারাপ। বিপজ্জনক অংশটি খুব সাবধানে ভাঙার জন্য পুরকর্মীদের সতর্ক করা হয়েছে।
|
কলকাতার রাস্তায় পার্কিং ফি ঘণ্টায় ১০ টাকা। কিন্তু বড়দিনের হিড়িকে পার্ক স্ট্রিট এলাকায় তার তিন বা চারগুণ পার্কিং ফি নেওয়া হচ্ছে। এ বিষয়ে সোমবার মেয়র পারিষদ (পার্কিং) রাজীব দেবের কাছে অভিযোগ জানান সল্টলেক ও বেহালার কয়েক জন বাসিন্দা। পুলিশ জানায়, বড়দিন উপলক্ষে ২৪, ২৫ ও ৩১ ডিসেম্বর পার্ক স্ট্রিটে গাড়ি দাঁড় করানো নিষেধ। সেই সুযোগে পুরসভা অনুমোদিত এজেন্টরা রাসেল স্ট্রিট, মিডলটন রো-তে গাড়ি রাখতে ঘণ্টায় ৫০-৬০ টাকা করে নিচ্ছেন। অনেকেই সেই টাকা দিতে বাধ্য হচ্ছেন। অভিযোগ সম্পর্কে পার্ক স্ট্রিটের দায়িত্বপ্রাপ্ত এজেন্ট বলেন, “এ ঘটনা যাতে আর না ঘটে, তা দেখব।” রাজীববাবু বলেন, “ওই এজেন্টকে সতর্ক করা হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
|
বাড়িতেই ভাইয়ের সঙ্গে ওড়না নিয়ে খেলছিল বছর এগারোর বর্ণালী ঠাকুরতা। কোনও ভাবে তার গলায় ওড়নার ফাঁস লেগে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা বর্ণালীকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের পল্লিমঙ্গল কলোনিতে। পুলিশ জানায়, বর্ণালী ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তিন বছরের ভাইয়ের সঙ্গে খেলছিল সে। তাদের মা ছিলেন পাশের ঘরে। খেলতে খেলতে নিজের ওড়না সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে বর্ণালী। তাতেই ফাঁস লেগে তার মৃত্যু হয় বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে। |