আদালতে তোলা হল না অভিযুক্তকে
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
ধৃত তৃণমূল নেতা আশিস দে’কে সোমবার সিউড়ি আদালতে হাজির করানোর কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে আশিসবাবুকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সিউড়ি থানার আইসি অসিত ভট্টাচার্য বলেন, “ওই তৃণমূল নেতা অসুস্থ বোধ করায় এ দিন তাঁকে আদালতে তোলা যায়নি। সিউড়ি সদর হাসপাতালে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।” শনিবার গভীর রাতে সিউড়ি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় অধিকারীর বাড়ি লক্ষ করে বোমা মারা এবং তাঁর দোকানের সামনে বোমা ফাটানোর অভিযোগ উঠেছিল। সঞ্জয়বাবুর অভিযোগের ভিত্তিতে রবিবার আশিসবাবুকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, সঞ্জয়বাবুর অভিযোগ করেছিলেন, শনিবার রাত ১টা নাগাদ আশিস দে, রাজা চৌধুরী এবং আরও তিন জন তাঁর বাড়ি লক্ষ করে বোমা ছোড়ে। পরে সুপার মার্কেটে তাঁর দোকানের গেটেও তাঁরা বোমা ফাটান। সঞ্জয়বাবুর অভিযোগ ছিল, কংগ্রেস করায় আশিস দে তাঁকে ভয় দেখাতে এই কাজ করেছেন। যদিও তৃণমূলের দাবি ছিল, সম্প্রতি পুরকর্মী আশিসবাবুর নেতৃত্বে সিউড়ির দু’টি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ জয়ী হয়েছে। তাই চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে। আইসি জানান, বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। |
গ্রামবাসীর ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
গ্রামের মধ্যে চলাচলযোগ্য একমাত্র রাস্তা কেটে নালা তৈরি করছে স্থানীয় পঞ্চায়েত। এমনই অভিযোগ তুলে রামপুরহাটের বনহাট পঞ্চায়েতের অন্তর্গত খরবোনা গ্রামের বাসিন্দাদের একাংশ রামপুরহাট ১-এর বিডিও-র দ্বারস্থ হয়েছেন। গত ১৯ ডিসেম্বর আন্দোলনকারীরা গণ-স্বাক্ষরিত স্মারকলিপি ব্লক অফিসে জমা দিয়েছিলেন। গ্রামবাসীদের দাবি, ওই রাস্তা কেটে ১০০ দিন কাজের প্রকল্পে নালা সংস্কার করা হচ্ছে। এর ফলে রাস্তাটি আরও সংকীর্ণ হয়ে পড়েছে। গরুর গাড়িও যেতে পারবে না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিডিও শান্তিরাম গড়াই। |
মৃত ছাত্রের বাইক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
ঝাড়খণ্ড থেকে উদ্ধার হল পুরুলিয়ার রঘুনাথপুরে খুন হওয়া স্কুল ছাত্র সত্যজিৎ মণ্ডলের মোটরবাইকটি। পুলিশ জানায়, ঝাড়খণ্ডের গোবিন্দপুর থেকে বেলিয়াপুর যাওয়ার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল মোটরবাইকটি। রবিবার ঝাড়খণ্ডের গোবিন্দপুর থানা থেকে সেটি নিয়ে এসেছে রঘুনাথপুর থানার পুলিশ। ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয় রঘুনাথপুরের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্র সত্যজিৎ। বাড়ি থেকে নিজের মোটরবাইক নিয়ে বেরিয়েছিল সে। পর দিন একটি সেচখাল থেকে তার দেহ উদ্ধার হয়। অন্য দিকে, রবিবার রাতে মোটরবাইক চোরাই চক্রের এক দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। শেখ রহিম নামে ওই দুষ্কৃতীর বাড়ি বাড়ি পাড়া থানা এলাকায়। |
বিজেপি-র দাবি
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার দাবি জানাল বিজেপি। সোমবার বিডিও (রামপুরহাট ২)-কে এই সব দাবিতে স্মারকলিপি দেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। রাসায়নিক সারের কালোবাজারি রোধের দাবিও তুলেছে তারা। বিডিও সোমা সাউ বলেন, “দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।” |
মাধব মেলা
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
রবি ও সোমবার-দু’দিন ধরে বরাবাজারের বান্দোয়ান-বানজোড়া গ্রাম পঞ্চায়েতের বান্দোয়ান গ্রামে মাধব মেলা হয়েছে। আয়োজক মাধব স্মৃতিরক্ষা কমিটি। ওই কমিটির পক্ষে অজিত মাহাতো বলেন, “এ বার এই মেলা ১৪ বছরে পড়ল। বান্দোয়ান-বানজোড়া হাইস্কুলের মাঠে গত বছর এই দিনে মেলা হয়েছে।” মেলায় অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা হয়। দু’দিন রাতে কীর্তন ও বাউল গান পরিবেশিত হয়েছে। |