কাঁকসায় অবরোধ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ধানের ন্যায্য মূল্য মিলছে না, এই অভিযোগে সোমবার কাঁকসার বসুধায় ঘণ্টা খানেক পথ অবরোধ করে সিপিএম। দলের নেতা বীরেশ্বর মণ্ডল বলেন, “সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও চাষিরা ধানের দাম পাচ্ছেন না। ফলে ধান বিক্রির টাকায় নতুন করে অন্য কোনও শস্যের চাষও করতে পারছেন না তাঁরা। প্রায় শ’তিনেক চাষি এ দিনের বিক্ষোভে অংশ নেন। |
প্রকল্প পরিদর্শনে দল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল পুরসভার বেসিক সার্ভিসেস ফর আরবান পুওর (বিএসইউপি) প্রকল্পের কাজ এবং গরিবদের জন্য নির্মিত বাড়িগুলি পরিদর্শন করতে সোমবার একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল দিল্লি থেকে আসানসোলে আসে। পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি জানান, প্রথম পর্যায়ে প্রায় ন’শোটি বাড়ি তৈরি হয়েছে আসানসোলে রেলপাড় এলাকায়। বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট মেনে বাড়িগুলি হয়েছে কি না এবং সঠিক ব্যক্তিই সেগুলি পেয়েছেন কি না, তা দেখতে প্রতিনিধি দলটি আসে। |
ধানের দামের দাবি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ধানের ন্যায্য মূল্য মিলছে না, এই অভিযোগে সোমবার কাঁকসার বসুধায় ঘণ্টা খানেক পথ অবরোধ করে সিপিএম। দলের নেতা বীরেশ্বর মণ্ডল বলেন, “সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও চাষিরা ধানের দাম পাচ্ছেন না। ফলে ধান বিক্রির টাকায় নতুন করে অন্য কোনও শস্যের চাষও করতে পারছেন না তাঁরা। এই অবস্থা চলতে থাকলে আর্থিক দুরবস্থায় পড়বেন চাষিরা। প্রায় শ’তিনেক চাষি এ দিনের বিক্ষোভে অংশ নেন। |
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পাঁচটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রানিগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় তাদের ধরা হয়। রানিগঞ্জ পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এ দিন তারা রানিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিহারের জামুইয়ের বাসিন্দা ২ দুষ্কৃতী জাফর আনসারি ও ফিরোজ আনসারিকে গ্রেফতার করেছে। |