খেলার টুকরো খবর

পূর্বস্থলীতে কবাডি
পূর্বস্থলীতে চলছে পাইকার কবাডি প্রতিযোগিতা। নিজস্ব চিত্র।
পঞ্চায়েত যুব ক্রীড়া খেল অভিযানের (পাইকা) জেলা পর্যায়ের কবাডি প্রতিযোগিতা শুরু হল সোমবার পূর্বস্থলী ২ ব্লক থানা মাঠে। প্রতিযোগিতায় জেলার ২০টি দল যোগ দিয়েছে। মঙ্গলবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে। এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। উপস্থিত ছিলেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় প্রমুখ। এ দিন ক্রীড়ামন্ত্রী চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দেন।

বর্ধমানে টেনিকয়েট
২৩টি রাজ্যকে নিয়ে বর্ধমানের স্পন্দন ও টাউনস্কুল মাঠে শুরু হয়েছে ২৬তম জাতীয় সাব-জুনিয়র টেনিকয়েট প্রতিযোগিতা। সোমবার মেয়েদের বিভাগে তামিলনাড়ু ৩-০ সেটে গোয়াকে হারায়। পশ্চিমবঙ্গের ছেলেরা অবশ্য প্রথম ম্যাচে ০-৩ সেটে কেরলের কাছে হারে। উত্তরাখণ্ড ৩-০ সেটে চণ্ডীগড়কে হারায়। দিউও ৩-০ সেটে হারিয়েছে পঞ্জাবকে। এ দিন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, “রাজ্যের সমস্ত স্কুলে এই টেনিকয়েট চালু করা হবে।” জাতীয় টেনিকয়েট সংস্থার সভাপতি ভি এস নাগরাজ বলেন, “এই খেলা অলিম্পিকের আওতাভুক্ত। কিন্তু এ দেশে কার্যত কোনও প্রচার নেই।”

টি-টোয়েন্টি ক্রিকেট
ফাইভ স্টার রিক্রিয়েশন ক্লাব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় জয়ী হয় এইচসিএল বয়েজ ক্লাব। তারা আয়োজক সংস্থাকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আয়োজক সংস্থা সব উইকেট হারিয়ে ১১৮ রান তোলে। জবাবে ১৭ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় এইচসিএল বয়েজ ক্লাব। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বিজয়ী দলের পঙ্কজ সাউ।

শ্রীসঙ্ঘের হার
মদনডিহি যুব সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় দক্ষিণপাড়া টিজিসিসি ৪ উইকেটে হারায় শ্রীসঙ্ঘ, এসবি গড়াই রোডকে। মদনডিহি মাঠে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১০৩ রান তোলে শ্রীসঙ্ঘ। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণপাড়া টিজিসিসি ৬ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন জয়ী দলের প্রবর রায়।

প্রথম ডিভিশন ক্রিকেট
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল ক্লাব ঐক্যতান। তারা এমএএমসি মাঠের খেলায় সন্ধানী সঙ্ঘকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৯১ রান তোলে সন্ধানী সঙ্ঘ। জবাবে ক্লাব ঐক্যতান ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।

জয়ী নবঘনপুর
চিচুঁড়িয়া অ্যাবলুম অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় নবঘনপুর ৪৭ রানে হারায় রানিগঞ্জ স্পোর্টস ক্লাবকে। প্রথমে ব্যাট করে নবঘনপুর ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে। জবাবে রানিগঞ্জ স্পোর্টস ক্লাব ১২৬ রানে শেষ হয়ে যায়।

স্মৃতি ক্রিকেট
মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় জয়ী হল জেমারি সাইন ক্লাব। তারা নিসাদ হিন্দ, আসানসোলকে ২ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে নিসাদ হিন্দ সব উইকেট হারিয়ে ৯২ রান তোলে। জবাবে জেমারি ৮ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।

ফাইনালে দেশবন্ধু
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বিএল অগ্রবাল স্মৃতি ফুটবলের ফাইনালে গেল দেশবন্ধু লোহারপাড়া। সোমবার সোদপুর মাঠে তারা সীতারামপুর ইউসিকে ৪-০ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.