পঞ্চায়েত যুব ক্রীড়া খেল অভিযানের (পাইকা) জেলা পর্যায়ের কবাডি প্রতিযোগিতা শুরু হল সোমবার পূর্বস্থলী ২ ব্লক থানা মাঠে। প্রতিযোগিতায় জেলার ২০টি দল যোগ দিয়েছে। মঙ্গলবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে। এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। উপস্থিত ছিলেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় প্রমুখ। এ দিন ক্রীড়ামন্ত্রী চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দেন।
|
২৩টি রাজ্যকে নিয়ে বর্ধমানের স্পন্দন ও টাউনস্কুল মাঠে শুরু হয়েছে ২৬তম জাতীয় সাব-জুনিয়র টেনিকয়েট প্রতিযোগিতা। সোমবার মেয়েদের বিভাগে তামিলনাড়ু ৩-০ সেটে গোয়াকে হারায়। পশ্চিমবঙ্গের ছেলেরা অবশ্য প্রথম ম্যাচে ০-৩ সেটে কেরলের কাছে হারে। উত্তরাখণ্ড ৩-০ সেটে চণ্ডীগড়কে হারায়। দিউও ৩-০ সেটে হারিয়েছে পঞ্জাবকে। এ দিন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, “রাজ্যের সমস্ত স্কুলে এই টেনিকয়েট চালু করা হবে।” জাতীয় টেনিকয়েট সংস্থার সভাপতি ভি এস নাগরাজ বলেন, “এই খেলা অলিম্পিকের আওতাভুক্ত। কিন্তু এ দেশে কার্যত কোনও প্রচার নেই।”
|
ফাইভ স্টার রিক্রিয়েশন ক্লাব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় জয়ী হয় এইচসিএল বয়েজ ক্লাব। তারা আয়োজক সংস্থাকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আয়োজক সংস্থা সব উইকেট হারিয়ে ১১৮ রান তোলে। জবাবে ১৭ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় এইচসিএল বয়েজ ক্লাব। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বিজয়ী দলের পঙ্কজ সাউ।
|
মদনডিহি যুব সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় দক্ষিণপাড়া টিজিসিসি ৪ উইকেটে হারায় শ্রীসঙ্ঘ, এসবি গড়াই রোডকে। মদনডিহি মাঠে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১০৩ রান তোলে শ্রীসঙ্ঘ। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণপাড়া টিজিসিসি ৬ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন জয়ী দলের প্রবর রায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল ক্লাব ঐক্যতান। তারা এমএএমসি মাঠের খেলায় সন্ধানী সঙ্ঘকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৯১ রান তোলে সন্ধানী সঙ্ঘ। জবাবে ক্লাব ঐক্যতান ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
চিচুঁড়িয়া অ্যাবলুম অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় নবঘনপুর ৪৭ রানে হারায় রানিগঞ্জ স্পোর্টস ক্লাবকে। প্রথমে ব্যাট করে নবঘনপুর ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে। জবাবে রানিগঞ্জ স্পোর্টস ক্লাব ১২৬ রানে শেষ হয়ে যায়।
|
মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় জয়ী হল জেমারি সাইন ক্লাব। তারা নিসাদ হিন্দ, আসানসোলকে ২ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে নিসাদ হিন্দ সব উইকেট হারিয়ে ৯২ রান তোলে। জবাবে জেমারি ৮ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বিএল অগ্রবাল স্মৃতি ফুটবলের ফাইনালে গেল দেশবন্ধু লোহারপাড়া। সোমবার সোদপুর মাঠে তারা সীতারামপুর ইউসিকে ৪-০ গোলে হারায়। |