|
|
|
|
খেলার টুকরো খবর |
মৃত্যঞ্জয়নগর ওয়েস্টবেঙ্গল ক্লাব জয়ী নিজস্ব সংবাদাদতা • সাগর |
নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন হল মৃত্যঞ্জয়নগর ওয়েস্ট বেঙ্গল ক্লাব। গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের মৃত্যুঞ্জয়নগর বিশালাক্ষী মিলন পরিষদ ময়দানে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। ২৪টি দল যোগ দেয়। সোমবার ছিল ফাইনাল। ফাইনালে মুখোমুখি হয় মৃত্যঞ্জয়নগর ওয়েস্ট বেঙ্গল ক্লাব এবং সুমতিনগর মনসামাতা ভাই ভাই সংঘ। খেলায় ২-১ গোলে সুমতিনগরকে হারিয়ে দেয় মৃত্যুঞ্জয়নগর। সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের সুজিত দাস। খেলার শেষে জয়ী এবং রানার্স দলকে ট্রফি ও নগদ পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনা করেন দক্ষিণ ২৪ পরগনা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য শেখ জপুর, দিলীপ প্রামাণিক, বলরাম ঘোষ, প্রতীক মণ্ডল ও নাসির হোসেন।
|
স্বাস্থ্যকর্মীদের ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
ছবি: নির্মল বসু। |
সন্দেশখালির ন্যাজাট স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বিদ্যাধরী নদীর ধারের মাঠে স্বাস্থ্যকর্মীদের ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল সম্প্রতি। ন্যাজাট-১ও ২ পঞ্চায়েত, ঘোষপুর এবং হাটগাছি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা এতে অংশগ্রহণ করেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল অফিসারদের উপস্থিতিতে বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ার, দ্রুত হাঁটা ইত্যাদিতে অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘রোগ মুক্তি ক্লিনিক’ নাটকটি স্থানীয় বাসিন্দাদের প্রশংসা পেয়েছে। অন্যতম উদ্যোক্তা চিকিৎসক সুশান্ত কুমার বর বলেন, “সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ কোন অনুষ্ঠান হয় না। সেদিকে লক্ষ্য রেখে মূলত এলাকার স্বাস্থ্যকর্মী ও বাসিন্দাদের আনন্দ দিতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।” |
|
|
|
|
|