নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গ্রামে-গঞ্জে কৃষকেরা কেন ‘আত্মঘাতী’ হচ্ছেন, তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করছে রাজ্য সরকারের শরিক কংগ্রেস। ফসলের দাম না-পেয়ে কৃষকেরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন বলে সরব হয়েছে বিরোধী বামফ্রন্ট। কৃষকদের সমস্যা নিয়ে আন্দোলনে নামার পরে এ বার আত্মহত্যা বিষয়ে কংগ্রেসের তদন্ত দাবি জোট-রাজনীতির প্রেক্ষিতে ‘তাৎপর্যপূর্ণ’।
এই সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য রবিবার বলেন, “বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, ধানের দাম না-পেয়ে রাজ্যে চাষিরা আত্মহত্যা করছেন। এখনও পর্যন্ত কত জন চাষি মারা গিয়েছেন, কেন মারা গিয়েছেন, তা রাজ্য সরকারের অবিলম্বে তদন্ত করা উচিত। কেন চাষিরা ধান-পাটের দাম পাচ্ছেন না, কোথায় তাঁরা ধান বিক্রি করতে যাচ্ছেন, আলু চাষে কী সঙ্কট হচ্ছে, তা-ও অনুসন্ধান করা উচিত সরকারের।”
কৃষকদের দাবিদাওয়া নিয়েই আগামী ৪ জানুয়ারি কলকাতার মেট্রো চ্যানেলে দিনভর বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। বিভিন্ন জেলা থেকে কৃষকদের পাশাপাশি প্রদেশ নেতৃত্বেরও সামিল হওয়ার কথা ওই অবস্থানে। কিন্তু ওই দিনেই একই দাবিতে বামফ্রন্টের চারটি কৃষক সংগঠন গ্রাম বাংলায় কার্যত বন্ধ ডাকায় ‘ক্ষুব্ধ’ কংগ্রেস নেতৃত্ব। বন্ধের জেরে কৃষকেরা কলকাতায় কংগ্রেসের পূর্বঘোষিত কর্মসূচিতে আসতে অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা তাঁদের। সেই জন্যই গ্রামাঞ্চলে বামেদের ধর্মঘটের দিন বদলের আর্জি জানিয়ে এ দিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদীপবাবুর কথায়, “মাসখানেক আগে আমাদের তরফে আন্দোলনের দিন ঘোষণা করা হয়েছিল। তা সত্ত্বেও বামেরা বন্ধ ডেকে অন্যায় করেছে। এটা অসৌজন্যও! এতে চাষিদের স্বার্থ বিঘ্নিত হবে। বন্ধের দিন পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছি বিমানবাবুর কাছে।” |