টুকরো খবর
হাতিদের নিয়ে উদ্বেগ বিষ্ণুপুরে
পুরুলিয়া থেকে বিষ্ণুপুরে ঢোকা বুনো হাতি এখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছে বাঁকাদহ রেঞ্জের লাগোয়া গ্রামগুলিতে। তার মধ্যে আরও প্রায় ১০০ টি হাতির বড় দল এগিয়ে আসছে বিষ্ণুপুরের কাছে চলে আসায় চিন্তায় বন দফতর। রবিবার বনদফরের বাঁকাদহের রেঞ্জ অফিসার বলাই ঘোষ বলেন, “আমাদের রেঞ্জ অফিস লাগোয়া চাঁচর, কাঠগুড়া, হাতগাড়া ইত্যাদি গ্রামে শনিবার রাতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রায় ৫০টি হাতির দল। পুরুলিয়া থেকে দলমায় ফেরার পথে ওই হাতিগুলি এখানে চলে এসেছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনির টাঁকশালের কাছে এগিয়ে এসেছে আরও প্রায় ১০০ হাতির একটি বড় দল। যে কোন দিন ওরাও আমাদের এলাকায় ঢুকে পড়বে।” তিনি জানান, দু’টি দলকে কীভাবে সামলানো যাবে, সেই নিয়েই তাঁরা চিন্তায় পড়েছেন। এদিকে শনিবার রাতে বাঁকাদহে ঢোকা হাতির দল চাঁচর গ্রামে এক ব্যক্তির ধানের খামার তছনছ করেছে। ক্ষতি করে ওই গ্রামেরই কয়েকজনের আলুর খেত। এ দিন বাঁকাদহ রেঞ্জ অফিসে এসে তাঁরা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। রেঞ্জ অফিসার বলেন, “সহানুভূতির সঙ্গে ধান ও আলু চাষিদের সমস্যা দেখা হবে। বনকর্মীদের নজরদারি আরও বাড়াতে বলা হয়েছে।”

আলোচনাসভা
জঙ্গলমহলের অর্থনৈতিক উন্নয়নে প্রাণী সম্পদের ভূমিকা ও দফতরের কর্মচারীদের কর্তব্য নিয়ে শনিবার মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে এক আলোচনাসভা হয়েছে। ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের (ওয়েস্ট বেঙ্গল) প্রাণী সম্পদ বিকাশ বিভাগীয় সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ অ্যানিমেল হাজবেন্ড্রী অ্যান্ড ভেটেরিনারি এমপ্লয়িজ’এর উদ্যোগে এই সভা।

ফের গরু চুরি
এক সপ্তাহ না কাটতেই ফের গরু চুরির ঘটনা ঘটল ফাঁসিদেওয়ায়। শনিবার রাতেও ফাঁসিদেওয়ার জালাসের রাঁধাজোত ও টামবাড়ি এলাকায় গোয়াল ঘরের বেড়া কেটে তিন গৃহস্থের বাড়ি থেকে মোট ৬ টি গরু চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। দিন চারেক আগেও জালাসের ঝমকলালজোত ও ঘোষপুকুরের ভোজনায়ারণ চা শ্রমিক বস্তি এলাকা থেকেও দুই বাড়ি থেকে ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে। এই নিয়ে ফাঁসিদেওয়া থানা এলাকা থেকে মোট ১০ টি গরু চুরির ঘটনা ঘটল।

গণপ্রহারে অসমে মৃত্যু চিতাবাঘের
গণপিটুনিতে মারা গেল চিতাবাঘ। আজ সকালে কামরূপের হাজোয় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, পাহাড় থেকে নেমে লোকালয়ে ঢুকে পড়েছিল চিতাবাঘটি। লোকজনের তাড়ায় ভয় পেয়ে স্থানীয় বাসিন্দাদের আক্রমণ করে সে। এর পরেই গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে ঘিরে ফেলেন চিতাবাঘটিকে। লাঠি, শাবল, বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তাকে। বনবিভাগের কর্মীরা এসে মৃত চিতাবাঘের দেহটি উদ্ধার করেন।

মেদিনীপুর শহরে ‘ডগ শো’। নিজস্ব চিত্র।

বড়দিন জমজমাট : উৎসাহীদের ভিড় আলিপুর
চিড়িয়াখানাতেও। কলকাতায় সুদীপ আচার্যের তোলা ছবি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.