ইন্ডিগোর নয়া উড়ান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা থেকে ইনদওর এবং রায়পুরের উড়ান চালু করল ইন্ডিগো। প্রতি দিন সকাল সাড়ে ৭টা নাগাদ বিমানটি কলকাতা থেকে ছেড়ে রায়পুর ঘুরে ইনদওর যাবে। সেখান থেকে সেটি যাবে মুম্বই। ফেরার পথে ইনদওর, রায়পুর ঘুরে কলকাতায় ফিরবে সন্ধ্যা ৭টা নাগাদ। ভাড়ায় ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছে সংস্থা। কলকাতা থেকে রায়পুরের টিকিট ২৫০০ টাকায় এবং ইনদওর-এর টিকিট ৩৭০০ টাকায় মিলব। কলকাতা থেকে এখন এই দুই শহরে একমাত্র জেট এয়ার নিয়মিত উড়ান চালায়। সম্প্রতি খরচ কমাতে তা বন্ধ করেছে কিংফিশার। সকালে জেট-এর বিমান রায়পুর ঘুরে ইনদওর যায়। বিকেলে একটি উড়ান সরাসরি ইনদওর এবং আর একটি রায়পুর যায়। জেট ছোট এটিআর বিমান চালালেও ইন্ডিগো ১৮৫ আসনের এয়ারবাস ৩২০ চালাবে।
|
কলকাতায় পা রাখল পোলারিস-এর ‘অফ দ্য রোড’ গাড়ি। অগস্টে ভারতে ব্যবসার শুরুর পরে ইতিমধ্যেই দিল্লি, কর্নাটক, রাজস্থান, গুজরাত, তামিলনাড়ুতে পা রেখেছে সংস্থা। কৃষি থেকে শুরু করে নির্মাণ শিল্প, খনি শিল্প বা বিনোদনের উপযোগী বিভিন্ন ধরনের গাড়ি (যেমন স্পোর্টসম্যান এটিভি, রেঞ্জার ইত্যাদি) এনেছে পোলারিস ইন্ডিয়া। দাম শুরু ২.৮৬ লক্ষ টাকা থেকে। কলকাতার ডিলার ওএসএল গোষ্ঠী জানিয়েছে, বানতলায় তাদের বিনোদন পার্কে এই গাড়ি চালানোর বিশেষ ট্র্যাকও তৈরি হচ্ছে।
|
নতুন ডিটারজেন্ট পাউডার বাজারে ছাড়ল বসুন্ধরা রিয়ালকন গোষ্ঠী। ‘ভি পাওয়ার’ ব্র্যান্ড-নামের ওই জামাকাপড় কাচার গুঁড়ো সাবান বড় প্যাকেট ছাড়া ১ টাকার ছোট প্যাকেও মিলবে বলে সংস্থা জানিয়েছে।
|
বিশেষ ধরনের নকশার ল্যামিনেট -এর সম্ভার আনল সেঞ্চুরি প্লাইবোর্ডস। সংস্থার দাবি, নকশাগুলি রোমান সংস্কৃতির ভাবধারায় তৈরি। তাদের রৌপ্য জয়ন্তী উপলক্ষে এগুলি বাজারে ছাড়া হল, জানান কর্তৃপক্ষ।
|
এ বার দেশে তৈরি হাইনিকেন বিয়ার মিলবে কলকাতায়। এত দিন এটি আমদানি করা হত। প্রস্তুতকারক ইউনাইটেড ব্রুয়ারিজ জানিয়েছে, মুম্বইয়ের কাথে তালোজায় এটি তৈরি হওয়ায় কিছুটা সস্তা হবে। হাইনিকেন-এর হাত ধরে ১৮-২৪ মাসে দামি বিয়ারের বাজারের ৫% দখলের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থার। |