সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সমালোচনা করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর। বেশ কিছু সাংবাদিককে পাঠানো এক ই-মেলে হামিদ জানিয়েছেন, তাঁর ব্ল্যাকবেরি ফোনে হুমকি দিয়ে এসএমএস পাঠানো হয়েছে। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলিই এ কাজ করেছে বলে তাঁর বিশ্বাস। একটি এসএমএসের জবাব দেওয়ায় তাঁকে আমেরিকা, ভারত এবং ইজরায়েলের চর বলে গালিগালাজ করে ফের একটি এসএমএস আসে। মীরের বক্তব্য, তাঁকে গোয়েন্দারা আগেও এই ধরনের হুমকি দিয়েছিলেন।
সম্প্রতি একটি টি ভি চ্যানেলে আইএসআই প্রধান সুজা পাশা ও পাক সেনার সমালোচনা করেছিলেন মীর। তাঁর ধারণা, সে কারণেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার নিন্দা করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রেহমান মালিক। মালিক জানিয়েছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
|
চোখের জল ফেলে ইস্তফা দিতে চাইলেন পাক তথ্যমন্ত্রী ফিরদৌস আশিক আওয়ান। সেই পদত্যাগ পত্র ছিঁড়ে ফেলে তাঁকে মন্ত্রী পদে বহাল রাখলেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। রবিবার করাচিতে মন্ত্রিসভার বৈঠকে এমন নাটকের সরাসরি সম্প্রচার দেখা গেল টিভি চ্যানেলে। মেমোগেট বিতর্কে পাক সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখার কাজে ফিরদৌস সম্পূর্ণ ব্যর্থ বলে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। এ ছাড়া, পাক প্রেসিডেন্ট জারদারি চিকিৎসার জন্য দুবাই যাওয়ার পর তাঁর মন্তব্যে বিভ্রান্তি ছড়ায়। মনে করা হচ্ছে, চাপের মুখেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
|
বড়দিনের প্রার্থনা চলাকালীন গির্জায় বিস্ফোরণে নিহত হয়েছেন ২৫ জন। ঘটনাটি ঘটে নাইজিরিয়ার মাদালা অঞ্চলের একটি গির্জায়। ইসলামি জঙ্গিগোষ্ঠী ‘বোকো হারাম’ এই হামলা চালিয়েছে বলে সন্দেহ পুলিশের। গত তিন দিন ধরে উত্তর নাইজিরিয়ায় পর পর হামলা চালায় এই জঙ্গিগোষ্ঠী। তাতে নিহত হয়েছেন অন্তত ১০০ জন। সেনাবাহিনী ও জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে নিহত হয়েছেন চার সেনা। পশ্চিমী শিক্ষা-বিরোধী ও শরিয়তপন্থী এই জঙ্গিগোষ্ঠী এ বছরই রাজধানী আবুজায় দু’টি বিস্ফোরণ ঘটিয়েছে।
|
আত্মঘাতী হামলায় ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে মুতালিব বিক নামে এক এম পি রয়েছেন। জখম ৫০ জন। ঘটনাটি ঘটে উত্তর আফগানিস্তানের তালোকান শহরে। গোয়েন্দা অফিসার মহম্মদ-আল-হুসেন জানান, একটি অন্ত্যেষ্টির সময়ে ঘটনাটি ঘটে। |