লটারিতে কোনও স্কুলে সুযোগ পাওয়া ছাত্রছাত্রীদের ওই নির্দিষ্ট স্কুলেই পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে হবে। শনিবার স্কুল পরিদর্শকের দফতরের সঙ্গে শিলিগুড়ি পুর-কর্তৃপক্ষের বৈঠক হয়। তার পরেই যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা জানান শিলিগুড়ির ডেপুটি মেয়র তথা শিক্ষা বিভাগের মেয়র-পারিষদ রঞ্জন শীলশর্মা এবং স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সঞ্জীবকুমার ঘোষ। তাঁরা জানান, লটারিতে অংশ নিয়ে একটি স্কুলে সুযোগ পেয়েও তথাকথিত ‘নামি’ স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করতে চেষ্টা করছেন অভিভাবকদের একাংশ। সেটা কাম্য নয়।
সঞ্জীববাবু বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে শহরের সব স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তির লটারি শেষ করতে বলা হয়েছে। লটারিতে যারা ভর্তি হতে পারবে না, সেই সব পড়ুয়ার অভিভাবকেরা ৮ জানুয়ারির আমাদের দফতরে আবেদন করতে পারবেন। নিকটবর্তী স্কুলে ওই সব পড়ুয়াদের ভর্তির ব্যবস্থা করা হবে।” এ দিন বৈঠকে ঠিক হয়েছে, শিলিগুড়ি হিন্দি স্কুলে প্রাথমিকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর ছাত্রীরা হিন্দি গার্লস হাইস্কুল এবং ছাত্ররা হিন্দি বয়েজ হাইস্কুলে ভর্তি হতে পারবে। শ্রীগুরু বিদ্যামন্দিরের প্রাথমিকের ছাত্রছাত্রীদের বিদ্যামন্দিরেরই হাইস্কুলে এবং কাছেপিঠের অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা হবে। এ দিকে, তাঁদের স্কুলে ভর্তি নিয়ে গত ১৭ ডিসেম্বর হয়ে যাওয়া বিক্ষোভের প্রেক্ষিতে শিলিগুড়ি গার্লস হাইস্কুল কর্তৃপক্ষ শনিবার এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, সরকারি নির্দেশ মেনেই পঞ্চম শ্রেণিতে ভর্তির লটারি হয়েছে। এ দিন ভর্তির তালিকাও প্রকাশ করেন স্কুল-কর্তৃপক্ষ। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক জয়ন্ত কর এবং প্রধান শিক্ষিকা শেফালি সিংহ জানান, উন্নয়ন সহায়তা-সহ আগে যে ৯৯০ টাকা ‘ফি’-র কথা বলা হয়েছিল, সরকারি নির্দেশ মেনে তা-ও কমিয়ে ২৪০ টাকা করা হয়েছে। এ ছাড়া আবেদনকারীদের কাছ থেকে ফর্ম বাবদ নেওয়া টাকাও ফিরিয়ে দেওয়া হবে। |