টুকরো খবর |
সিআইডি হেফাজতে সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আবার এক কঙ্কাল-কাণ্ডে ধরা পড়লেন পশ্চিম মেদিনীপুরে সিপিএমের এক লোকাল কমিটির সম্পাদক। সিআইডি-র দল শুক্রবার মেদিনীপুর শহর থেকে গ্রেফতার করে সিপিএমের শালবনি লোকাল কমিটির সম্পাদক, পেশায় শিক্ষক লক্ষ্মীকান্ত ঘোষকে। শনিবার তাঁকে সিজেএম আদালতে হাজির করা হলে ৫ দিন সিআইডি হেফাজতের নির্দেশ হয়। গত বছর ফেব্রুয়ারি মাসে গোদাপিয়াশাল থেকে নিখোঁজ হয়েছিলেন শালবনির তৃণমূল কর্মী যজ্ঞেশ্বর মাহাতো। তাঁকে সিপিএমের লোকজন অপহরণের পরে মেরে ফেলে বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মাটি খুঁড়ে হাড়গোড় উদ্ধারের হিড়িক পড়ে যায়। সেই পর্বেই গত ৬ অগস্ট শালবনি সংলগ্ন কেশপুরের মোহনপুর-খালপাড় থেকে উদ্ধার হয় কিছু হাড়গোড়। সেই দেহাবশেষ নিখোঁজ যজ্ঞেশ্বরের বলে দাবি করে তাঁর ভাই ভাগবত মাহাতো শালবনি থানায় ২৬ জন সিপিএম নেতা-কর্মীর নামে অপহরণ-খুনের অভিযোগ দায়ের করেন। লক্ষ্মীকান্তবাবু অন্যতম অভিযুক্ত। |
ফের উত্তেজনা কেশপুরের গ্রামে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শাসকদলের গোষ্ঠী-সংঘর্ষের জেরে শুক্রবার ১৪৪ ধারা জারি হয়েছে কেশপুরে। শুরু হয়েছে পুলিশি টহল। কিন্তু রাতেই ফের গণ্ডগোল বাধল কেশপুরের সরুই গ্রামে। স্থানীয় লোকজনের হাতে প্রহৃত হন তৃণমূলের শ্রমিক সংগঠনের কেশপুর অঞ্চল সভাপতি তাজ মহম্মদ। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, বেশ কিছু দিন ধরে তাজ মহম্মদ সিপিএম ঘনিষ্ঠদের দলে ঢোকানোর চেষ্টা করছেন। তা নিয়েই শুক্রবার রাতে বচসা শুরু হয়। সেই থেকেই বাধে হাতাহাতি। এই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাজ। শনিবার সাঁকোটিতেও তৃমূলের দু’পক্ষের জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ এড়াতে, উত্তেজনা প্রশমনেই ১৪৪ ধারা জারি। তার পরেও গোলমাল যে পুরোপুরি বন্ধ হচ্ছে নাতা মানছে পুলিশও। ফলে বাড়ানো হয়েছে নজরদারি। তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি আশিস প্রামাণিক জানিয়েছেন, প্রতিদিনের ঘটনাই জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হচ্ছে। আলোচনায় সমস্যা মেটানোর চেষ্টাও চলছে। |
নেতাই-স্মরণে সমাবেশের ডাক শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক বছর আগে লালগড়ের নেতাইয়ে ৪ মহিলা-সহ ৯ গ্রামবাসীর নিহত হওয়ার ঘটনার স্মরণে আগামী ৭ জানুয়ারি লালগড়ে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে বলে ঘোষণা করলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। সমাবেশে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ছাড়াও পূর্ব মেদিনীপুর থেকেও তৃণমূল কর্মী-সমর্থকরা আসবেন বলে জানিয়েছেন এই যুবনেতা। উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী। শনিবার মেদিনীপুর দলের যুবকর্মীদের নিয়ে প্রস্তুতিসভা করেন শুভেন্দু। সেখানেই সাংসদ বলেন, “কোর্টের নির্দেশে নেতাইয়ে নিহতদের পরিজনেরা হয়তো কিছু টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। কিন্তু পরিবাররের কর্মক্ষম লোকজনের কর্মসংস্থানের দায়িত্ব আমাদেরই নিতে হবে। ভুললে চলবে না নেতাইয়ের ৯ জনের প্রাণের বিনিময়েই প্রমাণ হয়েছিল সিপিএমের সশস্ত্র শিবির রয়েছে জঙ্গলমহলে।” |
|