দুই অলিম্পিয়ান লেসলি ক্লডিয়াস ও বদ্রু বন্দ্যোপাধ্যায়।
শনিবার ভেটারেন্স ক্লাবের এক অনুষ্ঠানে। ছবি: শঙ্কর নাগ দাস |
ভেটারেন্স ক্লাবের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল এরিয়ান। শনিবার ইস্টবেঙ্গল মাঠে সাদার্ন স্পোর্টসকে ১-০ গোলে হারাল তারা। এরিয়ানের একমাত্র গোলদাতা সৃঞ্জয় দত্ত। ম্যাচের সেরা স্বরূপ দাস। টুর্নামেন্টের সেরা গোলকিপার আধিত্য পাত্র।
অন্য দিকে, ভেটারেন্স অফিস টুর্নামেন্টে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইনকাম ট্যাক্স। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন বাস্তব রায়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ম্যাচের সেরা অবশ্য জইদুল ইসলাম। টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার হয়েছেন রঞ্জন ভট্টাচার্য (ইনকাম ট্যাক্স) এবং সেরা মিডফিল্ডার ঝন্টু দে (সেন্ট্রাল এক্সাইজ)। সেরা গোলকিপার দিলীপ পাল।
|
তিন গোল প্রয়াগের নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টানা তিন ম্যাচ পরে আবার কলকাতা প্রিমিয়ার লিগে জয়ের মুখ দেখল প্রয়াগ ইউনাইটেড। শনিবার বারাসত স্টেডিয়ামে সাদার্ন সমিতিকে ৩-০ গোলে হারাল জোসিমার-ইয়াকুবুহীন প্রয়াগ। ম্যাচের তিন গোলদাতা ভিনসেন্ট, অর্জুন এবং জয়চন্দ্র। রিজার্ভ বেঞ্চকে ঝালিয়ে নেওয়ার জন্য সাদার্নের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিলেন সঞ্জয় সেন। এই জয়ের পরে লিগ তালিকায় সাত নম্বরে থাকা প্রয়াগ উঠে এল চারে। ৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৮। শীর্ষে ইস্টবেঙ্গল (৬ ম্যাচে ১৮), দুইয়ে মহমেডান (৬ ম্যাচে ১১) এবং তিনে মোহনবাগান (৫ ম্যাচে ১০)। |
মেয়রস কাপ দাবায় জয়ী বাছাইরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টাউন হল-এ শনিবার থেকে শুরু হল দ্বিতীয় মেয়রস কাপ দাবা। ফিডে রেটেড এই টুর্নামেন্টে প্রথম দিন বেশির ভাগ বাছাই দাবাড়ুই জিতলেন। ১০ রাউন্ডের সুইস লিগে এ বার খেলছেন ২৮০ জন। শনিবার টপ বোর্ডে জিতেছেন নীলাদ্রি শেখর ভট্টাচার্য, সান্টু মণ্ডল, অঞ্জন মল্লিক, বিপিন শেনয়, সহেলি ধর বড়ুয়া, স্বপন মিত্র, শৌভিক চক্রবর্তী, অভ্রপ্রতিম মান্নারা। আয়োজক কলকাতা পুরসভার সঙ্গে দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমি। এ দিন টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছিলেন ডব্লিউ জিএম মারি আন গোমস। প্রথম দিন শীর্ষ বাছাই নিলাদ্রী শেখরের বিরুদ্ধে প্রতিবন্ধী দাবাড়ু সমীর মণ্ডলের খেলা ঘিরে বেশ উৎসাহ ছিল। |