টুকরো খবর
হেডলির বিরুদ্ধে চার্জশিট গোয়েন্দাদের
২৬/১১ কাণ্ডের প্রায় তিন বছর পর মূল অভিযুক্ত লস্কর-ই-তইবা জঙ্গি ডেভিড হেডলির বিরুদ্ধে চার্জশিট দিলেন ভারতীয় গোয়েন্দারা। চার্জশিটে লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ মহম্মদ সইদ ও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের দুই অফিসারের নামও উল্লেখ করা হয়েছে। শনিবার দিল্লির একটি আদালতে চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এনআইএ-র বক্তব্য, ২৬/১১-র ছক কষেছিল লস্কর নেতা জাকিউর রহমান লকভি, তাহাউর হুসেন রানা ও আল কায়দা জঙ্গি ইলিয়াস কাশ্মীরি। হেডলি ও রানার বিরুদ্ধে ২০০৯-এ এনআইএ মামলা করে। এখন মার্কিন গোয়েন্দাদের হেফাজতে রয়েছে দুই অভিযুক্ত। আমেরিকায় হেডলিকে জেরা করেছিল এনআইএ-র একটি দল। হেডলি-সহ ন’জনের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এনআইএ ন’জন অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে।

সাইটের আপত্তিকর বিষয় সরাতে নির্দেশ
ফেসবুক, গুগল, ইয়াহু এবং মাইক্রোসফট-সহ বাইশটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ‘আপত্তিকর’ বিষয় সরানোর নির্দেশ দিল দিল্লির এক আদালত। ৬ ফেব্রুয়ারির মধ্যে আদালতের নির্দেশ মানতে হবে সাইটগুলিকে এবং সে কথা আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে। সাইটগুলির উপরে ‘নজরদারি’ নিয়ে বিতর্কের মধ্যে আদালতের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। ২০ ডিসেম্বর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে ‘আপত্তিকর’ বিষয় সরানোর জন্য দেড় মাস সময় দিয়েছিলেন বিচারক। বাইশটি ওয়েবসাইটের মধ্যে দু’টির প্রতিনিধিরা আদালতে উপস্থিত হয়ে আজ জানান ২০ ডিসেম্বরের আদালতের নির্দেশের প্রতিলিপি হাতে পাননি তাঁরা। তখন অভিযোগকারীর আইনজীবী আদালতকে আশ্বস্ত করেন, অভিযোগের প্রতিলিপি এবং অন্যান্য কাগজপত্র ওয়েবসাইটের হাতে তুলে দেওয়া হবে।

পস্কো-বিরোধী নেতা গ্রেফতার
প্রস্তাবিত পস্কো প্রকল্প এলাকায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হল সিপিআই নেতা নারায়ণ রেড্ডিকে। শনিবার জগৎসিংহপুর জেলার এরাসাম এলাকার জাপা স্কোয়ারের কাছে প্রাক্তন এই বিধায়ককে ধরা হয়। কড়া নিরাপত্তার মধ্যে পস্কো-বিরোধী নেতাকে নিয়ে আসা হয় কুজঙ্গ থানায়। তার পর তাঁকে হাজির করা হয় স্থানীয় আদালতে। বিচারক তাঁকে দু’সপ্তাহের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন বলে জানান পুলিশকর্তা গুপ্তেশ্বর ভই।

গারো জঙ্গি কবল থেকে মুক্ত বিডিও
অপহৃত বিডিওকে মুক্তি দিল গারো জঙ্গি সংগঠন জিএনএলএ। ২১ নভেম্বর দাদিংগ্রের দফতর থেকে পি কে বড়ো নামে ওই বিডিওকে অপহরণ করা হয়েছিল। আজ সকালে মেঘালয়ের এক ইংরাজি সংবাদপত্রের সম্পাদককে ফোন করে ডেকে এনে বড়োকে মুক্তি দেয় জঙ্গিরা। ওই মহিলা সম্পাদকই বড়োকে তাঁর বাড়ির লোকেদের কাছে নিয়ে যান। পশ্চিম গারো পার্বত্য জেলার জেলাশাসক সঞ্জয় গোয়েল ওই বিডিও ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেন। পুলিশ জানিয়েছে, জিএনএলএ এরিয়া কম্যান্ডার চেকান পি মারাক এই বিডিও অপহরণ-কাণ্ডে যুক্ত। সৎ ও নির্ভীক অফিসার হিসেবে জনপ্রিয় পি কে বড়ো জঙ্গিদের তোলা দিতে অস্বীকার করাতেই তাঁকে অপহরণ করা হয়। রাজ্য জুড়ে প্রতিবাদ ও নানা মহলের চাপের ফলেই জিএনএলএ ওই বিডিওকে মুক্তি দিয়েছে।

ইম্ফলে বিস্ফোরক মিলল রাস্তায়
বিমানবন্দর যাওয়ার রাস্তায় উদ্ধার হল বিস্ফোরক। বাইরে থেকে সেটিকে দেখে মনে হচ্ছিল রান্নাঘরে ব্যবহৃত প্রেসার কুকার। তারই মধ্যে মিলল তাজা বিস্ফোরক। মণিপুরের চাংগেই এলাকায় ঘটে এই ঘটনা। পুলিশ জানায়, ইম্ফল এয়ারপোর্ট রোডে একটি হাম্পের কাছে প্রেসার কুকারের ভিতরে বোমাটি রাখা ছিল। সেনাবাহিনীর টহলদার জওয়ানারা বোমাটি দেখতে পান। পুলিশের বম্ব স্কোয়্যাড গিয়ে বোমাটি সরিয়ে নিয়ে যায়।

কাশ্মীরে হত এনসি কর্মী
জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর এক কর্মী। নিহতের নাম বশির আহমেদ বাট। পেশায় দোকান মালিক বশির শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই তাঁর মাথায় গুলি করে জঙ্গিরা। নিকটবর্তী এসএমএইচএস হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই নিয়ে ১৪ দিনের মাথায় ফের জঙ্গি হামলার শিকার হলেন এক জন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.