খেলার টুকরো খবর
আন্তঃথানা ফুটবল
জেলা পুলিশ আয়োজিত আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জামালপুর থানা ১-০ গোলে কালনা থানাকে এবং বর্ধমান থানা টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে মাধবডিহিকে হারিয়ে সেমিফাইনলে উঠেছে। আজ, বৃহস্পতিবার জামালপুর গলসি থানার বিরুদ্ধে এবং শুক্রবার বর্ধমান খণ্ডঘোষের বিরুদ্ধে খেলবে।

স্মৃতি ফুটবল
কমলেশ সিংহ স্মৃতি ফুটবল কমিটি আয়োজিত লিগ কাম নক আউট ফুটবলের মঙ্গলবারের খেলায় জয়ী হল শিশুবাগান ফুটবল ক্লাব। ঘরের মাঠে তারা রামবাগান উন্নয়ন সমিতিকে ১-০ গোলে হারায়।

অনূর্ধ্ব ১৭ ফুটবল
ধাণ্ডাবাগ ইয়ুথ ক্লাব আয়োজিত তপন দে ও চরণ কর্মকার স্মৃতি অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে গেল অআকখ কালচারাল ক্লাব। সেমি ফাইনালে বুধবার তারা সিটি এসি-কে টাইব্রেকারে ৭-৬ গোলে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। ম্যাচটি পরিচালনা করেন ওমপ্রকাশ সিংহ, আশিস দাস ও অজয় বিশ্বাস।

সবুজ সঙ্ঘের হার
রবীন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হল কৈঠী গ্রাম। হিজলগড়া মাঠের খেলায় তারা চুরুলিয়া সবুজ সঙ্ঘকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সবুজ সঙ্ঘ সব উইকেট হারিয়ে ১০২ রান তোলে। জবাবে ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কৈঠী।

জয়ী বার্নপুর
মদনডিহি ক্রিকেট ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হল বার্নপুর এসএসসিসি। তারা রামবাঁধ যজ্ঞেশ্বর ক্লাবকে ৯ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে রামবাঁধ ৭৯ রানে শেষ হয়ে যায়। জবাবে ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বার্নপুর। সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেন বিজয়ী দলের রাজা গুপ্ত।

টি-টোয়েন্টি ক্রিকেট
এইচসিএল ফাইভ স্টার ক্লাব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় বালক সঙ্ঘ ৩৩ রানে হারায় আর্ট সাইট সিসি-কে হারায়। প্রথমে ব্যাট করে বালক সঙ্ঘ ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে। জবাবে আর্ট সাইট সিসি ৯৭ রানে গুটিয়ে যায়। ১৭ রান দিয়ে ৫ টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন বিজয়ী দলের শশী কুমার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.