জেলা পুলিশ আয়োজিত আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জামালপুর থানা ১-০ গোলে কালনা থানাকে এবং বর্ধমান থানা টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে মাধবডিহিকে হারিয়ে সেমিফাইনলে উঠেছে। আজ, বৃহস্পতিবার জামালপুর গলসি থানার বিরুদ্ধে এবং শুক্রবার বর্ধমান খণ্ডঘোষের বিরুদ্ধে খেলবে।
|
কমলেশ সিংহ স্মৃতি ফুটবল কমিটি আয়োজিত লিগ কাম নক আউট ফুটবলের মঙ্গলবারের খেলায় জয়ী হল শিশুবাগান ফুটবল ক্লাব। ঘরের মাঠে তারা রামবাগান উন্নয়ন সমিতিকে ১-০ গোলে হারায়।
|
ধাণ্ডাবাগ ইয়ুথ ক্লাব আয়োজিত তপন দে ও চরণ কর্মকার স্মৃতি অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে গেল অআকখ কালচারাল ক্লাব। সেমি ফাইনালে বুধবার তারা সিটি এসি-কে টাইব্রেকারে ৭-৬ গোলে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। ম্যাচটি পরিচালনা করেন ওমপ্রকাশ সিংহ, আশিস দাস ও অজয় বিশ্বাস।
|
রবীন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হল কৈঠী গ্রাম। হিজলগড়া মাঠের খেলায় তারা চুরুলিয়া সবুজ সঙ্ঘকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সবুজ সঙ্ঘ সব উইকেট হারিয়ে ১০২ রান তোলে। জবাবে ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কৈঠী।
|
মদনডিহি ক্রিকেট ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হল বার্নপুর এসএসসিসি। তারা রামবাঁধ যজ্ঞেশ্বর ক্লাবকে ৯ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে রামবাঁধ ৭৯ রানে শেষ হয়ে যায়। জবাবে ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বার্নপুর। সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেন বিজয়ী দলের রাজা গুপ্ত।
|
এইচসিএল ফাইভ স্টার ক্লাব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় বালক সঙ্ঘ ৩৩ রানে হারায় আর্ট সাইট সিসি-কে হারায়। প্রথমে ব্যাট করে বালক সঙ্ঘ ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে। জবাবে আর্ট সাইট সিসি ৯৭ রানে গুটিয়ে যায়। ১৭ রান দিয়ে ৫ টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন বিজয়ী দলের শশী কুমার। |