নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
সরকারি উদ্যোগে সরাসরি ধান কেনার দাবিতে আন্দোলনে নামলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের চাষিরা। মঙ্গলবার সকাল থেকে কয়েকশো চাষি ধানের বস্তা নিয়ে কালিয়াগঞ্জের বাঘন বটতলির রায়গঞ্জ-বালুরঘাট ১০ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন। আড়াই ঘণ্টা অবরোধের পরে বিডিও সৌমাল্য ঘোষ ও কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দাস-সহ প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে যান। বিডিও বলেন, “চাষিদের কাছ থেকে সরকারি উদ্যোগে সরাসরি ধান কেনার ব্যাপারে ব্লক প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।” প্রশাসনিক সূত্রে খবর, চাষিদের অভিযোগ, ধান ওঠা শুরু হলেও এখনও পর্যন্ত সরকারি উদ্যোগে সহায়ক দামে চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনার কাজ শুরু না হওয়ায় চাষিরা ব্লকের বিভিন্ন হাটে ফড়েদের কাছে কুইন্টাল প্রতি ৮০০ টাকা দরে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এদিন চাষিদের তরফে ব্লক প্রশাসনের কাছে সরকারি উদ্যোগে সরাসরি কুইন্টাল প্রতি ১ হাজার ৮০ টাকা দরে ধান কেনার দাবি জানানো হয়। ডিসেম্বর মাসের মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্ট কালের জন্য বিডিও অফিসের সরকারি কাজ অচল করে দেওয়া হবে বলে এদিন চাষিরা ব্লক প্রশাসনের কর্তাদের জানান।
|
দুটি চোলাইয়ের ঠেকে হানা দিয়ে ৬০০ বোতল চোলাই মদ বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয় এক চোলাই বিক্রেতাকে। মালদহের হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর ও শামুখা এলাকায় সোমবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ওই অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, কুমেদপুর এলাকায় বেশ কিছুদিল ধরেই চোলাই মদ তৈরি-সহ বিক্রির রমরমা কারবার চলছিল। ওই ঠেকে হানা দেওয়ার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও পুলিশ উদ্ধার করে ৫১০টি চোলাইয়ের বোতল। এরপর শামুখা এলাকার একটি ঠেকে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে ৯৫টি চোলাইয়ের বোতল। গ্রেফতার করা হয় বিক্রেতা ফাগু মন্ডলকে। হরিশ্চন্দ্রপুরের আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, “এলাকা জুড়েই চোলাইয়ের ঠেক ভাঙতে অভিযান শুরু হয়েছে। নিয়মিত অভিযান চলবে।” |