বিমল গুরুঙ্গ রাজ্য সরকারের সমালোচনা করার ২৪ ঘণ্টার মাথায় সুর বদলে ফেললেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রথম সারির নেতারা।
মঙ্গলবার দার্জিলিঙে মুম্বইয়ের চিত্রতারকা জিনাত আমন, মহিমা চৌধুরির উপস্থিতিতে মহা সমারোহে শুরু হল টি-ট্যুরিজম ফেস্টিভ্যাল। ১৮ বছর পরে হচ্ছে এই উৎসব। এরই উদ্বোধন অনুষ্ঠানে পাহাড়ের পর্যটন প্রসারের জন্য রাজ্য সরকারের উদ্যোগের ঢালাও প্রশংসা করেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি-সহ অনেক নেতাই। মঞ্চে রাজ্য সরকারের তরফে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব-সহ প্রশাসনিক কর্তারা। তবে মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ ছিলেন না। কিন্তু, রোশন স্পষ্ট ভাষায় বলেছেন, “সবাই মিলে একজোট হয়ে এই উৎসব করেছি। রাজ্য সরকারের ভূমিকা প্রশংসনীয়। জেলা প্রশাসনও ভাল কাজ করছে। সম্মিলিত উদ্যোগেই উৎসব হচ্ছে। এতে পাহাড়ের ভাল হবে। পাহাড়ের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।” পাশাপাশি, উৎসব যাতে প্রতি বছর হয়, তা দেখা হবে বলে অনুষ্ঠানে ঘোষণা করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।
১৮ বছর পর মঙ্গলবার দার্জিলিঙের ম্যাল চৌরাস্তায় এই উৎসব শুরু হল। একযোগে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং মিরিকে উৎসব চলবে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, “দার্জিলিং চা বিশ্ববিখ্যাত। কিন্তু পর্যটন সেভাবে এগোতে পারেনি। এ বার রাজ্য সরকার পাহাড় জুড়ে পর্যটন বিকাশে নানা পরিকল্পনা নিয়েছে। মুখ্যমন্ত্রী পাহাড়কে যে সুইৎজারল্যান্ড তৈরির কথা বলেছেন তার কাজ চলছে।” |
রবিবার গোর্খা জনমুক্তি মোর্চার যুব সংগঠন পাহাড়ে ফের গোর্খাল্যান্ডের দাবিতে জানুয়ারি মাস জুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার দার্জিলিঙে সাংবাদিক বৈঠক করে মোর্চা সভাপতি অভিযোগ করেছেন, রাজ্য সরকার পাহাড়ের নানা উন্নয়নের কথা বললেও কাজের কাজ কিছু হচ্ছে না। সে জন্য জানুয়ারির মধ্যে জিটিএ চুক্তি রূপায়ণ না-হলে তিনি ‘যা করার করব’ বলে হুঁশিয়ারিও দেন। মোর্চা সুর চড়ালেও পাহাড়ের অন্যান্য রাজনৈতিক দলের অনেকেই অভিমত প্রকাশ করেন, জিটিএ রূপায়ণে দেরি হওয়ার কারণে পাহাড়ে আলাদা গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চা বিরোধী দল আসরে নেমে পড়তে পারে।
এই আশঙ্কায় মোর্চা নেতারা প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বলে গোর্খা লিগ, জিএনএলএফ, সিপিআরএমের অনেক নেতারই ধারণা। রাজ্য সরকারও মোর্চার সমালোচনার কোনও প্রতিক্রিয়া জানায়নি। তাই উৎসবের মঞ্চ থেকে রাজ্য সরকারের প্রশংসা করার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পাহাড়ের রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই।
দার্জিলিঙের জেলাশাসক সৌমিত্র মোহন জানান, বিশ্ববিখ্যাত দার্জিলিং চা’কে সামনে রেখে এ বার এই উৎসবের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে পাহাড়ের সংস্কৃতিকে সাধারণ বাসিন্দা এবং পর্যটকদের সামনে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য বলে উদ্যোক্তারা জানিয়েছেন। দার্জিলিং ম্যালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, পুলিশ ব্যান্ডের অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হয়। বলিউডের অভিনেত্রী জিনাত আমন, মহিমা চৌধুরি, প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতমবাবু উৎসবের উদ্বোধন করেন। আগামী ৫ জানুয়ারি অবধি উৎসব চলবে। |