শিলিগুড়ি কলেজে শিক্ষক সমিতির সম্পাদক নির্বাচন ভেস্তে দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার ওই কলেজে শিক্ষক সমিতির নির্বাচনের জন্য আগাম নোটিশ জারি করেছিলেন অধ্যক্ষ। সেই মতো এ দিন কলেজের গ্রান্থাগার ভবনে নির্বাচনের জন্য বেলা ২ টা নাগাদ যান শিক্ষকেরা। সেখানে ভোটার হিসাবে গ্রন্থাগারিককে দেখে শিক্ষক সমিতির সদস্যদের একাংশ প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, শিক্ষক সমিতির নির্বাচনে ভোটে গ্রন্থাগারিক অংশ নিতে পারেন না। শিলিগুড়ি কলেজ যার অধীনে সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইনেই তা স্পষ্ট উল্লেখ রয়েছে। অথচ অধ্যক্ষ নিয়ম মানতে চাইছেন না। বাধা দেওয়ায় তিনি নির্বাচন প্রক্রিয়া ভণ্ডুল করে চলে যেতে উদ্যত হন। তৃণমূলের শিক্ষা সেলের শিক্ষকশিক্ষিকাদের একাংশ অধ্যক্ষকে আটকাতে গেলে তিনি এক সদস্যের সঙ্গে খারাপ আচরণ করেন। ধাক্কা দিয়ে বার হয়ে যান। তা নিয়ে প্রতিবাদ জানালে এ ধরনের বাধা মোকাবিলায় আত্মরক্ষার প্রয়োজনে রিভলবারও সঙ্গে রাখতে পারেন জানিয়ে হুমকি দেন বলে অভিযোগ। এমনকী নিয়ম মেনে শিক্ষক কাউন্সিলের সম্পাদক নির্বাচনের নোটিশও দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে তৃণমূলের শিক্ষা সেল। তাদের অভিযোগ, নিয়ম মেনে নোটিশে এই প্রক্রিয়ার জন্য মনোনয়ন জমা বা বাতিলের কোনও দিনক্ষণ ছিল না। ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। সম্পাদক নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে তিনি কোষাধ্যক্ষ নির্বাচনের বিষয়টিও উল্লেখ করেছেন। নিয়ম মতো কোষাধ্যক্ষ নির্বাচন হয় না।
কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই বলেন, “সমস্ত অভিযোগ ভিত্তিহীন। গ্রন্থাগারিক শিক্ষক সমিতির সম্পাদক নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে শিক্ষকদের দুই পক্ষ ভিন্ন মত পোষণ করেন। সে কারণেই বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত ওই প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। বাস্তবে নিয়ম হল, বৈঠক ডেকে সর্বসম্মত ভাবে সম্পাদক মনোনয়নের চেষ্টা করা হয়। তাতে দ্বিমত হলে তখনই নির্বাচনের প্রশ্ন ওঠে। তাই মনোনয়ন জমা করার মতো আগাম নির্বাচনের প্রক্রিয়া নেওয়া হয় না।” তবে রিভলবার রাখার মতো কোনও কথা তিনি বলেননি বলে দাবি করেছেন। কৃষ্ণা পাল, উজ্জ্বল সরকার, উদয় মৈত্রের মতো কলেজের শিক্ষকদের অভিযোগ, নিয়ম মেনে গ্রন্থাগারিককে বাদ দিয়ে অধ্যক্ষকে নির্বাচন করতে বলা হলেও তিনি শুনতে চাননি। তৃণমূল শিক্ষা সেলের আহ্বায়ক কৃষ্ণা পাল বলেন, “অধ্যক্ষ মর্জি মাফিক কাজ করতে চাইছেন। তা হতে পারে না। অন্যায় ভাবে তিনি এ দিন সম্পাদক নির্বাচন প্রক্রিয়া ভেস্তে দিয়েছেন।” তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ শিক্ষক সমিতির নির্বাচনের জন্য এ দিন ১ টা ৪৫ মিনিটের পর কলেজ ছুটি ঘোষণা করা হয়েছিল। তাতে এ দিন ওই সময়ের পর ক্লাস হয়নি। তাতে পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হলেন। আজ, বুধবার কলেজের পরিচালন সমিতিতে অশিক্ষক কর্মীদের ২ প্রতিনিধি নির্বাচন হবে। অথচ কর্মীদের একাংশ নির্বাচনের জন্য মনোনয়ন জমা করতে চাইলে অধ্যক্ষ তা নিচ্ছেনা না বলে অভিযোগ। অধ্যক্ষ জানিয়েছেন, নিয়ম মেনেই সে সব জমা নেওয়া হবে বলে জানানো হয়েছে। |