মাস্টার প্ল্যানের মাধ্যমে শহরের একাংশে নিকাশি-নালা তৈরি-সহ নাগরিক পরিষেবার কাজে এক গুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে বালুরঘাট পুরসভার বিরুদ্ধে সরব হল তৃণমূল। মঙ্গলবার পুর ভবনের সামনে টাউন তৃণমূলের কয়েকশো কর্মী সমর্থক তুমুল বিক্ষোভ দেখান। বিগত প্রায় ৪০ বছর ধরে আরএসপির দখলে থাকা বালুরঘাট পুরসভা পানীয় জল সরবরাহ করে উঠতে পারেনি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পে ৪২ কোটি টাকা বরাদ্দ করে। এই কাজ সুষ্ঠু ও পরিকল্পনামাফিক রূপায়ণের দাবি করে সমাবেশে টাউন তৃণমূল সভাপতি অসিত রায় অভিযোগ করেন, “গত বছর কেন্দ্রের দেওয়া প্রায় ১৬ কোটি টাকা খরচ করে পুরসভা মাস্টার প্ল্যানে হাই ড্রেন তৈরি করে। ড্রেনের জল ঠিকমত গড়ায় না। মশা ও জলজ কীটের আঁতুরঘরে পরিণত হাইড্রেনের জল বর্ষায় রাস্তাঘাট ভাসায়।” তা ছাড়া শহরের রাস্তা থেকে বেআইনি দখলদার উচ্ছেদ, স্কুল ও অফিস সময়ে ভারী ট্রাক চলাচলের বিরুদ্ধে পুর কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তুলে সোচ্চার হয় তৃণমূল। পুরসভার চেয়ারপার্সন সুচেতা বিশ্বাস অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “এ বছরের বর্ষার সময় খুব বেশিক্ষণ জল রাস্তায় দাঁড়ায়নি। তা ছাড়া পুরো কাজ এখনও বাকি। জল সরবরাহ প্রকল্পটি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরক্টরেটের মাধ্যমে রূপায়িত হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযানও চলছে।” |