তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন ও তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের জেরে বৈঠক ভেস্তে যেতে পারে, এই আশঙ্কায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক তুলে নিয়ে যাওয়া হল কলকাতায়। ২৩ ডিসেম্বর কলকাতায় রাজারহাটে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। মালদহ ক্যাম্পাসে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক হলে বিক্ষোভের জেরে হেনস্থা ও অপমানিত হওয়ার আশঙ্কা এবং নিরাপত্তার কথা বিবেচনা করেই উপাচার্য কলকাতায় বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যে যখন তীব্র অর্থসঙ্কট চলছে তখন সরকারি ব্যয়ে মালদহ ও দুই দিনাজপুর থেকে কাউন্সিলের সদস্যদের কলকাতায় নিয়ে গিয়ে বৈঠকের আয়োজন করার ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল শিক্ষক সংগঠনের শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপা দত্ত বলেন, “নিরাপত্তার অভাব তো ছিলই। তবে এখন আমি ভীষণ অসুস্থ। চিকিৎসকরা বিশ্রামে থাকতে বলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ও জরুরি কাজে কলকাতায় আছি। আমার অসুস্থতার জন্য কলকাতায় বৈঠক ডাকা হয়েছে। অন্য বিষয় নেই।” ২৩ নভেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের বৈঠক ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু সেদিন তৃণমূল শিক্ষক সংগঠন গৌড়বঙ্গ অধ্যাপক মঞ্চ, তৃণমূল ছাত্র পরিষদ ও গৌড়বঙ্গ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের যৌথ অবরোধ, বিক্ষোভ ও আন্দোলনের জেরে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ভেস্তে যায়। |