তিন মাস ধরে পেনশন মিলছে না। মিলছে না অবসরকালীন সুবিধেও। বহু বার কর্তৃপক্ষের কাছে দরবার করেও লাভ না হওয়ায় আন্দোলনে নামলেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার ফোরামের সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে সংগঠনের কয়েকশো সদস্য টানা ৩ ঘণ্টা নিগমের রায়গঞ্জ ডিপো চত্বরে বিক্ষোভ দেখান। অবসরপ্রাপ্তদের ডান-বাম বিভিন্ন সংগঠনের সদস্যরা এ দিন ফোরামের আন্দোলনে সামিল হন। ফোরামের তরফে নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজারকে ঘেরাও করে ম্যানেজিং ডিরেক্টরকে লেখা স্মারকলিপি জমা দেওয়া হয়। জানুয়ারি মাসের ৩ তারিখের মধ্যে বকেয়া পেনশন-সহ অবসরকালীন আর্থিক সুবিধা দেওয়া না হলে ফোরামের তরফে ৪ জানুয়ারি থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় নিগমের ৫ ডিপোয় অনির্দিষ্টকালের জন্য সরকারি বাসের ‘চাক্কা জ্যাম’ করার হুমকি দেওয়া হয়েছে। ওই হুমকির কথা এদিন সংগঠনের তরফে ফ্যাক্স করে মুখ্যমন্ত্রীর দফতরে জানিয়ে দেওয়া হয়েছে। সংগঠনের তরফে টানা আন্দোলনে নামার কথাও এ দিন ঘোষণা করা হয়। আজ, বুধবার সদস্যরা সংস্থার মালদহ ডিপোয় বিক্ষোভ দেখাবেন। ২৪ ডিসেম্বর চাঁচল, ২৮ ডিসেম্বর বালুরঘাট ও ৩১ ডিসেম্বর ইসলামপুর ডিপোয় অবস্থান বিক্ষোভ হবে। রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর দেবরায় বলেন, “অবসরপ্রাপ্ত কর্মীদের দাবিপূরণের এক্তিয়ার আমার নেই। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।” ফোরামের অভিযোগ, সংস্থার প্রায় তিন হাজার অবসরপ্রাপ্ত কর্মী গত অক্টোবর মাস থেকে পেনশন পাচ্ছেন না। ২০০৮ সাল থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা গ্র্যাচুইটি, লিভ স্যালারি ও পেনশন বিক্রি বাবদ ৩৫ কোটি টাকা পাচ্ছেন না। দু’মাস ধরে বহু বার সমস্যার কথা নিগম কর্তৃপক্ষ ও রাজ্যের পরিবহণ মন্ত্রীকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এ দিন ফোরামের তরফে অভিযোগ হয়। ফোরাম সভাপতি রবীন্দ্রনাথ সাহা বলেন, “গত তিনমাস ধরে পেনশন না পেয়ে চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছি। ৩ জানুয়ারির মধ্যে পেনশন-সহ অবসরকালীন বকেয়া আর্থিক সুবিধা দেওয়া না হলে ৪ জানুয়ারি থেকে দুই দিনাজপুর ও মালদহ জেলায় অনির্দিষ্টকালের জন্য সরকারি বাসের চাক্কা জ্যাম করার সিদ্ধান্ত হয়েছে।” |