যাত্রীবাহী বাসের চালক ও কন্ডাকটরদের নিরাপত্তা ও লছিমন-সহ বিভিন্ন ‘অবৈধ’ যানবাহনে যাত্রী বহন বন্ধের দাবিতে বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদে বেসরকারি বাস ধমর্ঘটের ডাক দেওয়া হয়েছে। আজ বুধবার মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নিরঞ্জন কুমারের সঙ্গে এই নিয়ে বৈঠক হওয়ার কথা। নিরঞ্জনবাবু বলেন, “বাস ধর্মঘট হলে সাধারণ মানুষ বিপাকে পড়বেন। বাসের কর্মীদের নিরাপত্তার বিষয়ে ও অবৈধ ভাবে যাত্রী বহন বন্ধের জন্য পুলিশ ও প্রশাসনের তরফে ব্যবস্থা নিতে বলে পুলিশ সুপার ও মহকুমাশাসকদের লিখিত ভাবে জেলাশাসক জানিয়েছেন। ফলে মালিক ও শ্রমিকদের ধর্মঘট না করার জন্য অনুরোধ জানানো হবে।” মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স কাউন্সিলের সম্পাদক তপনকুমার অধিকারী ও মুর্শিদাবাদ জেলা মোটর শ্রমিক সমন্বয় কমিটির পক্ষে জয়দেব মণ্ডল বলেন, “বাসের যাবতীয় যন্ত্রাংশ ও জ্বালানির দাম কয়েক গুণ বাড়লেও কয়েক বছর থেকে ভাড়া বাড়ানো হয়নি। অথচ ভাড়া চাওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে জুটছে প্রহার। ওই সব ঘটনার দু’ একটি ক্ষেত্র ছাড়া বাকি সব ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বেসরকারি বৈধ পরিবহণ ব্যবসা মার খাচ্ছে। এ সবের প্রতিকারের দাবিতেই আগামী বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদ জেলার সব বেসরকারি যাত্রাবাহী বাস চলাচল বন্ধ থাকবে।”
|
তল্লাশি চালিয়ে মঙ্গলবার কয়েকশো লিটার চোলাই উদ্ধার করেন আবগারি দফতরের কর্মীরা। কান্দির মাহাদিয়া, চন্দ্রপ্রসাদপুর, গোবরহাটি, ভাটপাড়া, গোকর্ণ বায়েন পাড়া ও কান্দি নামুপাড়া থেকে মদ উদ্ধার হয়। আবগারি দফতর সূত্রে খবর, প্রায় ২০০ লিটার চোলাই ছাড়াও চোলাই তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। আবগারি দফতরের কান্দি মহকুমা আধিকারিক দীলিপ বসাক বলেন, “পুলিশকে সঙ্গে নিয়ে এই ঘরণের অভিযান চলবে।” মঙ্গলবার সুতির আলোয়ানি ও বাংশবাটি গ্রামে হানা দিয়ে ২০টি মদের ঠেকও ভেঙে দেয় পুলিশ। আলোয়ানি গ্রামের কয়েকটি বাড়িতে হানা দিয়ে প্রচুর চোলাই তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
|
বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। মৃতের নাম মানিকচাঁদ মিনা (৪০)। বাড়ি রাজস্থানে। ১৯১ ব্যাটেলিয়নের ওই কনস্টেবল তেহট্টের বিষ্টুগঞ্জ সীমান্তে কর্মরত ছিলেন। সোমবার রাতে ওই জওয়ান সাইকেলে বেতাই বাজারে এসেছিলেন। করিমপুরগামী একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। অন্য দিকে, মাটিবোঝাই ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে শাহ হোসেন (২৪) নামে এক যুবকের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ভরতপুরের ইটভাটা এলাকায়। গুরুতর আহত হয়েছেন ট্রাক্টর চালক ফড়িং শেখ। তাঁকে কান্দি মহকুমা হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।
|
পড়ুয়াদের মধ্যে টাকা বিলিকে কেন্দ্র করে মঙ্গলবার মহীশুরা পঞ্চায়েতের মাঝেরপাড়া শিশুশিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করেন গ্রামবাসীরা। ওই কেন্দ্রের পরিচালন সমিতির সভাপতি বদর সর্দার ও সম্পাদক রফিক সর্দারের অভিযোগ, প্রধান শিক্ষিকা ফতেমা বেগম নিজের খেয়ালখুশি মতো কাউকে কিছু না জানিয়ে ছাত্র ছাত্রীদের টাকা বিতরণ করছিলেন। স্থানীয় পঞ্চায়েত প্রধান আকমল শেখ বলেন, “কিছু দিন আগে ওই শিক্ষিকা বাড়ি বাড়ি গিয়ে কাউকে কিছু না জানিয়ে টাকা বিলি করেন। এ দিনও তিনি ফের টাকা বিলি করেছেন। বাধ্য হয়েই আমরা বাধা দিয়েছি।” পুলিশ ঘটনাস্থলে এলে ঘেরাও উঠে যায়। বদর সর্দার বলেন, “এ ব্যাপারে বিডিও-র কাছে অভিযোগ করব।” ফতেমা বেগম এ ব্যাপারে কিছু বলতে চাননি।
|
নদিয়ার রানাঘাট ‘২’ নম্বর হাঁসখালি এবং হরিণঘাটা ব্লকে ৮৫০ জন কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। রানাঘাটের কৃষি আধিকারিক রঞ্জন রায়চৌধুরী জানান, কৃষকদের কথা মাথায় রেখে ওই তিন ব্লকে একদিনেই শিবির করা হয়েছিল।
|
শনিবার রাতে নদিয়া চাকদহ থানার নরপতিপাড়া গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৪০ বছর। মৃতদেহটি কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। |