‘ঋত্বিক’ আয়োজিত ১৫ দিনের একাদশতম ‘দেশ বিদেশের নাট্যমেলা’র ইতিমধ্যে ১২টি উজ্জ্বল সন্ধ্যা অতিক্রান্ত। একে একে মঞ্চস্থ হয় ‘হ্যামলেট’, ‘অবগুন্ঠিতা’, ‘আওরঙ্গজেব’ ‘ফিঙ্গারপ্রিন্টস’, ‘সাতমার পালোয়ান’। গত ১৪ ডিসেম্বর নেপালের আরোহণ মঞ্চস্থ করে ‘৪.৪৮ সাইকোসিস’। তার পরের দিন ছিল আরও একটি আন্তর্জাতিক প্রযোজনা। বাংলাদেশের সংস্থা ‘সময়’ প্রযোজনা করে ‘শেষ সংলাপ’। গত শুক্রবার ‘ঊহিনী’র নাটক ‘আমার আত্মহত্যাকালীন জবানবন্দী’ ও পর দিন শনিবার মঞ্চস্থ হয় ‘পঞ্চম বৈদিক’-এর নাটক ‘রাজনৈতিক হত্যা’। রবিবার ‘বহুরূপী’ মঞ্চস্থ করে নাটক ‘চৈতন্য’। সোমবার ছিল ‘মির্নাভা রেপাটরি’র নাটক ‘দেবী সর্পমস্তা’, মঙ্গলবার ‘গণকৃষ্টি’ মঞ্চস্থ করে ‘এখন আন্তিগোনে’। আজ বুধবার রয়েছে ‘থিয়েটার গ্যারেজ প্রজেক্ট’ এর প্রযোজনা ‘ইনফাইনাইট স্টুপিডিটি’। বৃহস্পতিবার রয়েছে ‘পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি’র নাটক ‘যোগাযোগ’। শেষ দিন শুক্রবার বাংলাদেশের ‘আরণ্যক’ মঞ্চস্থ করবে ‘রাড়াঙ’।
|
মুর্শিদাবাদ এখন উৎসবময়। বহরমপুর রবীন্দ্রসদনের পাশাপাশি রঘুনাথগঞ্জেও গত রবিবার স্থানীয় রবীন্দ্রভবনে শুরু হয়েছে ‘নাট্যম বলাকা’ আয়োজিত নাট্যোৎসবের রজতজয়ন্তী বর্ষের নাট্যমেলা। পাঁচ দিনের ওই নাট্যোৎসব চলব আগামী ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত। উদ্বোধনী সন্ধ্যায় আয়োজক সংস্থা মঞ্চস্থ করে নাটক ‘দেনাপাওনা’। গত সোমবার ‘বহুরূপী’ মঞ্চস্থ করে নাটক ‘চৈতন্য’। মঙ্গলবার ছিল বহরমপুরের ‘রঙ্গাশ্রম’ নাট্যসংস্থার প্রযোজনা ‘সন্তাপ’। আজ বুধবার মঞ্চস্থ হওয়ার কথা নটরঙ্গের নাটক ‘শুঁয়োপোকা’। বৃহস্পতিবার ‘রঙরূপ’-এর নাটক ‘মায়ের মতো’। আর ২৫ ডিসেম্বর কান্দির হ্যালিফক্স মঞ্চ ও মাঠ জুড়ে শুরু হবে ৯টি জোলার ১৯টি নাট্যদল নিয়ে ‘ঝড়’ গোষ্ঠীর ৭ দিনের উৎসব। ২৭ ডিসেম্বর বড়ঞার পাঁচথুপিতে শুরু হবে নাট্যসংস্থা ‘উদয়ন’-এর ১২তম নাট্যমেলা। সেখানে রাজ্যের ৭টি দল মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথের ৯টি নাটক।
|
সাংস্কৃতিক সংগঠন ‘নবদ্বীপ ছন্দনীড়’-এর রজত জয়ন্তী বর্ষ উদ্যাপন উপলক্ষে ধারবাহিক প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের প্রতিযোগিতার বিষয় ছিল ‘মন্দিরময় নবদ্বীপ’। ওই বিষয়ে সম্প্রতি ‘দীপক দাস স্মৃতি প্রবন্ধ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ করা হয়। ওই দিন আয়োজিত হয় ‘ছন্দনীড়’-এর ধারাবাহিক মাসিক আলোচনার সপ্তদশ নিবেদনশতবর্ষে রবীন্দ্রনাথের আচলায়তন ও ডাকঘর। আলোচক ছিলেন নাট্যব্যক্তিত্ব কৌশিক চট্টোপাধ্যায়।
|
নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গত ১৫ ডিসেম্বর বহরমপুরে কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। বহরমপুরে কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষা ঊষা শাঁ বলেন, “১৯৬৩ সালের ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রথম শাখার প্রতিষ্ঠা হয়। তখন ওই প্রতিষ্ঠানের নাম ছিল ‘সেন্ট্রাল স্কুল অর্গানাইজেশন’।” |