টুকরো খবর
শিক্ষাকর্মীদের অনশন চলছেই
শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকারের দাবিতে রামনগর কলেজে অস্থায়ী শিক্ষাকর্মীদের অনশন চলছেই। মঙ্গলবার পরিচালন সমিতির বৈঠকের পরে আন্দোলনকারীদের কিছু প্রস্তাব দেন কলেজ কর্তৃপক্ষ। কয়েকজনকে স্থায়ী পদে নিয়োগ ছাড়াও কাউকে ছাঁটাই করা হবে না বলে আশ্বাস দেন তাঁরা। কিন্তু এতে সম্মত না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষাকর্মীরা। সন্ধ্যাবেলায় কৌস্তুভ মাইতি নামে এক শিক্ষাকর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বালিসাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। এ দিকে, অনশনের দ্বিতীয় দিনে অধ্যক্ষের ঘরের সামনে বসে থাকা ১১ জন অস্থায়ী কর্মীর সঙ্গে দেখা করতে যান জেলার কলেজগুলির অস্থায়ী কর্মীদের প্রতিনিধি দল। ছিলেন পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক মহম্মদ হানিফ এবং রাজ্য সভাপতি সুজয় মাইতি। তাঁদের কথায়, “রাজ্যে আমরা অন্তত ২২০০ জন কর্মী আছি, যাঁদের ভবিষ্যৎ নিয়ে কলেজ পরিচালন সমিতি ছিনিমিনি খেলছে। আমরা এঁদের পাশে আছি।” তিনি জানান, বুধবার রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কথা আছে। রাজ্য ব্যাপী আন্দোলনে নামা হবে আগামী দিনে।

চোলাইয়ের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ
চোলাইয়ের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হলেন পাঁচ পুলিশকর্মী। ভাঙা হয় পুলিশের গাড়িও। সোমবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকার ডিহি-পুরুলিয়া গ্রামে। চণ্ডীপুরের নরঘাট-চৌখালি সড়কের ধারে ডিহি-পুরুলিয়া গ্রামের ঝাউতলা বাজার ও সংলগ্ন এলাকায় বেশ কিছু চোলাইয়ের ঠেক রয়েছে। স্থানীয় বাসিন্দা কার্তিক মাইতি ওই বাজারেই জুয়ার ঠেক চালান বলে অভিযোগ। সোমবার রাতে চণ্ডীপুর থানার এএসআই আমিনুল ইসলাম ও তাপস ঘোষ ১০ জনের পুলিশবাহিনী নিয়ে অভিযানে বার হন। ঠেকগুলি ভাঙার পাশাপাশি চার জন চোলাই ব্যবসায়ীকে গ্রেফতার করেন তাঁরা। ধৃতদের থানায় নিয়ে আসার সময় ঝাউতলা বাজারের কাছে একদল দুষ্কৃতী পুলিশের গাড়িতে হামলা চালায়। ধৃত দু’জন ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায় তারা। জখম হন আমিনুল ইসলাম-সহ পাঁচ পুলিশকর্মী। স্থানীয় বাসিন্দা এবং অন্য পুলিশকর্মীরা আহতদের উদ্ধার করেন। রাতেই ফের ওই এলাকায় অভিযান চালান তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস। গ্রেফতার হয় মূল অভিযুক্ত কার্তিক। চোলাই মদ ব্যবসায় জড়িত সন্দেহে ধৃত সুকুমার মাইতি, শঙ্কর মাইতি ও কার্তিকের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।

কাঁথিতে সম্মেলন
স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফায়েড অনুমোদিত কাঁথি মহকুমা পূর্ত বিভাগের কর্মচারী সম্মেলন হল রবিবার। রবিবার কাঁথি পূর্ত দফতরের প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মামুদ হোসেন, দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী, সংগঠনের মহকুমা সম্পাদক অরুণ জানা। সম্মেলনে বিভিন্ন দাবিদাওয়া জানানোর পাশাপাশি রাস্তার উন্নয়নে কতগুলি প্রস্তাব দেওয়া হয়। সংগঠনের সদস্যদের অভিযোগ, মূল রাস্তার দু’পাশে জমা জল বের করার জন্য আগে রোড মজদুর নিয়োগ করা হত। তা না হওয়ায় রাস্তা নষ্ট হচ্ছে। ফলে মাঝেমধ্যে দুর্ঘটনা হয়। পূর্ত দফতরের রাস্তাগুলির সংস্কার না করে নামমাত্র কিছু কাজ করা হচ্ছে। সরকারি বাস্তুকারদের অবহেলার জন্য দফতরের কয়েক কোটি টাকা নষ্ট হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

আরএসপি-র জেলা সম্মেলন পূর্বে
‘বাম সরকারের একবগ্গা জমি অধিগ্রহণ নীতির জেরেই কৃষকদের সঙ্গে দূরত্ব বেড়েছে’ বলে ফের প্রকাশ্য সভায় মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন উপলক্ষে মঙ্গলবার নিমতৌড়িতে প্রকাশ্য সভার আয়োজন করেছিল আরএসপি। সেখানে ক্ষিতিবাবু ছাড়াও রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, জেলা সম্পাদক অমৃত মাইতি বক্তব্য রাখেন। ক্ষিতিবাবু বলেন, “কৃষকদের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ার কারণেই বিধানসভা নির্বাচনে পরাজয় হয়েছে আমাদের। তবে, নতুন রাজ্য সরকারও ভাল কাজ করছেন না। এক জনের কথাতেই সব কাজ হয়। ফলে উন্নয়ন থমকে গিয়েছে।”

গোয়ালতোড়ে ফুটবল
গোয়ালতোড়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল ডিভিকে জুনিৎ গাঁওতা। তিন দিনের এই নকআউট ফুটবল প্রতিযোগিতার শেষে বিজয়ী হয়েছে গটকোলা জুগজাড়পা খেরোয়াল গাঁওতা। রানার্স হয়েছে খিড়কিডাঙা চাড়চাড়াও মার্শাল গাঁওতা। বিজয়ীকে নগদ দেড় হাজার টাকা ও রানার্সকে হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। সেমিফাইনালে পরাজিত দু’টি দলকেই ৭০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে বলে ক্লাবের সম্পাদক সমীর সোরেন ও উপদেষ্টা শিশির হাজরা জানিয়েছেন। তাঁদের কথায়, “এলাকায় ফুটবল খেলাকে আরও আকর্ষণীয় করতেই এই ধরনের প্রতিযোগিতার উদ্যোগ।”

আগুনে পুড়ল বাড়ি
মঙ্গলবার দুপুরে ঘাটাল থানার গোপমোহল গ্রামের ঘোড়ুই পাড়ার একটি বাড়িতে আগুন লেগে পুড়ল যাবতীয় আসবাবপত্র। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে। তবে পাশাপাশি বাড়ির কোনও ক্ষতি হয়নি। কেউ হতাহতও হয়নি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.