একটুর জন্য গত অক্টোবরে বুদ্ধ ইন্টারন্যাশনাল সাকির্টে নামা হয়নি করুণ চন্দকের। আপাতত আই ওয়ান সুপার সিরিজ নিয়ে রোমাঞ্চিত, একই সঙ্গে ফর্মুলা ওয়ান সার্কিটে ঢুকে পড়ার জন্য যে কোনও রকম লড়াইয়ে তৈরি। মনে করছেন, সুপার সিরিজ দেশের খেলাধুলোর ছবিটাই বদলে দেবে। ইয়াস মারিনা সার্কিটে টেস্ট ড্রাইভ সেরে আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকার দিলেন করুণ চন্দক। প্র: এই সুপার সিরিজ আইপিএলের সঙ্গে লড়তে পারবে?
চন্দক: দেখুন, ভাবনাটা একেবারে অভিনব। আমি বলব ‘সিটি লয়্যালটি’ ব্যাপারটা যে আইপিএলে সুপারহিট, সবাই জানে। সেটা এখানে না হওয়ার কারণ নেই। কারণ সবাই গতি ভালবাসে। আপনি চান না, পাশের জনের চেয়ে অফিসে তাড়াতাড়ি পৌঁছতে? মোটরস্পোর্ট যে জনপ্রিয় হতে পারে, সেটা নয়ডার ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তেই দেখা গিয়েছে। নব্বই হাজার লোক হয়েছিল। এখানেও ঠিকঠাক প্রচার আর বিপণন হলে লোক হবে। আর ব্যাপারটা তো অভিনব।
প্র: অভিনব কেন? এ ওয়ান গ্রাঁ প্রি-ও তো এই ভাবনা থেকেই হয়েছিল। কিন্তু মুখ থুবড়ে পড়েছিল?
চন্দক: এখানে পড়ার সম্ভাবনা কম। কারণ গাড়িটা একেবারে অভিনব। টু সিটার। তা ছাড়া এফ ওয়ানের মতো বেশি টাকা মানেই ভাল গাড়ি ব্যাপারটা নেই। সবারই এক গাড়ি। ফিসিকেলা যে গাড়ি চালাবে, আমিও তাই। তা ছাড়া অনামী ভারতীয় ড্রাইভাররা বিশ্বসেরাদের সঙ্গে টিম করে গাড়ি চালাবে। এটা বড় ব্যাপার। খুব এক্সাইটিং।
প্র: কার্তিকেয়ন এই লিগটায় থাকবেন না?
চন্দক: থাকার তো কথা। এখন ও আগে থেকে ঠিক করা বিভিন্ন কমিটমেন্ট নিয়ে ব্যস্ত। একশো কুড়ি কোটির দেশে মোটরস্পোর্টকে জনপ্রিয় করার দায়িত্ব আমি আর নারায়ণের উপরই পড়ে। সেই দায়িত্ব আমরা এড়াতে পারি না।
প্র: আপনার ফর্মুলা ওয়ান ভবিষ্যৎ?
চন্দক: সত্যি কথা বললে, মনে হচ্ছে আরও একটা বছর সম্ভবত আমাকে রিজার্ভে থাকতে হবে। এখন যা পরিস্থিতি, মাত্র দুটো টিমে ড্রাইভারের জায়গা খালি। উইলিয়ামস আর এইচএসটি। ভীষণ টাফ প্রতিদ্বন্দ্বিতা। আমি অবশ্য আশা ছাড়ছি না।
প্র: আমাদের দেশে ক্রিকেটের সঙ্গে কোনও দিন মোটরস্পোর্টের পাল্লা দেওয়া সম্ভব?
চন্দক: আগে ক্রিকেটের বিরুদ্ধে খুব বলতাম। এখন আমি ক্রিকেট নিয়ে অভিযোগ করা বন্ধ করে দিয়েছি। ক্রিকেটের রমরমার কারণ হল সঠিক বিপণন। যেটা ভারতীয় বোর্ড করেছে। ক্রিকেট নিয়ে অভিযোগ না করে আমাদের উচিত মোটরস্পোর্ট নিয়ে অভিনব কিছু করে খেলাটাকে আম-আদমির কাছে পৌঁছে দেওয়া। সেটা কিন্তু এই সিরিজ করে দেখাতেই পারে। প্রথম বছরেই হয়তো হবে না, কিন্তু দু’তিন বছরে হয়ে যেতেই পারে। |