দু’টি ঘটনায় ট্রাকের ধাক্কায় দু’জনের মৃত্যু চণ্ডীতলায়
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মোটর বাইক আরোহী এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে হুগলির চণ্ডীতলার চকতাজপুর গ্রামের কাছে ৩১ নম্বর রুটে। পুলিশ জানায়, মৃতের নাম স্বরূপ বেরা (২০)। বাড়ি উত্তর ২৪ পরগনার আলমবাজারে। তিনি হরিপালের শ্রীপতিপুরে মামার বাড়িতে এসেছিলেন। এ দিন বিকেলে সেখান থেকে জাঙ্গিপাড়ার চাঁচুয়ায় অন্য এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন মামার বাইকে চেপে। সাড়ে ৪টে নাগাদ চকতাজপুরের কাছে বালি-বোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে বাইককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান স্বরূপ। পুলিশ দেহ উদ্ধার করে। চালককে গ্রেফতার করা হয়েছে। এ দিন সকালে অন্য একটি ঘটনায়, ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে চন্দননগরের বোরো কালীতলা এলাকায় জিটি রোড। পুলিশ জানায়, মৃত দয়াল মালাকার (৩৫) রাজমিস্ত্রির কাজ করতেন। থাকতেন চুঁচুড়ার দেবীপুর টালিখোলা এলাকায়। সকাল ৯টা নাগাদ জিটি রোড ধরে চন্দননগরের দিক থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিলেন। বোরো কালীতলায় উল্টো দিক থেকে আসা ট্রাক সাইকেলে ধাক্কা মারে।
|
স্থায়ী অফিসার নিয়োগ, সুষ্ঠু পরিষেবা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার আরামবাগ রেজিস্টার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির আরামবাগ শাখা। এ দিন বিক্ষোভের জেরে সাধারণ মানুষ পরিষেবা পাননি বলে অভিযোগ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা অবর নিবন্ধক অনাদি বিশ্বাস। তিনি বলেন, “কর্মী ও অফিসার কম থাকায় কিছুটা জটিলতা দেখা দিয়েছে। স্থায়ী অফিসার নিয়োগের বিষয়টি রাজ্যস্তর থেকে দেখা হবে।”
|
হুগলির শ্রীরামপুর গার্লস কলেজের ছাত্রসংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও। ওই কলেজে ভোট হওয়ার কথা ছিল আগামী ২২ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ১৬ তারিখ। ডিএসও ছাড়া কোনও দলই মনোনয়নপত্র দাখিল করেনি। ২০০৪ সাল থেকেই ওই কলেজের ছাত্রসংসদ দখলে রেখেছেন ডিএসও-র ছাত্রীরা। |