টুকরো খবর
নকল মদ তৈরি, ধৃত ২ মুরারইয়ে
দেশি-বিলিতি নকল মদ তৈরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করল আবগারি দফতর। সোমবার রাতে মুরারই থানার দাঁতোড়া গ্রামে সোমবার রাতে হানা দেন আবগারি দফতরের নলহাটি শাখার কর্মীরা। ধৃত দু’জনের কাছ থেকে নকল মদ তৈরির স্পিরিট ও অন্য কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। বীরভূম জেলা আবগারি দফতরের সুপার সুকুমার সিংহরায় বলেন, “জেরার মুখে ধৃতেরা কবুল করেছে ওই সমস্ত উপকরণ তারা নদিয়া জেলা থেকে নিয়ে এসেছিল।” পাশাপাশি মঙ্গলবার সকালে রামপুরহাট পুরসভার বামনি গ্রামের ষষ্ঠীতলা, খাঁপুকুর, তালপুকুর এলাকায় চোলাই তৈরির ভাটিতে অভিযান চালায় আবগারি দফতর। ওই সব এলাকা থেকে ২৫০০ লিটার চোলাই এবং ৫,২০০ লিটার চোলাই তৈরির উপকরণ মিলেছে। রামপুরহাট থানার আয়াষ গ্রামেও অভিযান চালানো হয়। কেউ গ্রেফতার না হলেও ৮ জনের নামে রামপুরহাট আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সুকুমারবাবু বলেন, “এ পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩৮ হাজার লিটার চোলাই তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে।” অন্য দিকে, শনিবার রাতে নলহাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ফার্মপাড়ার এক বাসিন্দা চোলাই খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই এলাকায় তিন জায়গায় চোলাই তৈরি হয় বলে স্থানীয় সূত্রের খবর। এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন ধরেই চোলাই কারবারিরা সেখানে ব্যবসা করছে। আপত্তি করলেও তারা কিছু শুনতে চায় না।

তৃণমূল নেতাকে খুনের চেষ্টা
পুলিশ সেজে এক তৃণমূল নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে নানুরের ডোংরা গ্রামে। বড়া-সাওতা অঞ্চল কোর কমিটির আহ্বায়ক জখম ওই তৃণমূল নেতা বিকাশ পালকে বর্ধমানে ভর্তি করানো হ য়েছে। তাঁর স্ত্রী কল্পনাদেবীর অভিযোগ, “ওই দিন রাতে ১৫-২০ জন স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মারধর করে মৃত ভেবে ফেলে দায়। পরে বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন।” পুলিশ জানায়, ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

জয়ী টিএমসিপি
সিউড়ি বিদ্যাসাগর কলেজে মঙ্গলবার ছাত্র সংসদের নির্বাচন হয়। ৪৩টি আসনের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ ২৮টি আসন পেয়েছে। ছাত্র পরিষদ পেয়েছে ১৩টি আসন। দু’টি আসনে টাই হয়েছে। এ বার এসএফআই কোনও প্রার্থী দেয়নি। ২০০২ সাল থেকে ছাত্র সংসদ এসএফআইয়ের দখলে ছিল।

স্মারকলিপি
সরকারি মূল্যে ধান কিনতে হবে। সার ও সমস্ত কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ভর্তুকি দিতে হবে। মঙ্গলবার একগুচ্ছ দাবিতে রামপুরহাট ১ ব্লক অফিসে স্মারকলিপি দিল ফরওয়ার্ড ব্লক। বিডিও শান্তিরাম গড়াই দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আস্বাশ দিয়েছেন।

দুর্ঘটনা
নিয়ন্ত্রণ হারিয়ে কালর্ভাট থেকে মোটরবাইক নিয়ে নীচে পড়ে মৃত্যু হল মাগারাম মাহাতোর (২৬)। দুর্ঘটনাটি ঘটে সোমবার ঝালদায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.