এলাকার এক মাত্র যোগাযোগের পাকা রাস্তা দীর্ঘ দিন সংস্কার করা হচ্ছে না। সংস্কারের কাজে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ৭ ঘণ্টা রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা। মঙ্গলবার সকাল ৮ টা থেকে মুরারই-রঘুনাথগঞ্জ সড়কে মুরারই থানার বরষাপুকুরে এই অবরোধ হয়।
মুরারই ২ ব্লকের যুগ্ম বিডিও সুব্রত মুখোপাধ্যায় পূর্ত বিভাগের (সড়ক) এক জন আধিকারিককে নিয়ে সেখানে যান। অবরোধকারীদের তাঁরা জানান, রাস্তা সংস্কার করার জন্য টেন্ডার ডাকা হয়েছে। কিন্তু কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি। তাঁরা বিডিও-কে সেখানে আসার জন্য দাবি তোলেন। পরে বিডিও অরূপ দত্ত সেখানে গিয়ে আশ্বাস দেওয়ার পরে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। বিডিও বলেন, “পূর্ত দফতর আমাকে জানিয়েছে, রাস্তারটি সংস্কার করার জন্য টেন্ডার করা হয়েছে। এলাকাবাসীকে তা জানিয়েছি।” পূর্ত দফতরের (সড়ক) রামপুরহাটের বিভাগীয় বাস্তুকার সুজয় রায় প্রতিহার বলেন, “ওই রাস্তা সংস্কার করার জন্য প্রায় ১৮ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। টেন্ডার করা হয়েছে। শীঘ্রই ওয়ার্ক অর্ডার দেওয়া হবে।” তিনি জানান, রাস্তাটি মজবুত করারও পরিকল্পনা রয়েছে।
বরষাপুকুর, ভাগাইল, লক্ষ্মীডাঙা, মালপাড়া, গগনপুর, ফিচাই, মিত্রপুর, নয়াগ্রাম, দাঁতোড়া প্রভৃতি গ্রামের বাসিন্দারা অবরোধে সামিল হন। বরষাপুকুরের সেলিম শেখ, নয়াগ্রামের সুজাউদ্দিন শেখ, ভাগাইলের হুমায়ুন রেজাদের অভিযোগ, “গত পাঁচ বছর ধরে এলাকার রাস্তা সংস্কার হয়নি। বিশেষত, লক্ষ্মীডাঙা থেকে মুর্শিদাবাদ লাগোয়া সাহেবনগর পর্যন্ত ৬ কিমি রাস্তা অত্যন্ত খারাপ। প্রতিদিন ওই রাস্তায় ৪০টি ট্রেকার, ২০টি বাস যাতায়াত করে। এ ছাড়া বালি, পাথর বোঝাই ভারী যানবাহন এই রাস্তায় যাতায়াত করায় রাস্তার অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে পড়ছে। ফলে আমরা সমস্যা বাড়ছে। প্রশাসনের বিভিন্নস্তরে আবেদন জানিয়েও রাস্তা সংস্কার করা যায়নি।” বস্তুত মুরারই ২ বিডিও অফিস, পঞ্চায়েত সমিতির অফিস, পাইকর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিস, কবি নজরুল কলেজ-সহ এলাকার স্কুলগুলিতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তা বেহালের জন্য সকলেই সমস্যায় পড়েছেন। |