‘ওভারবার্ডেন’ ফেলে নীচে নামার সময়ে ডাম্পার উল্টে মৃত্যু হল চালকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি প্রজেক্ট এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সামসুদ্দিন আনসারি (৫১)। বাড়ি ঝাড়খণ্ডের হাজারিবাগ শিলাডিহিতে। তিনি পাণ্ডবেশ্বরের ফুলবাগানে থাকতেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সমস্ত শ্রমিক সংগঠনগুলি এ দিন বিকেল পর্যন্ত মৃতদেহ আটকে পোষ্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায়। |
বন্ধ হয়ে যায় কাজকর্মও। প্রজেক্ট সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রজেক্টের ওভারবার্ডেন মাটি-পাথর বোঝাই করে ডাম্পিং এলাকায় ফেলতে যান সামসুদ্দিন। সকাল পৌনে ১১টা নাগাদ ডাম্পার খালি করে নীচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সামসুদ্দিনের। পোষ্যের চাকরি, ক্ষতিপূরণ ও কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মৃতদেহ ঘিরে দিনভর বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠনগুলি। সিটু নেতা দিলীপ বন্দ্যোপাধ্যায় ও কেকেএসসি নেতা ওঙ্কারপ্রসাদ শর্মারা জানান, ১২০ টন ভার বহনকারী ডাম্পারটি ত্রুটিপূর্ণ ছিল। এ দিন সকালে সামসুদ্দিন কাজ শুরু করার আগেও কর্তৃপক্ষকে তা জানিয়েছিলেন। তার পরেও কর্তৃপক্ষ তাঁকে ওই গাড়িটিই দেন। সংশ্লিষ্ট অধিকর্তার শাস্তির দাবি জানান শ্রমিকনেতারা। এ দিন বিকেলে কর্তৃপক্ষ জানান, ২৪ ঘণ্টার মধ্যে মৃতের পোষ্যকে চাকরি ও দ্রুত ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে। বাকি অভিযোগগুলি নিয়েও তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি। |