ভূগর্ভস্থ কয়লার স্তর ভাঙার জন্য ঘটানো বিস্ফোরণের জেরে ফাটল ধরছে বেশ কয়েকটি বাড়িতে। প্রতিকারের দাবিতে মঙ্গলবার ইসিএলের ধেমোমেন কোলিয়ারিতে বিক্ষোভ দেখালেন পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের জেরে ব্যাহত হয় খনির উৎপাদন। প্রায় চার ঘণ্টা পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।
ইসিএল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ স্থানীয় জগৎডিহি গ্রামের বাসিন্দারা ধেমোমেন কোলিয়ারির ভূগর্ভস্থ কয়লাখনির মুখে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এর ফলে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। |
অবস্থান শ্রমিকদের। নিজস্ব চিত্র। |
গ্রামবাসীদের অভিযোগ, ভূগর্ভস্থ কয়লার স্তর ভাঙার জন্য ইসিএল কর্তৃপক্ষ বিস্ফোরণ ঘটাচ্ছে। এর ফলে ব্যাপক কম্পন ও আওয়াজে জগৎডিহি গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। স্থানীয় বাসিন্দা শিবরাম মাজির অভিযোগ, “এই সমস্যার কথা ইসিএল কর্তৃপক্ষকে বহু বার বলা হয়েছে। কিন্তু কোনও সুরাহা মিলছে না। তাই মঙ্গলবার প্রতিবাদ জানাতে কোলিয়ারিতে অবস্থান বিক্ষোভ দেখানো হয়েছে।”
কোলিয়ারির এজেন্ট জে সি রায় জানান, ভূগর্ভস্থ খনির কয়লার স্তর ভাঙার জন্য এখন আর বিস্ফোরণ ঘটানো হয় না। তাছাড়া খনির উপরের অংশ ধরে রাখার জন্য খনির মধ্যে খুঁটিও লাগানো হচ্ছে। এ দিন দুপুর ১২টা নাগাদ কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। কর্তৃপক্ষ জানিয়েছেন, ভূগর্ভস্থ কয়লা উপরে তুলতে অসুবিধা হলেও শ্রমিক-কর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার আগে নীচে নেমে যাওয়ায় কয়লা কাটতে কোনও সমস্যা হয়নি। |