টুকরো খবর |
আরও ৩ খনিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ইসিএলের আরও তিনটি কোলিয়ারির বিদ্যুৎ সংযোগ ছিন্ন করল ডিপিএসসি। মঙ্গলবার অন্ডালের বাঁকোলা এরিয়ার ওই ৩ খনিতেও উৎপাদন বন্ধ হয়েছে। নিয়ম বহির্ভূত ভাবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার অভিযোগে ডিপিএসসি-র বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে ইসিএল। ‘সিকিউরিটি ডিপোজিট’ হিসেবে ৬৩ কোটি টাকা বকেয়ার দাবিতে রবিবার থেকে ইসিএলের বেশ কিছু খনি ও কর্মী আবাসনে বিদ্যুৎ সংযোগ কাটতে শুরু করে ডিপিএসসি। বিদ্যুৎ না থাকায় ১২টি খনিতে উৎপাদন বন্ধ। দ্রুত সমস্যা মেটানোর আবেদন জানিয়ে ডিপিএসসি কর্তৃপক্ষকে চিঠি পাঠান আসানসোলের এডিএম বিশ্বজিৎ দত্ত। ডিপিএসসি-র প্রেসিডেন্ট (কর্পোরেট) সোমেশ দাশগুপ্ত বলেন, “নিয়ম মেনে সংযোগ ছিন্ন করা হয়েছে।”
|
বাইকের ডিকি খুলে টাকা চুরি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
মোটরবাইকের ডিকি খুলে টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। মঙ্গলবার ঘটনাটি ঘটে জামুড়িয়ার বাহাদুরপুর মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধাইগঞ্জ গোপডাঙার বাসিন্দা শ্যামল ঘোষ শ্বশুরবাড়ি জামুড়িয়ার বিজয়নগর যাচ্ছিলেন। তিনি জানান, উখড়ায় সকাল ১০টা নাগাদ ব্যাঙ্ক থেকে টাকা তুলে ডিকিতে ভরেন। শ্বশুরবাড়ির কিছু আগে একটি মিষ্টির দোকানে ঢোকেন। বেরিয়ে দেখেন, ডিকি থেকে টাকা নিয়ে অন্য একটি বাইকে চড়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। তাঁর চিৎকারে বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তারা চম্পট দেয়। কেন্দা ফাঁড়িতে তিনি লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, গত কিছু দিন ধরেই অপরাধ বাড়ছে এলাকায়। পুলিশ জানায়, অভিযান চলছে।
|
ভাড়া বৃদ্ধির দাবি, ক্ষোভ সালানপুরে
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
সালানপুর এরিয়া কর্তৃপক্ষের কাছে পরিবহণ ভাড়া বৃদ্ধির দাবিতে দাবিপত্র তুলে দিল সালানপুর এরিয়া ট্রান্সপোর্ট কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি পাপ্পু উপাধ্যায়ের অভিযোগ, “মোহনপুর থেকে বনজেমারি কোলিয়ারি পর্যন্ত ১০টি ডাম্পার ঠিকায় পরিবহণ করে। ইসিএল যেখানে টন প্রতি ১০৮ টাকা ভাড়া দিচ্ছে সেখানে সেই একই সংস্থায় নিযুক্ত ঠিকা সংস্থা টন প্রতি দিচ্ছে ৭৩ টাকা।” তাঁরা কর্তৃপক্ষকে এ দিন দাবিপত্র দিয়েছেন। দু’দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পরিবহণ বন্ধ রেখে আন্দোলনে নামবেন তাঁরা। এরিয়া কর্তৃপক্ষ জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
|
যুব উৎসব রায়নায়
নিজস্ব সংবাদদাতা • মাধবডিহি |
মহা সমারোহে যুব উৎসব হয়ে গেল বর্ধমানের রায়না ২ ব্লকে। গত শনিবার লোহাই হাইস্কুল ময়দানে উৎসবের উদ্বোধন করেন মহকুমাশাসক মনীন্দ্রনাথ রানো। উপস্থিত ছিলেন বিডিও মিতুনকুমার দে, শিক্ষাবিদ পুলক চক্রবর্তী প্রমুখ। অভ্যর্থনা কমিটির সভাপতি আনসার আলি খান জানান, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় রেকর্ড সংখ্যক প্রায় ৪০০ প্রতিযোগী যোগ দেন। স্থানীয় শিল্পীদের শিল্প প্রদর্শনীরও ব্যবস্থা হয়।
|
চোলাই-অভিযান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
শহরের বিভিন্ন এলাকায় চোলাইয়ের ভাটি ভাঙার অভিযান করল দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বেনাচিতির প্রান্তিকা, নিশানহাট, পলাশডিহা প্রভৃতি এলাকায় মঙ্গলবার অভিযান চালানো হয়। বেশ কয়েকটি চোলাই মদের ভাটি ভেঙে দেওয়া হয়। তবে কেউ গ্রেফতার হয়নি। পুলিশ যাওয়ার আগেই ভাটির মালিকেরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান চলবে।
|
ছিনতাইয়ের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে দুই ছিনতাইবাজকে মঙ্গলবার সকালে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম আর সুরেশ ও বি গোপালকৃষ্ণ। এ দিন সকালে এক ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে ওই দু’জন। স্থানীয় বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।
|
শ্রমিক বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কুনস্তরিয়া এরিয়া কার্যালয়ে মঙ্গলবার সারা দিন বিক্ষোভ দেখাল সিটু, আইএনটিটিইউসি-সহ অন্য শ্রমিক সংগঠনগুলির যুক্ত সংগ্রাম কমিটি। অভিযোগ, চার মাসের বেশি সময় ধরে নর্থ সিহারসোল কোলিয়ারিতে জল জমে রয়েছে। পাম্প লাগিয়ে জল বের করছেন না কর্তৃপক্ষ। উল্টে ১৬ ডিসেম্বর থেকে ২১৫ জনকে বদলি করা হয়েছে।
|
অচেতন যাত্রী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক অচেতন রেলযাত্রীকে মঙ্গলবার ভোরে আসানসোল স্টেশন থেকে উদ্ধার করল রেলপুলিশ। আসানসোল হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। অন্য যাত্রীরা তাঁকে স্টেশনে ট্রেন থেকে নামান বলে জানিয়েছে পুলিশ। জ্ঞান না ফেরায় তাঁর নাম জানা যায়নি। |
|