টুকরো খবর
২৩শে ডিসেম্বর শুরু পৌষমেলা
২৩ ডিসেম্বর থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে উত্তরবঙ্গ পৌষ মেলা। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সূর্যসেন পার্ক লাগোয়া নদীর চরে মেলাটি হবে। মেলা চলবে ১০ দিন। উদ্বোধনের দিন বিকালে বাঘাযতীন পার্ক থেকে একটি শোভাযাত্রা বার হয়ে মেলা প্রাঙ্গণে শেষ হবে। মেলার সাধারণ সম্পাদক জ্যোৎস্না অগ্রবাল জানান, উত্তরবঙ্গের ছয় জেলাকে নিয়ে মেলা হবে। প্রতিদিন এক একটি জেলার নামে মেলার মঞ্চের নামকরণ করে সেই জেলার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এক বিশিষ্ট মানুষকে সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া ৩৬টি নাচ এবং ৯টি গানের দলের ১৫০০ প্রতিযোগী অনুষ্ঠানে অংশ নেবেন। বাউল, ভাওয়াইয়া মত নানা সঙ্গীত অনুষ্ঠান হবে। শিশুদের মনোরঞ্জনের সরঞ্জামের পাশাপাশি পিঠেপুলি মিলিয়ে ১০০টি’র উপর স্টল থাকবে। ১৯৯৭ সাল থেকে মেলা শুরু হয়। উদ্যোক্তাদের তরফে বেদব্রত দত্ত, দীপক শীল, মদন ভট্টাচার্য, বিকাশ সরকারেরা জানান, এই মেলার মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্নতা, সাফাই, প্লাস্টিক বর্জন উপর প্রথম থেকেই আমরা জোর দিয়ে এসেছি। পৌষমেলা থেকেই সূর্যসেন পার্ক তৈরির দাবি তোলা হয়েছিল। তা তৈরি হয়েছে। ফের নদীর চর দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ঢেলে সাজার উপর আমরা জোর দিচ্ছি।

২১শে শপথ
মিরিক পুরসভার চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। সোমবার দার্জিলিঙের সিংমারি দলীয় দফতরে বৈঠকের পর মোর্চা সভাপতি ঘোষণা করেছেন। গুরুঙ্গ জানান, মিরিক পুরসভার চেয়ারপার্সন হিসাবে মালা সুব্বা এবং ভাইস চেয়ারম্যান হিসাবে এম কে জিম্বা কাজ করবেন। আগামী ২১ ডিসেম্বর পাহাড়ের চারটি পুরসভার চেয়ারম্যানেরা শপথ নেবেন। মিরিকে লেকের সংস্কার, আয় বাড়ানোর উপর পুরসভা জোর দেবে। পাশাপাশি, আগামী দিনে ৯টি ওয়ার্ড বিশিষ্ট মিরিক পুরসভায় আরও ৫টি ওয়ার্ড বাড়ানো হবে। গুরুঙ্গের কথায়, “ওয়ার্ড বাড়িয়ে আমরা পুরভোটের পক্ষপাতী ছিলাম। কিন্তু রাজনৈতিক কারণে ভোটে গিয়েছি। এবার ওয়ার্ড বাড়ানো হবে।” পাহাড়ের চারটি পুরসভার মধ্যে একমাত্র মিরিকেই দলের বিক্ষুব্ধ প্রার্থীদের বিরুদ্ধে ভোটে লড়তে হয়েছে মোর্চাকে।

তৃণমূলকে তোপ
রাজ্যের চোলাই মদের রমরমার জন্য সিপিএম তো বটেই সমানভাবে তৃণমূল কংগ্রেস দায়ী বলে অভিযোগ করল বিজেপি। সোমবার সকালে শিলিগুড়িতে রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিংহ এই অভিযোগ করেছেন। একই সঙ্গে জেলায় জেলায় ‘চোলাই শিল্প’-র সঙ্গে জড়িত মূল পাণ্ডাদের পুলিশ-প্রশাসন না ধরতে পারার কারণ নিয়েও রাহুলবাবুর সন্দেহ প্রকাশ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “সিপিএমের আমলে এই চোলাই শিল্পের জন্ম। বামেদের মদতেই এই শিল্পের বাড়বাড়ন্ত। এখন ওই মানুষেরা সবাই তৃণমূলের সঙ্গে আছে। তা হলে সরকার কী ভাবে ব্যবস্থা নেবে? মুখেই কেবল কথা বলা হচ্ছে। এক জনই চাঁইও ধরা পড়েনি।” পাশাপাশি, রাহুলবাবু জানিয়েছেন, তিনবিঘা করিডর উড়ালপুল তৈরি করতে চায় কেন্দ্র। এটা হলে সীমান্ত আরও উন্মুক্ত হয়ে পড়বে। এমনিতেই মাদক, গরু পাচার, অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপের হয়ে উঠেছে বাংলাদেশ সীমান্ত। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সমস্ত ছিটমহল বিনিময়ের দাবিও তুলেছে বিজেপি।

অবৈধ নির্মাণে ব্যবস্থার নির্দেশ
শহরে অবৈধ নির্মাণের একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। অবৈধ নির্মাণ রয়েছে এমন ২৯টি ভবনের তালিকা বিল্ডিং বিভাগের মেয়র পারিষদের হাতে দিয়ে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। রঞ্জনবাবু বলেন, “কোনও রকম নকশা ছাড়াই বহুতল তৈরি হয়েছে এমন অভিযোগ রয়েছে। শহরের ৩, ৬, ৮, ৯, ১১-১৪, ২৫, ৩৬, ৪২ নম্বর ওয়ার্ডে বেশ কিছু অবৈধ নির্মাণের অভিযোগ এসেছে আমার কাছে। সে ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মেয়র পারিষদকে জানানো হয়েছে।” রঞ্জনবাবু জানিয়েছেন, কোনও রকম নকশা ছাড়াই ভবন নির্মাণের বিষয়টি দুর্ভাগ্যজনক। এই অন্যায় বরদাস্ত হবে না। মেয়র পারিষদ (বিল্ডিং) সীমা সাহা জানান, প্রায় ২০০টি অবৈধ নির্মাণের তালিকা তৈরি করা হয়েছে। রঞ্জনবাবু যে ভবনগুলির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেগুলি ওই তালিকাতেও রয়েছে। তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই সেগুলির বিরুদ্ধে অভিযোগ আছে। কিছু ক্ষেত্রে পুরসভার তরফে তাদের সতর্ক করে অবৈধ নির্মাণ ভেঙে দিতে বলা হয়। এখন সেগুলি কী পরিস্থিতিতে রয়েছে দেখে দ্রুত ব্যবস্থা হবে। অবৈধ নির্মাণ মানা হবে না।”

অগ্নিকাণ্ডে ধৃত
শিলিগুড়ির বিধান মার্কেটে জর্জ মোবার্ট রোডে ব্যাগের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিককে গ্রেফতার করল পুলিশ। অবৈধ ভাবে গুদাম তৈরির অভিযোগে সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যবসায়ীর নাম সতীশ কুমার সিংঘল। শনিবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের এবং সেখানে তৈরি অবৈধ গুদামগুলির মালিকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায় দমকল কর্তৃপক্ষ। ওই দিনই দুপুরে চার্চ রোডে বসবাসের জন্য তৈরি একটি বহুতল আবাসনের চার তলায় অবৈধভাবে তৈরি জুতোর গুদামে আগুন লাগে। সে ক্ষেত্রেও ভবন এবং গুদামগুলির মালিকদের বিরুদ্ধে দমকলের তরফে অভিযোগ জানানো হয়েছে।

ধর্ষণে দোষী সাব্যস্ত
নাবালিকা ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হল। সোমবার শিলিগুড়ির অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (সেকেন্ড কোর্ট) শঙ্কর ব্রহ্ম ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, দোষী সাব্যস্ত হওয়া ওই ব্যক্তির নাম শচীন সিংহ। বাড়ি বাগডোগরা লাগোয়া চৌপুখুরিয়ায়। ২০০৬ সালের ১৮ জুলাই প্রতিবেশী নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। নাবালিকার বাবা মেয়ের খোঁজ করতে বার হয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। তিনি অভিযোগ দায়ের করার পরে পুলিশ শচীন সিংহকে গ্রেফতার করে। মামলায় মোট ১৪ জন সাক্ষ্য দেন। সরকারি আইনজীবী দিলীপ রায় জানান, আজ, মঙ্গলবার বিচারক ওই ব্যক্তির শাস্তি ঘোষণা করবেন।

জামিন নাকচ
বিয়ের প্রস্তাব দিয়ে সহকর্মীর সঙ্গে সহবাসের অভিযোগে ধৃত বেসরকারি গোয়েন্দা সংস্থার মালিকের জামিনের আবেদন নাকচ করল আদালত। রবিবার পুলিশ শান্তনু সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে সোমবার ওই যুবককে হাজির করা হয়। শিলিগুড়ির আশ্রমপাড়ার ওই সংস্থার কর্মী শ্রাবণী চট্টোপাধ্যায়ের অভিযোগ, গত বছর এপ্রিলে তিনি ওই সংস্থায় যোগ দেন। শান্তনুবাবু তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে সহবাস করেন। গর্ভবতী হয়ে পড়লে শান্তনুবাবু তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেন। শান্তনুবাবুর আইনজীবী সুব্রত সরকার আদালতে দাবি করেন, তছরুপের অভিযোগে শ্রাবণী দেবীকে দেড় বছর আগে সংস্থা থেকে বার করা হয়। আক্রোশ মেটাতে তিনি ভুয়ো অভিযোগ করেছেন।

মোর্চার মিছিল
জয়গাঁ উন্নয়ন পর্ষদে জনপ্রতিনিধিদের সামিল করার দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার এলাকার মংলাবাড়ি থেকে মোর্চা সমর্থকদের মিছিল শুরু হয়। জয়গাঁ উন্নয়ন পর্ষদের দফতরের সামনে মিছিল শেষে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। জয়গাঁ উন্নয়ন পষর্দের চেয়ারম্যান মিহির গোস্বামী বলেন, “মোর্চা সমর্থকরা উন্নয়ন পর্ষদের দফতরের সামনে বিক্ষোভ দেখান” জয়গাঁ-১ গ্রাম পঞ্চায়েত এলাকার মোর্চা সভাপতি গোপাল সুয়েল অভিযোগ করেন, “কালচিনির বিধায়ক উইলসন চম্পামারিকে এ বছর বাদ দেওয়া হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটার লোকদের বোর্ড সদস্য মনোনীত করা হয়েছে। বোর্ড সদস্য পদে স্থানীয় জনপ্রতিনিধিকে সামিল করা না হলে দফায় দফায় পথ অবরোধ হবে।”

জয়ী আলিপুরদুয়ার
অসম বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে জয়ী হল আলিপুরদুয়ার জংশন যুব সংঘ। সোমবার আলিপুরদুয়ার জংশন ডিআরএম বিল্ডিং ময়দানে দ্বীপায়ন সঙ্ঘ পরিচালিত অসম বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন জলপাইগুড়ি টাউন ক্লাব ও আলিপুরদুয়ার যুব সংঘ। জলপাইগুড়ি প্রথমে ব্যাট করে ১৮ ওভারে সব উইকেট খুইয়ে ১২২ রান করে। যুব সংঘ ব্যাট করতে নেমে ২০ ওভারে চার উকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেন। ম্যান অফ দ্য ম্যাচ হন পাপ্পু দাস। ম্যান অফ দ্য সিরিজ হন টিংকু দাস। ফেয়ার প্লে ট্রফি পায় আলিপুরদুয়ার জংশনের বার্ডস ক্লাব। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায় জানান, এ ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে মাঠমুখি করবে। বিজয়ী দলের হাতে ট্রফি দেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বোর্ড সদস্য মৃদুল গোস্বামী।

স্কুলে জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনেই জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার মালদহের হরিশ্চন্দ্রপুরের হরদমনগর হাই স্কুলের পরিচালন সমিতির নির্বাচন হয়। কংগ্রেস ও তৃণমূলের জোট না হওয়ায় পৃথক ভাবে দু’দলই প্রার্থী দিয়েছিল। ওই স্কুলের পরিচালন সমিতি গত ১০ বছর ধরে বামেদের দখলে ছিল। ত্রিমুখি লড়াইয়ে বাম ও কংগ্রেসকে হারিয়ে জয়ী হয় তৃণমূল।

ঠেক ভাঙল পুলিশ
সোমবার কালচিনি থানার পুলিশ অভিযান চালিয়ে ১০টি চোলাই মদের ঠেক ভাঙল। কালচিনি থানার ওসি রিংচেন লামা ভুটিয়া জানান, এদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত হ্যামিলটনগঞ্জ লিচুতলা, উত্তর লতাবাড়ি, সাঁতালি বস্তি বাজার এলাকায় অভিযান চালিয়ে দশটি চোলাই মদের ঠেক ভাঙা হয়েছে।

ফিরলেন হাতুড়ে
বক্সার উত্তর পোরো বনবস্তি থেকে নিখোঁজ নারায়ণচন্দ্র সেন বাড়িতে ফিরলেন। সোমবার রাত ৮টা নাগাদ বারবিশার কাছে পাকুড়িতলায় ৩১ নম্বর জাতীয় সড়কে অপহরণকারীরা ওই ব্যক্তিকে পৌঁছে দেয়। সেখান থেকে বাড়ির লোক আলিপুরদুয়ারে নিয়ে আসেন তাঁকে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “নারায়ণবাবুকে অসুস্থ বলে আজ জেরা করা হয়নি।”

জয়ী কংগ্রেস
সিপিএম এবং তৃণমূলকে হারিয়ে গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরচন্দ্র হাই স্কুলের সব আসনেই জয়ী হল কংগ্রেস। রবিবার ওই স্কুলে নির্বাচন হয়। ৬টি আসনেই কংগ্রেস, সিপিএম ও তৃণমূল প্রার্থী দেয়। ত্রিমুখী লড়াইয়ে সবক’টি আসনেই জয়ী হন কংগ্রেসের প্রার্থীরা। জয়ী প্রার্থীরা হলেন গৌতম মণ্ডল, মজেন বর্মন, প্রফুল্ল বর্মন, শিবশঙ্কর ঘোষ, সমীচরণ ঘোষ ও বধির ওরাঁও। গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান আনন্দ ঘোষ বলেন, “স্কুলের উন্নয়নের কাজে এ বার নজর দেওয়া হবে।”

কর্মশালা
মহিলাদের স্বাবলম্বী করে তোলা এবং আইনি সচেতনতা বাড়াতে সশস্ত্র সীমা বলের উদ্যোগে খড়িবাড়ির পানিট্যাঙ্কি এলাকায় সোমবার শুরু হল ৭ দিনের কর্মশালা। ২৫ জন মহিলাকে নিয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত কর্মশালা চলবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.