টুকরো খবর
বয়রায় থমকে আছে ভাঙন রোধের কাজ
ভাঙন দীর্ণ বয়রায় ছবি তুলেছেন অর্কপ্রভ চট্টোপাধ্যায়।
দু’দিন ধরে স্থানীয় গ্রামবাসীদের বাধায় লালগোলার বয়রা গ্রামে পদ্মার ভাঙনরোধের কাজ শুরু করা গেল না। ভাঙনগ্রস্ত থেকে মাত্র দু’কিলোমিটার দূরের ওই গ্রামে সীমান্তরক্ষী বাহিনীর একটি চৌকি রয়েছে। গত দু’সপ্তাহ ধরে ভাঙনের ফলে পদ্মা থেকে ওই সীমান্ত চৌকি এখন মাত্র ১০ মিটার দূরে। তাই রাজ্য সেচ দফতরের রঘুনাথগঞ্জ ডিভিশনের ভাঙন প্রতিরোধ বিভাগ এই এলাকার ভাঙন রোধে ২৫ লাখ টাকা মঞ্জুর করে। সেই মতো শনিবার কাজ শুরুরও চেষ্টা হয়। কিন্তু গ্রামবাসীরা তাতে আপত্তি জানিয়েছেন। তাঁদের দাবি, ভাঙন রোধের কাজে দিনমজুরের কাজ তাঁদেরই দিতে হবে। লালগোলার বিলবোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের রফিকুল আলম বলেন, “ওই কাজের জন্য বাইরে থেকে দিনমজুর নিয়ে আসা হয়েছিল। গ্রামবাসীরা তা দেখেই আপত্তি জানান। গ্রামবাসীদের দাবি ছিল ময়াতে যে হারে মজুরি দেওয়া হয়েছে, সেই হারেই মজুরিও দিতে হবে।” বিডিও প্রসেনজিৎ ঘোষ বলেন, “দীর্ঘ আলোচনার পরে জটিলতা কেটেছে। মঙ্গলবার থেকে কাজ শুরু হবে বলে আশা করছি।” এর মধ্যেই গত দু’দিনে বয়রায় ভাঙন আরও বেড়েছে। প্রশাসনের বক্তব্য, গ্রামবাসীদের বোঝা উচিত, ভাঙনরোধের কাজে দেরি হলে, তাতে তাঁদেরই ক্ষতি। কিন্তু গ্রামবাসী আব্দুল হামিল বলেন, “আমরা বেকার বসে রয়েছি। কিন্তু বাইরে থেকে মজুর এনে কাজ করানো হচ্ছে। সোমবার ঠিক হয়েছে স্থানীয় বাসিন্দারাই বস্তা পিছু ৫ টাকা করে মজুরি দিয়ে কাজ করবেন।”

ছাত্র পরিষদের নতুন সভাপতি

ছাত্র পরিষদের নতুন জেলা সভাপতি হলেন সরফরাজ শেখ। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অশোক দাস সোমবার জানালেন, সংগঠনে নির্বাচনের মাধ্যমেই সরফরাজকে সভাপতি পদে বহাল করা হয়েছে। বিদায়ী সভাপতি হাসানুজ্জামান অবশ্য বলেন, “এ ব্যাপারে আমাকে এখনও কিছু জানানো হয়নি। ঠিক হয়েছিল, পাঠরত ছাত্র-ছাত্রীরাই সংগঠনে নেতৃত্ব দেবেন। সেই জন্যই হয়ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
দগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার সালারের তালিবপুরে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতার নাম সুবর্ণ সর্দার (২৫)। জখম হয়েছেন তাঁর স্বামী বলরাম সর্দার। তাঁকে সালার হাসপাতালের ভর্তি করা হয়েছে। পুলিশের অনুমান ওই মহিলা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।

ছাত্রের মৃত্যু
বাইকে ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার হরিহরপাড়ার স্বরূপপুরে এই দুর্ঘটনায় আশিস মণ্ডল নামে ওই ছাতেরের মৃত্যু হয়েছে। স্থানীয় রেজালাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। এ দিন বহরমপুর-স্বরূপপুর রাজ্য সড়কের উপরে একটি লরি ও বাইকের সংঘর্ষে আশিসের মৃত্যু হয়। পুলিশ ওই বাইক ও লরিকে আটক করেছে।

পঞ্চায়েতে অনাস্থা
সিপিএমের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন রঘুনাথগঞ্জ-১ ব্লকের রানিনগর পঞ্চায়েতের কংগ্রেস সদস্যেরা। পঞ্চায়েতের ১১ জন সদস্য পঞ্চায়েত ও ব্লক অফিসে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। ওই পঞ্চায়েত প্রধান নবকুমার দাস বলেন, “অনাস্থার নোটিস পেয়েছি।” ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ সিংহ বলেন, “পঞ্চায়েতে সদস্য সংখ্যা ১১। বামফ্রন্টের সদস্য রয়েছেন ৬ জন। দলের সকলে জোটবদ্ধ ভাবে সিপিএম প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন।”

চালকের মৃত্যু
গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে গাড়ি চালকের। মৃতের নাম দীপঙ্কর মণ্ডল (৩৫)। বাড়ি গাইঘাটার পূর্ব বারাসতে। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ফুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের অনুমান, কুয়াশার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।

স্কুলে জয়ী সিপিএম
খিদিরপুর নেতাজি কলোনি বিদ্যালয় ও রেজিনগর নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল সিপিএম। রবিবার স্কুলগুলিতে নির্বাচন হয়। দু’টি স্কুলেই সিপিএম ৬টি আসনে দখল করে।

ব্যবসায়ী খুন
কল্যাণীর বিধানপল্লিতে রবিবার রাতে স্থানীয় এক ব্যবসায়ীকে খুন করল দুষ্কৃতীরা। বীরসেন বাল্মিকীকে (৩৬) ওই দিন রাতে তাঁর বাড়ির সামনেই গুলি করা হয়। এনআরএস হাসপতালে ভর্তি করানো মারা যান তিনি। এই ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় দাস নামে এক জন গ্রেফতার হয়েছে।

কল্যাণীতে অনুষ্ঠান
গয়েশপুরের নেতাজি বিদ্যালয় মঞ্চে স্থানীয় একটি পত্রিকার উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.