অবনমন নয়, বরং বরোদা ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট তুলে রঞ্জির পরের পর্বে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলা। স্বপ্ন দেখাচ্ছেন মনোজ তিওয়ারি। বুধবার থেকে গ্রুপের শেষ ম্যাচে নামছে বাংলা। ইরফান পাঠানের বরোদার বিরুদ্ধে। তিনটে অঙ্ক রয়েছে বাংলার সামনে। যদি তিন পয়েন্ট আসে, বাঁচবে অবনমন। পাঁচ এলে খুলে যেতে পারে পরের রাউন্ডের দরজা। কিন্তু যদি এক পয়েন্ট আসে, তা হলে নেমে যেতে হবে অবনমনের খাদে। কিন্তু এত অঙ্ক নিয়ে ভাবতে রাজি নন মনোজ। সোমবার বডোদরা গেল বাংলা দল। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মনোজ বলে গেলেন, “অবনমন তো বাঁচাবই। সেশন ধরে খেলতে হবে। টিমের সিনিয়র, জুনিয়র সবাইকে পারফর্ম করতে হবে ম্যাচটায়।” বরোদা টিমের শক্তি অলরাউন্ডার ইরফান পাঠান, তা ছাড়া এই ম্যাচ থেকে তারা এক পয়েন্ট তুলতে পারলেই পরের পর্বে যাবে। মনোজ মানছেন। বললেন, “জানি ওদের এক পয়েন্ট পেলেই চলবে। কিন্তু আমরা যদি ম্যাচটা থেকে পাঁচ পয়েন্ট তুলতে পারি, তা হলে পরের পর্বে উঠতে পারি।” অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন আজ, মঙ্গলবার। নির্বাচক প্রধান দীপ দাশগুপ্তও তাই। রবিবার রাত থেকে জল্পনা চলছিল পেসার অশোক দিন্দার অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে। দিন্দা এ দিন বাংলা টিমের সঙ্গেই গিয়েছেন। তাঁর কাছে অস্ট্রেলিয়া সফর নিয়ে কোনও খবর নেই। কলকাতা ছাড়ার আগে দিন্দা বললেন, “এ ব্যাপারে এখনও কিছু জানি না। বরং বরোদা ম্যাচ নিয়ে ভাবছি।” সঙ্গে যোগ করছেন, “মাঝে মাঝেই দেখছি বিপক্ষের ব্যাটিং লেজ ছেঁটে ফেলতে আমাদের সমস্যা হচ্ছে। ব্যাপারটা নিয়ে খাটছি।”
|
দুর্গাপুরের সেল আবাসন কালচারাল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই সংস্থার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল অল বেঙ্গল জুনিয়র ব্যাডমিন্টন র্যাকিং ২০১১ প্রতিযোগিতা। এতে অনূর্ধ্ব ১৩ মেয়েদের বিভাগে উত্তর কলকাতার ইপ্সিতা সিংহ ২১-১৪, ২১-১৮ পয়েন্টে হারিয়েছেন হাওড়ার মণিদীপা দে-কে। এই বিভাগের ছেলেদের গ্রুপে পশ্চিম কলকাতার অরিন্তপ দাশগুপ্ত ২১-৬, ২১-৬ পয়েন্টে হারিয়েছে হাওড়ার দিশান্ত দেবনাথ। অনূর্ধ্ব ১৫ মেয়েদের বিভাগে হাওড়ার অন্যনা ইতিজ্ঞা ২১-১৭, ২১-১৪ পয়েন্টে হারিয়েছে উত্তর কলকাতার ইপ্সিতা সিংহকে। ছেলেদের বিভাগে পশ্চিম কলকাতার অরিন্তপ দাশগুপ্ত ২১-১৬, ২১-১৬ পয়েন্টে হারিয়েছে পশ্চিম কলকাতার ময়ূখ ঘোষকে। অনূধ্বর্র্ ১৭ বিভাগে পশ্চিম কলকাতার অনুরিয়া দাস ২১-৮, ২১-১ পয়েন্টে হুগলির মনিকা সিংহকে হারিয়েছে। তবে দ্বিতীয় সেটে মনিকা অসুস্থ হয়ে পড়েন। ছেলেদের বিভাগে উত্তর কলকাতার রাজদীপ মিত্র ২১-১২। ২১-৭ পয়েন্টে পশ্চিম কলকাতার ময়ূখ ঘোষকে হারায়। অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিভাগে পশ্চিম কলকাতার অনুরিয়া দাস ২১-১২, ২১-১৫ পয়েন্টে হারায় হুগলির মনিকা সিংহকে। ছেলেদের বিভাগে উত্তর কলকাতার রাজদীপ মিত্র ২১-১২, ২১-১৪ পয়েন্টা হারায় উত্তর ২৪ পরগনার কেশব রায়কে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ১২-১৭ ডিসেম্বর। উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন দীপঙ্কর ভট্টাচার্য।
|
অলিম্পিকে থাকবে না ডাওয়ের লোগো
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অবশেষে একটা দাবি মিটল ভোপাল গ্যাস-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্যবহার করা হবে না ডাও কেমিক্যালসের লোগো। সংস্থার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, লন্ডন অলিম্পিকে তাদের লোগো ব্যবহার করার কোনও পরিকল্পনাই ছিল না। এমনকী, ভোপালের মানুষের একটানা আন্দোলনের চাপে পড়েই ২০১২-র অলিম্পিক থেকে সরে আসার কথাও তারা গুজব বলে উড়িয়ে দিয়েছে ডাও। ভোপালের মানুষ অবশ্য এই ঘটনাকে নিজেদের জয় হিসেবেই দেখছেন। তবে আন্দোলনকারী নেতা সতীনাথ সারাঙ্গির মতে, অলিম্পিকের স্পনসরশিপ থেকে ডাও কেমিক্যালস সরে না এলে ভারতেরই গেমস থেকে সরে আসা উচিত।
|
প্রথম সিসিএফ সারা ভারত ফিডে রেটেড দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন বাংলার দিলীপ দাস। দশ রাজ্যের ২২৮ দাবাড়ুর মধ্যে যুগ্ম দ্বিতীয় স্থান পেলেন শুভ্রদীপ্ত দাস এবং মাল্লানুকা রাজু। |