চোলাইয়ের ঠিক ভাঙলেন মহিলারা |
পুলিশ-প্রশাসনকে বলেও কাজ হয়নি। আগে নিজেদের উদ্যোগে চোলাই মদের কারবার বন্ধ করতে গিয়ে ফিরে আসতে হয়েছিল। অসাধু ব্যবসায়ীরা দুষ্কৃতীদের লেলিয়ে দিয়েছিল। কিন্তু মগরাহাটের বিষ-মদ কাণ্ডের পর আর সময় নষ্ট করতে চাইছিলেন না কেউই। এলাকার মহিলারা দলবেঁধে চোলাই মদের ঠেক ভেঙে দিলেন। নষ্ট করে দিলেন প্রচুর চোলাই মদ। সোমবার এ ঘটনা ঘটে বেলদা থানার রানিসরাই গ্রাম পঞ্চায়েতের জেঠিয়া গ্রামে। এখানে দীর্ঘ দিন ধরেই চোলাইয়ের কারবার চলছিল। আশপাশে প্রাথমিক স্কুল ও শিশু শিক্ষাকেন্দ্র রয়েছে। বসতি রয়েছে। কিন্তু, এ সব কিছু না-ভেবেই এই কারবার চালাচ্ছিল এক অসাধু ব্যবসায়ী। স্থানীয় গ্রামবাসীদের ক্ষোভ বাড়ছিল। চোলাই খেয়ে মাঝেমধ্যেই অনেকে অসুস্থও হতেন। আগেও স্থানীয়রা দল বেঁধে ঠেক ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু, সফল হননি। স্থানীয়দের অভিযোগ, পুলিশ-প্রশাসনের একাংশের মদত না-থাকলে এ ভাবে দীর্ঘ দিন ধরে চোলাইয়ের কারবার চালানো অসম্ভব। স্থানীয় নিতু মাইতির কথায়, “চোলাইয়ের ঠেক থাকায় চারিদিকে দুর্গন্ধ ছড়াত। কিন্তু, ঠেক ভাঙতে উদ্যোগী হয়নি পুলিশ-প্রশাসন।”
|
মেদিনীপুর কলেজ পরিদর্শনে এল ন্যাকের প্রতিনিধিদল। সোমবার থেকে অধ্যাপক ভূমিত্র দেবের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল কলেজ পরিদর্শন শুরু করেছে। বুধবার পর্যন্ত পরিদর্শন চলবে। এর আগে ন্যাকের বিচারে এ-প্লাস গ্রেড পেয়েছিল মেদিনীপুর কলেজ। ন্যাকের এ বারের পরিদর্শন ঘিরে কলেজ-চত্বর সাজানো হয়েছে। কলেজ-ভবনে নতুন রং হয়েছে। গাছ লাগানো হয়েছে। এ দিন কলেজে এসে প্রথমেই অধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিরা। পরে বিভিন্ন বিভাগে গিয়ে সব কিছু খতিয়ে দেখেন। অধ্যাপকদের পাশাপাশি তাঁরা কথা বলেন ছাত্রছাত্রী, কলেজের প্রাক্তনীদের সঙ্গেও। সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান প্রতিনিধিরা।
|
ডিএসও-র ছাত্র সম্মেলন হল সোমবার। এ দিন মেদিনীপুর সদর ব্লকের বেলিয়া গ্রামে সম্মেলন হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন ছাত্রছাত্রীরা। ধেড়ুয়া, চাঁদড়া, গুড়গুড়িপাল, ও মনিদহএই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার ছাত্রছাত্রীদের নিয়েই এই সম্মেলন হয়েছিল। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া, স্কুলে ফি বৃদ্ধি, লটারির মাধ্যমে ছাত্র ভর্তির প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়।
|
খড়্গপুরের হিজলি ইয়ংস্ ক্লাবের উদ্যোগে এক ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল হিজলি কো-অপারেটিভের খেলার মাঠে। দু’দিনের এই টুর্নামেন্ট শেষ হয়েছে রবিবার। চ্যাম্পিয়ন হয়েছে নেতাজি ব্যায়ামাগার।
|
রবিবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম শ্যামলাল গিরি (৪৪)। বাড়ি দাঁতন থানা এলাকার রেঞ্জুড়া গ্রামে। |