রাজারহাটে ‘নলেজ হাব’ গড়ার জন্য একটি সংস্থাকে জমি দেওয়ার ব্যাপারে আগেকার সরকারের নেওয়া সিদ্ধান্ত নতুন সরকার খারিজ করে দিয়েছিল। কলকাতা হাইকোর্ট সোমবার সেই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে বলেছে, আপাতত জমিটি অন্য কাউকে দেওয়া যাবে না। বাম সরকারের আমলে নলেজ হাব গড়ার জন্য হিডকোর চেয়ারম্যানের কোটায় রাজারহাটে একটি সংস্থাকে ১৫ কাঠা জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্যের নতুন সরকার গত ২৬ নভেম্বর সেই সিদ্ধান্ত খারিজ করে দেয়। ওই সংস্থা হাইকোর্টে মামলা করে। বিচারপতি সৌমিত্র পাল সোমবার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, এই মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত ওই সংস্থার জন্য নির্দিষ্ট জমি অন্য কোনও সংস্থা বা ব্যক্তিকে দেওয়া থেকে তারা যেন বিরত থাকে।
মামলার আবেদনে জানানো হয়, রাজ্য সরকার ২০০৭ সালে হিডকোর চেয়ারম্যানের কোটায় রাজারহাটে কয়েকটি কোম্পানিকে জমি দেওয়া হবে বলে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনের উত্তরে কোনও আবেদন না-আসায় রাজ্য সরকার আবার বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপনের উত্তরে নলেজ হাব গড়ার জন্য আবেদন করে অ্যাবস নামে একটি সংস্থা।
সরকার সেই আবেদন খতিয়ে দেখে ওই সংস্থার জন্য প্রতি কাঠা ১৩ লক্ষ ৫০ হাজার টাকা দরে ১৫ কাঠা জমি মঞ্জুর করে। পরবর্তী কালে সরকার তাদের অবিলম্বে ৫০ লক্ষ টাকা জমা দিতে বলে। সংস্থা ব্যাঙ্কে টাকা জমা দিতে গেলে বলা হয়, রা্যজ্যে বিধানসভা নির্বাচন ঘোষিত হয়েছে। তাই এখন কোনও টাকা জমা নেওয়া যাবে না।
তার পরে রাজ্যে সরকার বদল হয়। ওই সংস্থা হিডকোর কাছে টাকা জমা দিতে চেয়ে চিঠি দেয়। ২৬ নভেম্বর হিডকোর পক্ষ থেকে সংস্থাকে জানানো হয়, তাদের জমি দেওয়ার যে-সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা খারিজ করা হয়েছে। ওই সংস্থা হাইকোর্টের দ্বারস্থ হয়। হলফনামা দিয়ে বক্তব্য জানানোর জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
|
দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। রবিবার রাতে, কাশীপুর এলাকায় চিড়িয়ামোড়ে। জখম হন ওই মোটরবাইকের আরও এক আরোহী। মৃতের নাম আশিস সামন্ত (২৫)। বাড়ি বরাহনগরে। পুলিশ জানায়, চিড়িয়ামোড়ের কাছে মোটরবাইকটি লরিকে ধাক্কা মারে। হাসপাতালে মৃত্যু হয় আশিসবাবুর। |