জানুয়ারি মাসেই দেশে ফিরছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অল পাকিস্তান মুসলিম লিগের কর্মীদের এ কথা জানিয়েছেন তিনি। ২০০৯ থেকেই দেশের বাইরে মুশারফ। আগেই জানিয়েছিলেন, ২০১২-র মার্চে পাকিস্তানে ফিরবেন তিনি। এই ঘোষণার পরই পঞ্জাব প্রদেশের গভর্নর লতিফ খোশা হুমকি দিয়েছিলেন, ফিরলেই গ্রেফতার করা হবে মুশারফকে। কিন্তু সেই হুমকির পরোয়া না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুশারফ। পাকিস্তানে ফেরার সময় এগিয়ে আনার কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতেই তড়িঘড়ি দেশে ফিরছেন মুশারফ।
|
গীতা নিষিদ্ধ করার দাবিতে এক আবেদনের শুনানি ২৮ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে দিল রাশিয়ার তমস্ক শহরের একটি আদালত। গীতায় ‘কট্টরপন্থী’ ভাবধারা ছড়ানো হয়েছে, এই দাবিতে জুন মাসে গোটা দেশে ধর্মগ্রন্থটি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছিল রাশিয়ার একটি গির্জা। আজ আদালতের রায়ের পরে তমস্ক শহরে ইস্কনের এক কর্মকর্তা জানিয়েছেন, আদালতে ইস্কনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে, বিষয়টি নিয়ে রায় দেওয়ার আগে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হোক। এ দিকে গীতা নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে আজ উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেন, “ভগবান কৃষ্ণকে অপমান করার কোনও চেষ্টা বরদাস্ত করব না।” তাঁকে সমর্থন করে স্লোগান দিতে থাকেন শিবসেনা, বিজেপি, সমাজবাদী পার্টির সদস্যরা। সরকারের হস্তক্ষেপেরও দাবি করেন তাঁরা। |