টুকরো খবর
স্কুলে জয়ী তৃণমূল
দুর্গাপুরের গোপালমাঠ হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। সোমবার ৬টি আসনের সব ক’টিতেই জয়লাভ করে তারা। জেলা আইএনটিটিইউসি-র সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানান, এ বার সিপিএম ছাড়াও গোঁজ প্রার্থী ছিলেন আরও ৬ জন। তবে শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থীরাই জয়ী হন। প্রসঙ্গত, ২০১০ সালের নির্বাচনে সিপিএমের ৬ প্রার্থী ছাড়াও গোঁজ প্রার্থী ছিলেন আরও ৮ জন। সে বারও জয়ী হয়েছিল তৃণমূল।

ফাঁড়িতে বিক্ষোভ
দলীয় কর্মীদের উপরে ‘আক্রমণ’-র প্রতিবাদে সোমবার কুলটির নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখাল কংগ্রেস। এর আগে কংগ্রেসের সদস্য-সমর্থকদের একটি মিছিল নিয়ামতপুর শহর পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন কুলটির উপপ্রধান তথা কংগ্রেস নেতা বাচ্চু রায়। তাঁর অভিযোগ, “সম্প্রতি দলের সদস্য-সমর্থকেরা ‘আক্রান্ত’ হচ্ছেন। প্রতিবাদে এ দিন পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখানো হয়।”

স্ত্রী-কে ‘নির্যাতন’, ধৃত
স্ত্রীকে নির্যাতনের অভিযোগেঅনিল ভগৎ নামে এক ব্যক্তিকে উষাগ্রাম থেকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তাঁর স্ত্রী টুম্পা ভগৎ থানায় অভিযোগ করেন, ২০০৩ সালের ৭ জুলাই তাঁর সঙ্গে অনিলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর উপর অনিল শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। সম্প্রতি তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

সাহিত্যসভা
‘কথা মুখ’ সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত সাহিত্যসভায় ৫০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন রবিবার। উপস্থিত ছিলেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী জিতেন চট্টোপাধ্যায়। এই সাহিত্য পত্রিকা এ বার ৩০ বছরে পা দিল। ১৫০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

বাড়ির তালা ভেঙে বাইক চুরি, ক্ষোভ
তিন দিনে ৭টি বাড়ির তালা ভেঙেছে দুষ্কৃতীরা। চুরি গিয়েছে দু’টি মোটরবাইক। বাসিন্দারা জানান, একটি বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় কিছু দিন পরে সেটি আবার ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সালানপুর, বনজেমারি সংলগ্ন এলাকায়। রবিবার রাতে নারায়ণ গড়াইয়ের বাড়ির তালা ভেঙে তাঁর বাইকটি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সোমবার থানায় বিক্ষোভ দেখায় যুব তৃণমূল। সংগঠনের নেতা পাপ্পু উপাধ্যায় পুলিশকে জানিয়েছেন, এলাকাবাসী পুলিশকে সব ধরনের সহযোগিতা করবেন। প্রশাসন উদ্যোগী না হলে গণপ্রহারে দুষ্কৃতীর মৃত্যু হলে তার দায় প্রশাসন এড়াতে পারবে না। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়ে গিয়েছে।

মহিলা কংগ্রেসের সম্মেলন দুর্গাপুরে
মহকুমা মহিলা কংগ্রেস কমিটির সম্মেলন হল সোমবার। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী মৈত্রী সাহা, প্রদেশ কংগ্রেস সদস্য তথা বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) সভাপতি সুদেব রায় প্রমুখ। বিভিন্ন সরকারি কমিটিতে মহিলাদের আধিক্য না থাকায় খেদ প্রকাশ করেন মৈত্রীদেবী। মহিলাদের যোগদানের মাধ্যমে সংগঠন মজবুত করার আহ্বান জানান। দুর্গাপুর মহকুমা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী শ্রীলতা বন্দ্যোপাধ্যায় জানান, সম্মেলনে সদস্যদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়।

চোলাই বাজেয়াপ্ত
ফরিদপুর (লাউদোহা) থানার বিভিন্ন জায়গায় আবগারি দফতর অভিযান চালায় সোমবার। আবগারি দফতরের দুর্গাপুরের ওসি পার্থ ঘোষ জানান, গৌরবাজার গ্রামে ২৫ লিটার চোলাই মদ উদ্ধার হয়। এছাড়া গুড় পচিয়ে মদ তৈরির দেড়শো লিটার উপকরণও বাজেয়াপ্ত করা হয়। তিনি জানান, সংলগ্ন এলাকাতেও অভিযান চালানো হয়েছিল তবে তেমন কিছু মেলেনি।

পুলিশকে মার, ধৃত
আসানসোল পুলিশ কমিশনারেটের সদ্য নিযুক্ত এক সিভিল পুলিশকে মারধরের অভিযোগে সোমবার হিরাপুর থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মন্নু নাথ, রাজা নাথ ও সনু ঠাকুর। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় বার্নপুরের ত্রিবেণি মোড়ে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তিন জন ওই সিভিল পুলিশকে মারধর করে।

সিপিআই-এর জেলা সম্মেলন
সিপিআই-এর বধর্মান জেলা সম্মেলন শেষ হল রবিবার। শনিবার আসানসোলের ফতেপুর এলাকায় সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন দলের রাজ্য কমিটির সম্পাদক মঞ্জুকুমার মজুমদার। ছিলেন কয়েকশো সদস্য। শেষ দিন ৫১ জনের নতুন কমিটি গঠিত হয়েছে। জেলা সম্পাদক মনোনীত হয়েছেন রাজ্যসভার সদস্য রামচন্দ্র সিংহ। তিনি জানান, বর্তমানে জেলায় সদস্য সংখ্যা ১৮ হাজার।

রংমিস্ত্রির অপমৃত্যু
একটি দ্বিতল বাড়ির উপরের তলায় রং করার সময় নীচে পড়ে মৃত্যু হল এক রং মিস্ত্রির। সোমবার সকালে ঘটনাটি ঘটে রানিগঞ্জের গির্জা পাড়ায়। মৃতের নাম মহম্মদ আজহারউদ্দিন (৪০)। প্রথমে একটি বেসরকারি হাসপাতাল, সেখান থেকে অন্য একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

বেতনের দাবি
সুরক্ষা-সহ এক গুচ্ছ দাবিতে সোমবার জামুড়িয়ার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিক্ষোভ দেখায় সিটু। সংগঠনের দাবি, সরকার নির্ধারিত বেতন, সুরক্ষা-সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেও ফল হচ্ছে না। তাই ফের এ দিন বিক্ষোভ দেখানো হয়।

পুড়ল ধানের গোলা
আমরাসোঁতা পঞ্চায়েত এলাকার ঝাঁটিডাঙায় চার কৃষকের ধানের গোলায় আগুন লাগে রবিবার রাত সাড়ে ১২ টা নাগাদ। সমস্ত ধান পুড়ে যায়। রানিগঞ্জ থেকে দু’টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ৬ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.