টুকরো খবর
বিএসএফের গুলিতে মৃত ২
বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে দুই গরু পাচারকারীর। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোবিন্দপুরের ঘটনা। বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা ওই দু’জনের পরিচয় জানা যায়নি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য সীমান্তে জরুরি কারণ ছাড়া বিএসএফকে গুলি চালাতে নিষেধ করা হয়েছিল। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে হাতিয়ার করে গত কয়েক মাসে হিলি সীমান্তে কাঁটাতারবিহীন এলাকা দিয়ে লাগাতার গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত হন জওয়ানেরা। বিএসএফ জানায়, গভীর রাতে গোবিন্দপুর এলাকা দিয়ে ৩০-৩৫ জনের পাচারকারী দল এপারে ঢুকে গরু পাচার করছিল। সে সময় দুই জওয়ান বাধা দিতে গেলে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। জওয়ানেরা গুলি চালালে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।

গ্রন্থাগার উদ্বোধন
পুরাতত্ত্বের উপর বইয়ের সম্ভার নিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা সংগ্রহশালায় চালু হল এক গ্রন্থাগার। শনিবার বিকেলে এই গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। তিনি বলেন, “জেলা-সহ রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইতিহাসের নানা তথ্যে সম্বলিত বই রয়েছে এই গ্রন্থাগারে। ছাত্রছাত্রী থেকে গবেষকদের তা বিশেষ কাজে লাগবে।” জেলাশাসক দূর্গাদাস গোস্বামী বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে এই গ্রন্থাগার উন্নয়নে ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।” ইতিমধ্যে পাঠাগারের ভবন তৈরির কাজ হয়েছে। এ দিন স্থানীয় নাট্যতীর্থ মঞ্চে এক সরকারি অনুষ্ঠানে জেলার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। তার মধ্যে ২৯টি স্কুলের মাধ্যমিকে কৃতী ৪২ জন তফসিলি ও আদিবাসী ছাত্রছাত্রীর হাতে ৫ হাজার টাকা তুলে দেন কারামন্ত্রী। তা ছাড়া ১২০ জন তফসিলি-আদিবাসী পড়ুয়াকে জাতি শংসাপত্র দেওয়া হয়।

হিলি সীমান্তে বন্ধ বহির্বাণিজ্য
রফতানিকারিদের আন্দোলনের জেরে পাঁচ দিন ধরে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বর্হিবাণিজ্য বন্ধ। এর ফলে বিপাকে পড়েছেন বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা। পেঁয়াজ ভর্তি অন্তত ২০টি ট্রাক হিলিতে আটকে পড়েছে। পচতে বসেছে বেশ কিছু ট্রাক ভর্তি মাছ। গত বৃহস্পতিবার বাংলাদেশে পণ্য রফতানির জন্য হিলি শুল্ক দফতরের বদলে মালদহের শুল্ক দফতর থেকে ছাড়পত্র নেওয়ার জন্য ব্যবসায়ীদের বলা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন বর্হিবাণিজ্য বন্ধের ডাক দিয়ে আন্দোলনে নেমেছে। আন্দোলনকারী এক প্রতিনিধি দল বালুরঘাটে জেলাশাসকের সঙ্গে দেখা করেন। সমস্যা মেটেনি। জেলাশাসক দূর্গাদাস গোস্বামী বলেন, “এ নিয়ে আবগারি বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মালদহের শুল্ক দফতরের ডেপুটি কমিশনারের সঙ্গে কথা হয়েছে।” এ দিকে পণ্যবোঝাই ট্রাক হিলিতে আটকে পড়ায় প্রতিদিন প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

পরিকাঠামো উন্নয়ন নিয়ে সেমিনার
উত্তরবঙ্গের ছয় জেলার পরিকাঠামো উন্নয়নে কারিগরি সহায়তা করতে চায় জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর কলেজে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে উত্তরবঙ্গের পুরসভাগুলি-সহ ৫টি জেলা পরিষদ, একটি মহকুমা পরিষদের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে কলেজের তরফে ১৪টি সুনির্দিষ্ট প্রশ্ন পুরসভা ও জেলা পরিষদগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে এলাকাভিত্তিক রাস্তা, মৌজা, শিল্পের পরিস্থিতি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের হালহকিকত, ট্রাফিক ব্যবস্থা নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অধ্যক্ষ জ্যোর্তিময় ঝম্পটি বলেন, “উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ, ভূমিকম্প প্রতিরোধ, অচিরাচরিত শক্তির ব্যবহার, বনভূমি সংরক্ষন, শহর ও গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হবে। তার পরে কাজও হবে।” সেমিনারে খড়গপুর, চেন্নাই আইআইটি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা আসবেন বলে জানানো হয়েছে। কলেজের প্রাক্তনীদের সংগঠনের সম্পাদক গৌতম ভাদুড়ি বলেন, “পুরসভা, জেলা পরিষদগুলিকে আগেই চিঠি দিয়ে যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে। পরিকাঠামো থেকে শুরু করে কৃষি জমির পরিমাণ, শিল্পের জন্য ব্যবহৃত জমি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।”

সচেতনতা বাড়াতে তথ্যচিত্র ফব’র
দক্ষিণ ২৪ পরগনার বিষ-মদ কাণ্ড নিয়ে তথ্যচিত্র করে মদ্যপানের কুফল নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার অভিযানে নামছে ফরওয়ার্ড ব্লকের যুব লিগ। রাজ্যের বিভিন্ন গ্রামে শিবির করে তারা ওই তথ্যচিত্র দেখানোর পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি প্রচারপত্র বিলি ও সেমিনার করেও এই ব্যাপারে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার কোচবিহারে সংগঠনের উত্তরবঙ্গের ছয় জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন যুব লিগের রাজ্য সম্পাদক অনির্বাণ চৌধুরী। পরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বিষ-মদ কাণ্ডের পরে মদ্যপানের কুফল নিয়ে বাসিন্দাদের সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছি।” ৭ দিনের মধ্যে পুলিশ-প্রশাসন বেআইনি মদের ঠেক না ভাঙলে সংগঠনের সদস্যরাই অভিযান করবেন বলে অনির্বাণবাবু জানান।

জওয়ানদের সম্মান
সেনাবাহিনীর প্রাক্তন জওয়ানদের সম্মান জানাতে র্যালির আয়োজন করা হয়েছে। রবিবার সেনাবাহিনীর হাসিমারা দফতরে ওই র্যালি হবে। আলিপুরদুয়ার, কালচিনি, জয়গাঁ থেকে অনেক প্রাক্তন জওয়ান এবং তাদের পরিবারের লোকেরা র্যালিতে অংশ নেবেন। প্রাক্তন জওয়ানদের বিভিন্ন সমস্যা মেটাতে সাহায্য করতে জেলা সৈনিক বোর্ডের তরফে উদ্যোগ গ্রহণ করা হবে।

দোকানে ডাকাতি
সোনার দোকানের লোহার সাটার ভেঙে লক্ষাধিক টাকার গয়না চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে প্রধাননগর থানার চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের দেবীডাঙা বাজারের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই বাজারের মূল রাস্তায় বীরেন্দ্র সাহুর দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। অথচ রাত ১টা নাগাদ এলাকায় টহল চলেছে বলে পুলিশ জানিয়েছে। তার পরেই ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান। পুলিশের নজরদারির দাবিতে এ দিন ব্যবসায়ী দেবীডাঙা বাজার বন্ধ রাখেন। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “এই ঘটনার পিছনে পুরনো কোনও দুষ্কৃতী দল আছে বলে মনে হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে।”

ছাত্রীকে সাহায্য
শ্রমিক পরিবারের মেয়ে শ্রদ্ধা শর্মার কলেজের পড়ার খরচ দিতে এগিয়ে এল বেঙ্গল প্রভিনশিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (বিপিবিইএ)। শনিবার সংগঠনের দার্জিলিং জেলা শাখার উদ্যোগে উদয়ন মেমোরিয়াল হলে আনুষ্ঠানিক ভাবে তাঁকে এক বছরের খরচ দেওয়া হয়। শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত সংগঠনের তরফে শ্রদ্ধার হাতে চেক তুলে দেন। মাসে ৭০০ টাকা হিসেবে ৩ বছর ওই খরচ দেবে বিপিবিইএ। শ্রদ্ধা কালিম্পং সরকারি কলেজে বাণিজ্য বিভাগের ছাত্রী।

প্রতিবন্ধীদের মিছিল
নর্থ বেঙ্গল কাউন্সিল ফর দ্যা ডিজেবল্ড সংগঠনের ২৫ বছর পূর্তি উৎসবের সূচনা হল বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। শনিবার শিলিগুড়ির আশ্রমপাড়ায় সংগঠনের দফতর থেকে ওই র্যালি বার হয়। অংশ নেন প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছেলেমেয়েরা। সেবক রোড, বিধানরোড হয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে র্যালি শেষ হয়। আজ, রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠান হবে।

দুই যুবক গ্রেফতার
নিজেদের বিক্রয়কর দফতরের আধিকারিক বলে পরিচয় দিয়ে জাতীয় সড়কে ট্রাক থেকে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুরের ধানতলা এলাকায় টাকা তোলার সময় ওই দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। বেশ কিছু দিন ধরে ওই দুষ্কৃতীরা ইসলামপুরের বিভিন্ন এলাকায় গাড়ি থেকে টাকা আদায় করত বলে অভিযোগ। পুলিশ জানায়, ধৃত মহম্মদ রিজয়ানু ও মহম্মদ সিদ্দিকি কিসানগঞ্জের বাসিন্দা।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাক্টরে চাপা পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রায়গঞ্জের গয়াস এলাকার ঘটনা। মৃত গোপাল বর্মনের (২৫) বাড়ি স্থানীয় মহারাজা এলাকায়। এ দিন ওই যুবক গয়াস এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় মহারাজাগামী একটি ট্রাক্টর উল্টে গেলে মৃত্যু হয় ওই যুবকের। ঘন কুয়াশার জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি উল্টে যায় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক।

বরাদ্দ নিয়ে বৈঠক
একশো দিনের প্রকল্পে কোচবিহারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। শনিবার কোচবিহার সার্কিট হাউসে বনমন্ত্রী হিতেন বর্মন, সভাধিপতি দিলীপ বিশ্বাস, বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে বৈঠক করেন ওই দফতরের সচিব বরুণ রায়। বনমন্ত্রী বলেন, “জেলায় ১০০ দিনের কাজের অবস্থা ভাল নয়। টাকাও নেই। পঞ্চায়েত সচিব ৫০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে টাকা খরচ হলে বাড়তি বরাদ্দ মিলবে।”

রায়গঞ্জে বালতি বিলি
কেন্দ্রীয় সরকারের ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ প্রকল্পে বাড়ি বাড়ি বালতি বিলি করল রায়গঞ্জ পুরসভা। শনিবার রায়গঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়তোষ মুখোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা ওয়ার্ডের অশোকপল্লির ৭০টি পরিবারের মধ্যে প্লাস্টিকের বালতি বিলি করেন। আগামী এক সপ্তাহ ধরে ওয়ার্ডের প্রায় ৮০০টি পরিবারের মধ্যে বালতি বিলি করা হবে। প্রিয়তোষবাবু বলেন, “শহরকে দূষণমূক্ত রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।”

ঠেক ভাঙচুর
চোলাই কারখানার হদিশ পেয়ে ফাঁসিদেওয়ার চটহাট এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার রাতে এলাকায় আচমকা হানা দিয়ে পুলিশ তিনটি কারখানা ভেঙে দেয়। বাজেয়াপ্ত করে মদ তৈরির যাবতীয় উপকরণ-সহ অন্য সরঞ্জাম ও ১৫ লিটার চোলাই। গ্রেফতার করা হয়েছে তিন কারখানা মালিককেও।

উঠল জবরদখল
উচ্ছেদ অভিযানের আগে বালুরঘাটে জেলাশাসকের অফিস চত্বর লাগোয়া ফুটপাথ থেকে জবরদখলকারী, ব্যবসায়ীরা দোকান, ঘর সরিয়ে নিলেন। শনিবার তাঁরা নিজেরাই দোকান ঘর ভেঙে সরিয়ে নেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.