পৈলান স্কুলের আয়োজনে তাদের স্কুলের মাঠে শনিবার কান্নান বেনিফিট ম্যাচ খেললেন প্রাক্তন ফুটবলাররা। দু’দলে ভাগ হয়ে খেললেন গৌতম সরকার, শ্যাম থাপা, বিশ্বজিৎ ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, দেবজিৎ ঘোষ, দীপেন্দু বিশ্বাসরা। ম্যাচের পর মাঠে হাজির কান্নানের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয়। পৈলানের চেয়ারম্যান অপূর্ব সাহা পৈলান গ্রুপের তরফে তাঁর হাতে আরও পঞ্চাশ হাজার টাকা দেন।
|
হকির জাদুকর আর ক্রিকেটের মহানায়ক সচিন তেন্ডুলকরের মধ্যে কাকে ভারত রত্ন দেওয়া হতে পারে ভারতরত্ন তা নিয়ে গোটা দেশে বিতর্কের ঝড়, ঠিক তখনই প্রত্যাশিত দাবি তুলল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। ধ্যানচাঁদ নয়। এমসিএ পরিষ্কার জানাল, তারা চায় প্রথমবার এই সম্মান দেওয়া হোক লিটলমাস্টার সচিনকেই। সে কথা জানিয়ে সংস্থার ভাইস প্রেসিডেন্ট রত্নাকর শেট্টি বললেন, “আমাদের যুগ্ম সচিবরা মহারাষ্ট্র সরকারকে চিঠি লিখবেন। যাতে ব্যাপারটা নিয়ে তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে আলোকপাত করেন।”
|
তিন দিনেরও কম সময়ে শ্রীলঙ্কাকে (১৮০ ও ১৫০) ইনিংস এবং ৮১ রানে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা (৪১১)। ভার্নন ফিলান্ডার (১০-১০২) এই ম্যাচে তাঁর দশ নম্বর উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯.১ ওভারে শেষ গেল শ্রীলঙ্কার প্রতিরোধ।
|
• আন্তঃজেলা সাব-জুনিয়র ফুটবল টুর্নামেন্টে শুক্রবার উত্তর চব্বিশ পরগণা ৫-৪ হারাল বাঁকুড়াকে।
• দক্ষিণ দমদম সেবার তিনদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল সেন্ট মেরিজ স্কুল মাঠে। |