বুনো দাঁতালের সঙ্গে লড়াইয়ে জখম হওয়া গড়বেতার সাতবিঁধা জঙ্গলের রেসিডেন্ট হাতিটিকে বাঁচানো গেল না। বৃহস্পতিবার রাতে দলমার দলের একটি হস্তিনীর কাছে ঘেঁষতে গিয়ে ওই যূথেরই একটি দাঁতালের সঙ্গে লড়াই বাধে রেসিডেন্ট হাতিটির। দীর্ঘ লড়াইয়ে সে হেরে যায়। শুক্রবার সকালে জঙ্গলে ক্ষতবিক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। রূপনারায়ণ বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, হাতিটির ডান পা, পেট ও কানে ক্ষত ছিল। পেটের ক্ষতটি বেশ গভীর। বনকর্মীদের চেষ্টা সত্ত্বেও শনিবার সকালে হাতিটির মৃত্যু ঘটে।
|
লোকালয়ে হামলা চালিয়ে ৪টি কাঁচা বাড়ি ভেঙে দিয়েছে বুনো হাতির দল। শুক্রবার রাতে ময়নাগুড়ির রামসাই পঞ্চায়েতের কাউয়াগাব গ্রামের ঘটনা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই রাতে দশটি হাতির একটি দল গরুমারা জঙ্গল থেকে গ্রামে ঢোকে। খেতের পাকা ধান নষ্ট করে এলাকার চার দিনমজুরের খড়ের ছাউনি দেওয়া বাড়ি ভেঙে দেয়। |