রুশদের জীবনে শান্তি নাই। সোভিয়েত ইউনিয়নের পতন এবং কমিউনিস্ট শাসনের অবসান ঘটিবার পর যাঁহারা ভাবিয়াছিলেন অতঃপর শান্তিকল্যাণ, ভ্লাদিমির পুতিন তাঁহাদের ডাহা ভুল প্রমাণ করিয়া ছাড়িয়াছেন। গত আট বৎসর যাবৎ তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রেসিডেন্ট তাঁহারই প্রিয়পাত্র দিমিত্রি মেদভেদেভ। দুইটি মেয়াদের বেশি যেহেতু প্রধানমন্ত্রী থাকা যায় না, তাই পুতিন পরিকল্পনা আঁটিয়াছেন, মেদভেদেভ-এর সঙ্গে আসন পরিবর্তন করিয়া লইবেন। রাশিয়ার মানুষ স্বভাবতই মর্মান্তিক চটিয়াছেন। হয়তো তাঁহাদের ক্ষোভ প্রশমিত করিতেই পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি মারিয়া কোঝেকনিকোভাকে দেশের পার্লামেন্ট দুমায় মনোনীত করিল। মারিয়া এক জন অভিনেত্রী, মডেল। যেমন তেমন মডেল নহেন, একেবারে ‘প্লেবয়’ পত্রিকার মডেল। তাঁহার সৌন্দর্য, অতএব, প্রশ্নাতীত। মেদভেদেভ আর পুতিনকে দেখিয়া দেখিয়া ক্লান্ত রুশ চোখ খানিক আনন্দ পাইবে, আশা করা যায়। আনা কর্নিকোভা-র পরে রাশিয়ায় আর তেমন সৌন্দর্যের বিস্ফোরণ ঘটে নাই। এই অশান্ত সময়ে এই ব্যতিক্রমটুকুই বা মন্দ কী? |