বাড়তি দামে রেলের টিকিট বিক্রির অভিযোগে ধরা পড়ল বিরাটির এক যুবক। আরপিএফ জানায়, শনিবার সকালে বিরাটি স্টেশনে কম্পিউটারচালিত টিকিট বুকিং কাউন্টারের সামনে থেকে সঞ্জীব নাগ ওরফে রাজা নামে ওই যুবককে ধরা হয়। দালালদের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে বিরাটি স্টেশনের টিকিট কাউন্টারের এক কর্মীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে রেলের ভিজিল্যান্স দফতর। আরপিএফের অভিযোগ, রাজা বাড়তি দাম নিয়ে আলবা, যশোবন্তপুর এবং পুদুচেরির টিকিট বিক্রির চেষ্টা করছিল। আরপিএফকে রাজা বলে, ওই গন্তব্যের কিছু যাত্রী তাঁদের যাত্রা বাতিল করেছেন। এবং সেই টিকিটগুলিই তাকে বিক্রি করতে দিয়েছেন। তবে ওই যুবক কেন কাউন্টারে গিয়ে টিকিট বাতিল করল না, তার জবাব মেলেনি। রেলের ভিজিল্যান্স অফিসার এসে দেখেন, কাউন্টারে হাওড়া থেকে যশোবন্তপুর যাওয়ার একটি টিকিট পড়ে রয়েছে। লাইনের কোনও যাত্রী ওই টিকিটের দাবিদার না-হওয়ায় ওই কাউন্টারের কর্মীকে জেরা করেন তিনি। রেল পুলিশের দাবি, ওই কর্মী সদুত্তর দিতে পারেননি।
|
বিডন স্ট্রিটের একটি হস্টেলে শনিবার এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম জ্যোৎস্না দাস (২০)। বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। তিনি আমহার্স্ট স্ট্রিটের রামমোহন কলেজে প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী ছিলেন। এ দিন দুপুর পৌনে একটা নাগাদ হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর, হস্টেলের দোতলার ওই ঘরে জ্যোৎস্না-সহ পাঁচ ছাত্রী থাকতেন। কয়েক দিন আগে এক জন বাড়ি চলে যান। এ দিন দুপুর ১২টা নাগাদ জ্যোৎস্নার সহপাঠীরা একতলায় খেতে গিয়েছিলেন। ফিরে দেখেন, জানলার গ্রিলে ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছেন জ্যোৎস্না। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট মিলেছে। তবে, তাতে এই ঘটনার জন্য কাউকে দায়ী করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
|
তৃণমূল কাউন্সিলার তথা মেয়র পারিষদ (তথ্য ও জনসংযোগ) সামসুজ্জামান (ঝুন্নু) আনসারিকে লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠল মেটিয়াবুরুজে। শনিবার রাতে পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, “পুলিশকে বলেছি, প্রকৃত দোষীকে যেন গ্রেফতার করা হয়।” সামসুজ্জামানের কথায়, “আমার এলাকা ১৩৬ নম্বর ওয়ার্ডে সিপিএম ক্রমশ জমি হারাচ্ছে বলেই আমাকে মেরে ওরা পথ পরিস্কার করতে চাইছে।”
|
দুষ্কৃতীদের গুলিতে শুক্রবার রাতে দক্ষিণেশ্বরে নিহত হলেন বিজয়শঙ্কর লাল (৩০) নামে এক যুবক। বরাহনগরের চিনিকুঠি লেনের বাসিন্দা বিজয় বরাহনগর চটকলের অস্থায়ী কর্মী ছিলেন। শুক্রবার রাতে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে একটি চায়ের দোকানের সামনে দু’জন তাঁকে গুলি করে। হাসপাতালে বিজয়কে মৃত ঘোষণা করা হয়। পুলিশের ধারণা, প্রেমঘটিত আক্রোশ থেকেই এই খুন। |