ভারতে মার্কিন দূত ন্যান্সি পাওয়েল, ঘোষণা ওবামার
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রবীণ কূটনীতিক ন্যান্সি জে পাওয়েলকে বেছে নিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারতে এই প্রথম কোনও মহিলাকে এই পদের দায়িত্ব দেওয়া হচ্ছে। দক্ষিণ এশিয়া সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ৬৪ বছর বয়সী ন্যান্সির নাম ঘোষণা করেছেন ওবামা নিজেই। শুক্রবার হোয়াইট হাউসের তরফে এই কথা জানানো হয়েছে। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমাদের এই সরকারি প্রতিনিধিরা দারুণ অভিজ্ঞতাসম্পন্ন এবং তাঁরা নতুন দায়িত্ব পালনে যথেষ্ট মনোনিবেশ করবেন।” ন্যান্সির পাশাপাশি ওবামা ওই বিবৃতিতে ট্রেজারি বিভাগের নতুন ডিরেক্টর ডিক বার্নারের কথাও উল্লেখ করেছেন। ওবামা বলেছেন, “এই দু’জন খুব ভাল কাজ করবেন। আমি ওঁদের সঙ্গে ভবিষ্যতের বছরগুলোয় আরও কাজ করার আশা রাখি।”ভারতে দু’বছর দায়িত্ব পালনের পরে ২০১১-র জুন মাসে মার্কিন দূত টিমোথি রোমার ইস্তফা দেন। সেই দায়িত্ব আপাতত সামলাচ্ছেন পিটার বার্লে। এর পরে দায়িত্ব নেবেন ন্যান্সি। সিনিয়র ফরেন সার্ভিস-এর ডিরেক্টর জেনারেল ন্যান্সি পাওয়েল এর আগে পাকিস্তান এবং নেপালে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। তা ছাড়াও কলকাতা, দিল্লি, ঢাকা, কাঠমান্ডু এবং ইসালামাবাদেও নানা কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন ন্যান্সি। কলকাতায় যেমন এক বছর কাজ করেছেন কনসাল জেনারেল হিসেবে। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বভার পালন করেন তিনি। মার্কিন মুলুকে ৯/১১ হামলার পরবর্তী সময়ে সন্ত্রাস দমনে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সহযোগিতা-আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ন্যান্সি।
|
ডব্লিউটিও সদস্য হচ্ছে রাশিয়া
সংবাদসংস্থা • জেনিভা |
অবশেষে বিশ্ব বাণিজ্য সংগঠন ডব্লিউ টি ও-র ১৫৪ তম সদস্য হতে চলেছে রাশিয়া। দীর্ঘ ১৮ বছর ধরে আলোচনা চলার পর রাশিয়াকে সদস্যপদ দিতে রাজি হলেন ডব্লিউটিও কর্তৃপক্ষ। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার প্রায় দু’দশক পরে এই স্বীকৃতি পেল রাশিয়া।
এখানে আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়াকে ডব্লিউটিও-র আওতায় আনার ব্যাপারে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। ১.৯ লক্ষ কোটি ডলারের রুশ অর্থনীতিই ছিল ডব্লিউটিও-র বাইরে থাকা বৃহত্তম রাষ্ট্র। বিশ্বায়নের সঙ্গে যুক্ত হলে রুশ অর্থনীতির ক্ষেত্রেও তা লাভজনক হবে বলে সরকারি সূত্রের দাবি। আসলে তেল রফতানির উপর অত্যধিক নির্ভরতার জন্য ইতিমধ্যেই ভুগতে হচ্ছে রাশিয়াকে। বিশ্ব বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় কমছে তাদের রফতানি খাতে আয়। শেষ পর্যন্ত বিশ্ব বাজার খুলে দেওয়া সমেত বাণিজ্যের প্রয়োজনীয় শর্ত মানতে রাজি হওয়ায় রাশিয়াকে সদস্য হিসেবে স্বীকার করে নিল ডব্লিউটিও। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে ঐকমত্যের পরই এটা সম্ভব হল। পাকাপাকি ভাবে সদস্য পদে সাংবিধানিক অনুমোদনের জন্য ছ’মাস সময় পাবে রাশিয়া। মার্চে প্রেসিডেন্ট নির্বাচনের পরই তা সম্ভব হবে বলে সরকারি সূত্রের ইঙ্গিত।
|
মুম্বই হানা-তদন্তে লকভির উকিলও
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
২৬/১১ মামলায় পাকিস্তান থেকে যে বিচারবিভাগীয় কমিশন ভারতে আসবে, তার মধ্যে পাঁচ জন আইনজীবী থাকছেন। লস্কর কম্যান্ডার জাকিউর রহমান লকভির আইনজীবী খোয়াজা সুলতান তাদের অন্যতম। ২৬/১১ মামলায় পাকিস্তানে বন্দি সাত অভিযুক্তের আইনজীবীরা আজ পাক আদালতে ভারতে যেতে ইচ্ছুক পাঁচ আইনজীবীর নাম জানান। সুলতানকে ভারত ভিসা দেবে কি না, সে প্রশ্ন অবশ্য উঠেছে। সুলতান নিজেই জানিয়েছেন, তাঁর আশঙ্কা যে তিনি ভিসা পাবেন না।
|
খরচ চালাতে বিল পাশ মার্কিন সেনেটে
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
বিভিন্ন সরকারি বিভাগকে বন্ধ হওয়া থেকে বাঁচাতে ৯১,৫০০ কোটি ডলারের বিল পাশ করল মার্কিন সেনেট। শনিবার সেখানে ৬৭-৩২ ভোটে জয়ী হয় বিল পাশের প্রস্তাব। ফলে আইনে পরিণত হতে শুধু প্রয়োজন প্রেসিডেন্ট ওবামার সইয়ের। প্রতিরক্ষা, পরিবেশ, শ্রম মন্ত্রক-সহ ১০টি সরকারি বিভাগকে অর্থ সঙ্কটের ফলে বন্ধ হওয়া থেকে বাঁচাতে এবং ইরাক ও আফগানিস্তানে সেনা অভিযান অব্যাহত রাখতে একান্ত জরুরি ছিল এই বিল পাশ। এই অর্থ পেলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিভাগগুলি চালানো যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। শুক্রবারই মার্কিন প্রতিনিধিসভায় বিলটি ছাড়পত্র পেয়েছিল।
|
তাহরির স্কোয়ারে সেনার গুলি, হত ৯
সংবাদসংস্থা • কায়রো |
মিশরের তাহরির স্কোয়ারে সেনাবাহিনীর গুলিতে নতুন করে নয় জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩০০। গত কাল অর্থাৎ মিশরের দ্বিতীয় দফার নির্বাচনের পর দিন, তাহরির স্কোয়ারে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাচ্ছিল প্রতিবাদীরা। তখনই সৈন্যবাহিনী তাদের উপর গুলি চালায়। মিশরে হোসনি মুবারকের অপসারণের পরেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনরোষ আবার মাথা চাড়া দিয়েছে। |