|
মগজ মিটার |
কে জানে? |
|
১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী
কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
গত ১২ ডিসেম্বর সেই ঐতিহাসিক
ঘটনার
একশো বছর পূর্ণ হল। |
|
|
১. ১৯১১ সালে ভারতের ভাইসরয় তথা গভর্নর জেনারেল কে ছিলেন?
২. বিট্রিশরা কোন শহরকে তাদের গ্রীষ্মকালীন রাজধানী করেন?
৩. কলকাতা থেকে দিল্লিতে রাজধানী সরানোর আনুষ্ঠানিক ঘোষণাটি কে করেন?
৪. নয়াদিল্লিকে নির্মাণ করার দায়িত্ব পান এক জন বিশিষ্ট ব্রিটিশ স্থাপত্যবিদ। কে তিনি? |
|
গত সপ্তাহের উত্তর |
১. গ্রেগরি পেক |
২. শেখর কপূর |
৩. রোমান্সিং উইথ লাইফ |
৪. প্রেম পূজারি |
|
|
|
|
বর্ণচোরা |
|
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে। |
|
ম |
ই |
ঠা |
মি |
মা |
ন |
দ |
গ |
ধা |
ব |
অ |
ত |
পা |
ন |
গো |
ল |
|
|
গত সপ্তাহের উত্তর: দুর্দমনীয়,
ধারাবাহিক, পুরুষোত্তম, বাগাড়ম্বর। |
|
|
কার ছবি? |
|
উত্তর আগামী সপ্তাহে |
|
গত সপ্তাহের উত্তর:
উইপ্রো চেয়ারম্যান
আজিম প্রেমজি |
|
|
মানুষখেকোকে বাঁচিয়ে রেখে মানুষ আমাদের কেন মারে!
ছবি: রামতাড়ু |
|
|