শীত এল
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
নিউ ময়নাগুড়ি স্টেশনে ও ধূপগুড়ির চৌপথিতে ছবিগুলি তুলেছেন দীপঙ্কর ঘটক ও রাজকুমার মোদক। |
শীত পড়ল দক্ষিণ দিনাজপুরে সঙ্গে উত্তুরে হাওয়ায় বুধবার বালুরঘাটে তাপমাত্রা নেমে যায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে দিনভর কুয়াশায় ঢাকা ছিল চারদিক সূর্যের দেখা মেলেনি মরসুমের এই প্রথম ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েন বাসিম্দারা। ঠান্ডার সঙ্গে কুয়াশা পড়তে থাকায় আলু চাষে ক্ষতির আশংকা করছে কৃষি দফতর। জেলা আবহাওয়া দফতরের ডেপুটি পর্যবেক্ষক তপন পাল বলেন, “এদিন সকাল সাড়ে ৮টার পরিমাপে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসে আগামি ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ বাড়বে রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।” জেলা কৃষি আধিকারিক লক্ষ্মীকান্ত মান্ডি বলেন, “কুয়াশাচ্ছন্ন এই মেঘলা আবহাওয়ায় আলু খেতে ধসা-রোগের আশঙ্কা রয়েছে গম ও সব্জি চাষেও সমস্যা দেখা দেবে।” সকাল থেকেই ঠান্ডা হাওয়ার সঙ্গে কুয়াশায় জেরে শহরের গতি কমে যায়। এ বছর জেলায় ১২ হাজার হেক্টর জমিতে আলু এবং ১০ হাজার হেক্টার জমিতে গম চাষ হয়েছে। চাষের কাজ এখনও চলছে। গত দুদিন ধরে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকলেও কিছু সময়ের জন্য সূর্যের মুখ দেখা গিয়েছিল। এ দিন ঝপ করে তাপমান নেমে যায় তার উপর সূর্যের মুখ দেখা না-যাওয়ায় চাষিদের কপালে ভাঁজ পড়েছে। |
দুর্ঘটনায় মৃত চার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বউভাতের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল কনের পরিবারের ৪ জনের। বুধবার ভোরে উওর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইকোরচলা কালীবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতেরা হলেন কান্তমণি রায় (৫৮), নিলি ঘোষ (৯), রামানন্দ ঘোষ (২৫) এবং কল্পনা সাহা (৩০)। প্রত্যেকের বাড়ি শিলিগুড়ি মহকুমায় খড়িবাড়ি এলাকার দেবীগঞ্জে। ওই ঘটনায় জখম হয়েছেন ৬ জন। এদিন ভোরে গোয়ালপোখর থানার ইকোরচলা কালীবাড়ি এলাকায় ওই গাড়িটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারলেই ঘটনাস্থলেই মৃত্যু হয় কান্তমণি রায় নামে এক মহিলার। বাকিদের গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ জনের মৃত্যু কনের বোন নিলি ঘোষ-সহ আরও দু’জনের। আর এক বোন-সহ জখম ৬ জনের চিকিৎসা চলছে ইসলামপুর হাসপাতালে।.পরিবার সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে খড়িবাড়ির বাসিন্দা রামস্বরূপ ঘোষের মেয়ে অনিতা দেবীর বিয়ে হয় রায়গঞ্জের বেকিডাঙি এলাকার বাসিন্দা যাদব ঘোষের। বিয়ের বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অনিতা দেবীর আত্মীয়, পড়শিরা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে তাদের সন্দেহ। ছোট গাড়ির চালককে পুলিশ আটক করেছে। |
জেনকিন্সের সার্ধশতবর্ষ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
জেনকিন্স স্কুলে সার্ধশতবর্ষ উৎসবের জমকালো সমাপ্তি অনুষ্ঠানে মাতবে কোচবিহার। ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ওই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যপাল এমকে নারায়ণন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও বনমন্ত্রী হিতেন বর্মন। জেনকিন্স স্কুল সার্ধশত বর্ষ উৎসব কমিটির সম্পাদক প্রধান শিক্ষক কার্ত্তিকচন্দ্র পাত্র বলেন, “রাজ্যপাল ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৫টা নাগাদ ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন। রাজভবন থেকে সম্মতি চিঠি পৌছেছে।’’ অনুষ্ঠান কমিটি সভাপতি জেলাশাসক মোহন গাঁধী বলেন, “কয়েকদিনের মধ্যে রাজ্যপালের সফরসূচি পেয়ে যাব।” |
আগুন থেকে রক্ষা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বুধবার দুপুরে অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল কোচবিহার জেলা পরিষদের অতিথি নিবাস। দমকলের ১টি ইঞ্জিন মিনিট দশেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। অতিথি নিবাসের জেনারেটর রুমের চালে ধোঁয়া দেখে বাসিন্দারা দমকলে খবর দেন। কোচবিহার দমকল কেন্দ্রের ও সি মলয় ঘোষ বলেন, “চালে জমে থাকা কাগজে জ্বলন্ত কিছু পড়ায় ওই ঘটনা হয়। ১০ মিনিটের চেষ্টায় একটি ইঞ্জিন আগুন নেভায়। দ্রুত খবর পাওয়ায় বড় বিপদ এড়ানো গিয়েছে।’’ |