আশা-র কাজে স্থগিত প্রধানের নিয়োগ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সিপিএমের এক পঞ্চায়েত প্রধানের ‘আশা’ কর্মী হিসেবে নিয়োগ আটকে দেওয়া হল। প্রধান পদ গোপন রেখে তিনি স্বাস্থ্য প্রকল্পের আশা কর্মীর পদের জন্য আবেদন করেন এবং মনোনীত হয়ে প্রশিক্ষণ নেন। ওই প্রধানের বিরুদ্ধে অনৈতিক কাজ করার অভিযোগ তুলে বুধবার তৃণমূল কর্মীরা পুরুলিয়া ২ ব্লকের ভাঙড়া পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান। অভিযুক্ত গীতা সহিস ওই পঞ্চায়েতেরই প্রধান। তৃণমূলের পুরুলিয়া ২ ব্লকের সভাপতি কাঞ্চন দিগারের অভিযোগ, “পঞ্চায়েত প্রধান থাকাকালীন গীতাদেবী বিধি বর্হিভূতভাবে অন্য সরকারি প্রকল্পে আবেদন করেন। নিজের প্রভাব খাটিয়ে ওই কাজে মনোনীত হয়ে প্রশিক্ষণও নিয়েছেন। প্রধান হিসেবেও পঞ্চায়েত পরিচালনার কাজে তিনি নানা বেনিয়ম করেছেন।” জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক স্বরূপকুমার মালিক বলেন, “নিয়ম অনুযায়ী এক জন পঞ্চায়েত প্রধান পূর্ণ সময়ের পদাধিকারী। তাই তিনি অন্য কোনও সরকারি প্রকল্পে কাজের আবেদন করতে পারেন না।” অভিযোগ পেয়ে প্রশাসন তদন্ত করে গীতাদেবীর ওই নিয়োগ নিয়ে বেনিয়মের তথ্য পায়। পুরুলিয়া ২ ব্লকের বিডিও প্রদীপ দাস বলেন, “গীতাদেবী ছুটি নিয়ে উপপ্রধানকে দায়িত্ব দিয়ে আশা কর্মীর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। তাতে নিয়ম ভাঙা হয়েছে। তা ছাড়া প্রধান হিসেবে প্রভাব খাটিয়ে মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাঁর নিয়োগ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।” গীতাদেবী বিশদে বলতে চাননি। তাঁর সংক্ষিপ্ত জবাব, “আমি আশা প্রকল্পের কাজে যোগ দিইনি।” |
লোহা পাচারের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
জয় বালাজি শিল্পগোষ্ঠীর নির্মীয়মাণ ইস্পাত প্রকল্প এলাকা থেকে লোহা চুরি করে পাচার করে সময়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল একটি লরি। মঙ্গলবার রাতে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে ওই প্রকল্পস্থলের অদূরেই ঝাড়ুখামার মোড়ের কাছে লোহা বোঝাই ওই লরিটিকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় লরি-চালককে। এই ঘটনাতেই বিধি ভেঙে কাজ করার অভিযোগে রঘুনাথপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর বিশ্বনাথ মণ্ডলকে জেলা পুলিশ লাইনে ‘ক্লোজ’ করার নির্দেশ দিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয় বালাজি গোষ্ঠীর প্রকল্পে নির্মাণকাজের বরাত পাওয়া একটি ঠিকাদার সংস্থার লোহা চুরি করে পাচার করা হচ্ছে-এই খবর পেয়ে পুলিশ লরিটিকে আটক করেছিল। চালক নিতুড়িয়ার বাসিন্দা করুণ ঘোষকে গ্রেফতার করার পরে এ দিন রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরিটিকে আটক করতে গিয়েছিলেন রঘুনাথপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর বিশ্বনাথ মণ্ডল। সেই সময় বিধি ভেঙে কিছু অনৈতিক কাজ করেছিলেন বলে খবর আসে জেলা পুলিশের পদস্থ কর্তাদের কাছে। প্রাথমিক তদন্তের রিপোর্ট দেওয়া হয়েছিল এসপির কাছে। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “অনৈতিক কাজ করার অভিযোগে পুলিশ সুপারের নির্দেশে ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরকে ‘ক্লোজ’ করা হয়েছে।” |
আগুনে পুড়ে মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া ও পুরুলিয়া |
বাঁকুড়ায় পুড়ে পাওয়া ঘর। নিজস্ব চিত্র। |
আগুনে পুড়ে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাঁকুড়া সদর থানার আঁচুড়ি গ্রামের রাজাপাড়ার এক যুবক কুঁড়ে ঘরের ভিতরে আগুনে পুড়ে মারা যান। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সহদেব রায় (৩৫)। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পেশায় দিন মজুর সহদেবের স্ত্রী চন্দনা বলেন, “একটি লম্ফ নিয়ে স্বামী ঘরের মধ্যে কিছু খুঁজছিলেন। আমি জল আনতে গিয়েছিলেন। কিছু ক্ষণ পরে ফিরে দেখি ঘরে আগুন লেগেছে। পড়শিরা দরজা খুলে দেখে ঘরের ভিতরে স্বামী পুড়ে মারা গিয়েছেন।” আগুন লেগে খড়ের চালা সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের জিনিসপত্রও পুড়ে গিয়েছে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে ঘরটির আগুন নেভায়। বাড়ির লোকের অনুমান, শীতবস্ত্র পরে থাকায় সহদেববাবুর দেহে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্য দিকে, আগুন পোহাতে গিয়ে মঙ্গলবার ভোরে কেন্দা থানার কোনাপাড়া গ্রামের এক বৃদ্ধ আগ্নিদগ্ধ হন। তাঁর নাম নৌসাদ আনসারি (৭০)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেই রাতেই তাঁর মৃত্যু হয়। |
দুই যুবককে মারধর
নিজস্ব সংবাদদাতা • বারিকুল |
ক্রেতা সেজে দোকানে ঢুকে মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল দুই যুবক। শেষ রক্ষা হল না। দোকানের মধ্যেই তাদের আটকে রেখে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বারিকুল থানার ফুলকুসমায়। সঞ্জিত সোরেন ও রামধন টুডু নামে ওই দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতেরা বারিকুল থানারই বীরবাঁধ গ্রামে। বাঁকুড়া জেলা পুলিশের এক কর্তা বলেন, “ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তাদের সঙ্গে কোনও দুষ্কৃতীদলের যোগসাজশ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাত ৮টা নাগাদ ফুলকুসমা বাজারে গৌরাঙ্গ সেনের মোবাইলের দোকানে ঢুকেছিল সঞ্জিত ও রামধন। কয়েকটি মোবাইল দেখার পরে হঠাৎই তাকা দাম না দিয়ে সেগুলি নেয় পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। গৌরাঙ্গবাবুর চেঁচামেচিতে আশপাশের দোকানদার ও বাসিন্দারা জড়ো হয়ে ওই দুই যুবককে আটকে রাখে মারধর করেন। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে দু’জনকে গ্রেফতার করে। বুধবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। |
গাড়ির ধাক্কায় জখম
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
গাড়ির ধাক্কায় জখম হলেন দুই মোটরবাইক আরোহী। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে দামদা মোড়ের অদূরে। তাঁরা বাঘমুণ্ডির রুকাদা গ্রামের বাসিন্দা। পুরুলিয়া হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। |