দেগঙ্গায় কলেজে গণ্ডগোল, ঘেরাও অধ্যক্ষ |
ব্যানার টাঙানো নিয়ে গোলমালের জেরে দেগঙ্গার বেড়াচাঁপা কলেজের অধ্যক্ষের ঘরে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বুধবার ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অধ্যক্ষকে রাত পর্যন্ত ঘেরাও করে রাখেন এসএফআই সমর্থকেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, ব্যানার টাঙানো নিয়ে বেশ কিছুদিন ধরেই টিএমসিপি এবং এসএফাইয়ের সমথর্কদের মধ্যে গণ্ডগোল চলছিল। এদিন কলেজের গেটে এসএফআই এবং অফিসের মধ্যে টিএমসিপি-র ব্যানার টাঙানো নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমাল বড় আকার নেয়। অভিযোগ, টিএমসিপি-র কিছু সমর্থক অধ্যক্ষের ঘরে ঢুকে যথেচ্ছ ভাঙচুর চালায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এসএফআই সমর্থকেরা অধ্যক্ষকে রাত পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে তাঁকে ঘেরাওমুক্ত করে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে অবশ্য ভাঙচুরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। অধ্যক্ষ সৌরভ ভট্টচার্য বলেন, “ব্যানার টাঙানো নিয়ে দুই ছাত্র সংগঠনের বিবাদ বাধে। তা নিয়ে ভাঙচুর করা হয়। আমাকেও ঘেরাও করা হয়।”
|
নৌকাডুবি, উদ্ধার নিখোঁজের দেহ |
গোসাবার লাহিড়ীপুরে গাঁড়াল নদীতে নৌকাডুবিতে নিখোঁজ যুবক অনিত তাঁতির দেহ উদ্ধার হয়েছে। গত সোমবার সোনারপুরের বাসিন্দা অনিত তিন বন্ধুকে নিয়ে লাহিড়ীপুরে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেদিনই বিকেলে তিন বন্ধু ও স্থানীয় তিন যুবকের সঙ্গে গাঁড়াল নদীতে নৌকাবিহারে বের হন। ঝিলার জঙ্গলের কাছে হঠাৎ নৌকাটি উল্টে যায়। সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও নদীতে তলিয়ে যান অনিত। খবর পেয়ে তল্লাশিতে নামে ক্যানিং উপকূল থানার পুলিশ ও উপকূল রক্ষীবাহিনী। কলকাতা থেকে আনা হয় ডুবুরিও। মঙ্গলবার রাতভর তল্লাশি চালানো হলেও অনিতের খোঁজ পাওয়া যায়নি। বুধবার ভোরে ছোটমোল্লাখালির কালিদাসপুরে নদীর চরে অনিতের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ।পরিবারের লোকজন অনিতের মৃতদেহ শনাক্ত করার পরে সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
দু’টি মোটরভ্যানের সংঘর্ষে জখম ১ |
দু’টি মোটরভ্যানের সংঘর্ষে জখম হলেন এক প্রৌঢ়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাধেশ্যাম দাস নামে ওই প্রৌঢ় হাড়োয়ার জঙ্গলআটি গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার বকজুড়ি পঞ্চায়েতের সামনে লাউহাটি রোডে। পুলিশ দু’টি ভ্যানের চালককেই গ্রেফতার করেছে। ভ্যানদু’টিও আটক করা হয়েছে।
|
ধান, পাট আলু সহায়ক মূল্যে ক্রয়, গরিবদের বিপিএল তালিকাভুক্ত করা। বছরে ২০০ দিনের কাজের নিশ্চয়তা, দৈনিক মজুরি বৃদ্ধি-সহ ৬ দফা দাবিতে মঙ্গলবার বসিরহাট-১ এর বিডির কাছে স্মারকলিপি দেন ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবরেশনের সদস্যেরা। দাবিগুলির বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও ভাস্কর পাল।
|
গোসাবার লাহিড়ীপুরে গাঁড়াল নদীতে নৌকাডুবিতে নিখোঁজ অনিত তাঁতির দেহ উদ্ধার হল। গত সোমবার সোনারপুরের বাসিন্দা অনিত তিন বন্ধুকে নিয়ে লাহিড়ীপুরে এক বন্ধুর বাড়ি যান। সেদিনই বিকেলে তিন বন্ধু ও স্থানীয় তিন যুবকের সঙ্গে গাঁড়াল নদীতে নৌকাবিহারে বার হন। ঝিলার জঙ্গলের কাছে হঠাৎ নৌকা উল্টে যায়। সবাই সাঁতরে উঠতে পারলেও তলিয়ে যান অনিত। বুধবার ভোরে কালিদাসপুরে নদীর চরে অনিতের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। পরিবারের লোকজন অনিতের মৃতদেহ শনাক্ত করার পরে সেটি ময়না-তদন্তে পাঠানো হয়। |