|
|
|
|
রিভলভার দেখিয়ে লুঠপাট ইটিন্ডায় |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
লরিচালকদের মাথায় রিভলভার ঠেকিয়ে মারধর করে বেশ কয়েক হাজার টাকা টাকা ও মোবাইল ফোন লুঠপাট করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সীমান্তবর্তী ইটিন্ডার নাকুয়াদহ এলাকায় ওল্ড সাতক্ষিরা রোডে একটি স্কুলের সামনে। লরিচালকদের অভিযোগ, রাত হলেই সীমান্তবর্তী এই রাস্তায় দুষ্কৃতীদের উপদ্রব বাড়ে। প্রায়ই তাদের হাতে আক্রান্ত হচ্ছেন লরিচালক, খালাসিরা। লরি সংগঠনের তরফে জানানো হয়েছে, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার ও চালকদের নিরাপত্তার ব্যবস্থা করা না হলে তাঁরা লরি চলাচল বন্ধ করে আন্দোলনে নামবেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের ওল্ড সাতক্ষিরা রোড দিয়ে ঘোজাডাঙা সীমান্তে বহির্বাণিজ্যের জন্য পণ্যবোঝাই লরি চলাচল করে। সন্ধ্যার আগে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার কারণে রোজ বহু পণ্যবোঝাই লরিকে ইটিন্ডার বিভিন্ন পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় পার্কিং জোনে স্থানাভাবের কারণে রাস্তার ধারেই লরি রাখতে বাধ্য হন চালকেরা। গাড়ির মধ্যে রাত কাটাতে হয় চালক, খালাসিদের।
এ দিন নাকুয়াদহ পৌঁছতে অনেক রাত হয়ে যাওয়ায় পাঁচটি পণ্যবোঝাই লরি রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। লরিচালকদের অভিযোগ, রাত পৌনে একটা নাগাদ ৭-৮ জনের এক দুষ্কৃতীদল আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের উপরে হামলা চালায়। তাঁদের মারধর করে সঙ্গে থাকা কয়েক হাজার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
মহকুমা ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সম্পাদকরঞ্জিত তালুকদার বলেন, “সম্প্রতি ওই রাস্তায় একদল দুষ্কৃতী প্রায়ই লরির চালক, খালাসিদের মারধর করে লুঠপাট চালাচ্ছে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় ভয়ে কেউ বাধা দেয় না। এ ধরনের ঘটনা বাড়তে থাকায় আমরা লরিচালক, খালাসিদের নিরাপত্তা নিয়ে রীতমত চিন্তিত। অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।’’ |
|
|
|
|
|