টুকরো খবর |
ঘরছাড়া সিপিএম নেতার অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে গড়বেতার ‘ঘরছাড়া’ এক সিপিএম নেতার। মৃতের নাম মনোরঞ্জন মণ্ডল (৫৪)। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সদস্য ছিলেন সিপিএমের নয়াবসত লোকাল কমিটির। রাজ্যে পালাবদলের পরে ‘নিরাপত্তাহীনতা’য় মাস তিনেক আগে গোলক-দে-আইমা গ্রামের বাড়ি ছাড়েন মনোরঞ্জনবাবু। মেদিনীপুর শহরেই এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। বুধবার সকালে সেই বাড়ি থেকেই ওই সিপিএম কর্মীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। একটি ‘সুইসাইড নোট’ও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিপিএম নেতৃত্বের অভিযোগ, শাসক তৃণমূলের লোকজনের ‘মানসিক অত্যাচারে’ই মনোরঞ্জনবাবুকে গ্রাম ছাড়তে হয়েছিল। তবে মাঝেমধ্যে গ্রামে যেতেন। ক’দিন আগে গ্রামে গিয়ে ফের হেনস্থার শিকার হয়েছিলেন। তার জেরেই এই মৃত্যু বলে সিপিএম নেতৃত্বের অভিযোগ। তবে, মেদিনীপুর শহরে যাঁর বাড়িতে থাকতেন মনোরঞ্জনবাবু, সেই ভাইপো অমৃত মণ্ডল অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। পুলিশও জানিয়েছে, উদ্ধার হওয়া সুইসাইড নোটে ‘অত্যাচারের’ উল্লেখ নেই। আর গড়বেতার স্থানীয় তৃণমূল নেতা পবন সাউয়ের বক্তব্য, “ঘটনা দুঃখজনক। তবে এর সঙ্গে রাজনীতির যোগ নেই।”
|
জমি মাপজোকে বাধা, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
অধিগ্রহণ নিয়ে শুনানি শেষ হওয়ার আগেই জমি মাপজোক করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বুধবার সকালে পাঁশকুড়ার নারান্দা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে জমি মালিকেরা পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের স্থানীয় অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে সড়ক কর্তৃপক্ষের উচ্চপদস্থ আধিকারিকেরা বিক্ষোভকারী প্রতিনিধিদের সঙ্গে ফোনে আলোচনা করেন। জমি মাপজোক আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনি থেকে খড়্গপুর পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়ক ৬ লেনে সম্প্রসারিত করার জন্য কোলাঘাট ও পাঁশকুড়ায় প্রায় ২৩ একর জমি অধিগ্রহণ প্রয়োজন। এর জন্য জমি মালিকদের নিয়ে শুনানি শুরু হয়েছে। ইতিমধ্যে ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণার দাবিতে আন্দোলনে নামে স্থানীয় জমি সুরক্ষা সংগ্রাম কমিটি। বেশ কয়েকদিন আগে পাঁশকুড়া বাজারে অবস্থান-বিক্ষোভ করে তারা। বুধবার সকালে সড়ক কর্তৃপক্ষ নারান্দা এলাকায় জমি মাপজোক করতে গেলে আপত্তি জানান জমি মালিকেরা। এরপরেই সড়ক কর্তৃপক্ষের অফিসে বিক্ষোভ দেখায় জমি সুরক্ষা কমিটি।
|
রাজ কলেজে জয় টিএমসিপির-ই |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম রাজ কলেজের ছাত্র সংসদে ৩৩টি আসনের মধ্যে স্নাতকস্তরের ২৫টিতে একমাত্র তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্যরাই মনোনয়নপত্র দাখিল করেছেন (বাকি ৮টি স্নাতকোত্তর-স্তরের আসন)। ২৫ আসনে বুধবারই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ছাত্র সংসদে আগে ক্ষমতাসীন এসএফআই-এআইএসএফ জোটের ‘বাম ছাত্র ঐক্য’ বা অন্য কোনও সংগঠনই এ বার কোনও আসনে মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে ওই ২৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ছাত্র সংসদ গড়তে চলেছে টিএমসিপি-ই। এসএফআইয়ের ঝাড়গ্রাম শহর-জোনাল সম্পাদক সৌমেন মাহাতোর অভিযোগ, “আমাদের সমর্থকদের কলেজে ঢুকতেই দেয়নি তৃণমূলের ছেলেরা। ওরা সন্ত্রাস চালিয়েছে।” এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্তর কাছেও অভিযোগ জমা দিয়েছে ‘বাম ছাত্র ঐক্য’। ঝাড়খণ্ড স্টুডেন্টস্ ফেডারেশনের সম্পাদক কমলেশ মাহাতোর-ও অভিযোগ, “তৃণমূলিদের সন্ত্রাসে আমরাও মনোনয়নপত্র জমা দিতে পারিনি।” টিএমসিপি’র জেলা চেয়ারম্যান রমা গিরি-র অবশ্য দাবি, “এসএফআই-সহ অন্য ছাত্র সংগঠনগুলি মনোনয়নপত্র সংগ্রহ করেছিল, কিন্তু প্রার্থীই খুঁজে পায়নি। এখন মিথ্যা অভিযোগ করছে।” কলেজের অধ্যক্ষ কিশোরকুমার রাঢ়ীর বক্তব্য, “এ দিন কলেজ চত্বরে ১৪৪ ধারা জারি ছিল। ছিল পুলিশি নিরাপত্তাও। মনোনয়নপত্র জমা দিতে বাধার কোনও অভিযোগ পাইনি।”
|
জামিনের আবেদন খারিজ দেবাশিসের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের এক সময়ের আপ্ত-সহায়ক, আর এক বন্দি দেবাশিস পাইনের জামিনের আবেদন খারিজ করলেন মেদিনীপুরের জেলা-দায়রা বিচারক মির দারা শেখো। বুধবার ওই আবেদনের শুনানি ছিল। দেবাশিসবাবুর আইনজীবী এবং সরকারপক্ষের বক্তব্য শোনার পরে জামিনের আবেদন খারিজ করেন বিচারক। এই মামলায় আর এক জেলবন্দি শেখ আরফিনের জামিনের আবেদনও এ দিন খারিজ হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর এই মামলায় ৫৮ জন সিপিএম নেতা-কর্মীর নামে চার্জশিট পেশ করেছিল সিআইডি। ওই ৫৮ জনের মধ্যে আপাতত ১৯ জন জেলবন্দি। ‘ফেরার’ ৩৯ জনকে ‘পলাতক অভিযুক্ত’ ঘোষণা করে তাঁদের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আগেই দিয়েছে আদালত। সেই প্রক্রিয়া এখন চলছে। জেলবন্দি দেবাশিসবাবুর তরফে এর আগে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়েছিল। পরে তা প্রত্যাহার করে মেদিনীপুর আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী। বুধবার সে নিয়েই ছিল শুনানি। গত ২৪ জুলাই গ্রেফতার হয়েছিলেন পেশায় স্কুল শিক্ষক দেবাশিস। আর গত ২৫ অক্টোবর মুম্বই থেকে ধরা হয় শেখ আরফিনকে। দু’জনেরই জামিনের আবেদন খারিজ হল এ দিন।
|
লরি উদ্ধার, গ্রেফতার দুষ্কৃতী |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
৬ নম্বর জাতীয় সড়কে কয়লা বোঝাই লরি ছিনতাই পালানোর পথে ধরা পড়ল দুষ্কৃতী। উদ্ধার হয়েছে লরিটিও। ধৃত পি সন্তোষ কুমারের বাড়ি খড়্গপুরে। পাঁশকুড়া থানার পুলিশ জানিয়েছে, হাওড়ার উলুবেড়িয়া থেকে কয়লা বোঝাই একটি লরি ওড়িশার সম্বলপুরের উদ্দেশে রওনা হয় সোমবার রাতে। পথে গাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। গাড়ির চালক ও খালাসিকে ভয় দেখিয়ে লরিটি ছিনতাই করে তারা। এরপর দুষ্কৃতীরা গাড়ি ঘুরিয়ে নেয়। পাঁশকুড়ার মেচগ্রামের কাছে লরির চালক ও খালাসিকে ঠেলে ফেলে দেয় তারা। বিষয়টি টহলদারি পুলিশের নজরে এলে পাঁশকুড়া থানার ওসি মদনমোহন রায়ের নেতৃত্বে পুলিশবাহিনী ওই লরিটির পিছনে ধাওয়া করে। মঙ্গলবার ভোর রাতে কোলাঘাটে শরৎ সেতুর কাছে কয়লা বোঝাই লরিটি আটক করে পুলিশ। দুষ্কৃতীদের মধ্যে এক জন ধরা পড়ে।
|
উদ্ধার তিন ছাত্রী |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পূর্ব মেদিনীপুরের পানিপারুল থেকে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার তিন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। এ দিনই তাঁদের দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দশম শ্রেণির টেস্ট পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় শনিবার বাড়ি ছেড়েছিল সোনাখালি গ্রামের ওই তিন ছাত্রী। ওই দিনই দাসপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন তাদের বাড়ির লোক। অভিভাবকেরা জানান, বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে কাউকে কিছু না জানিয়ে টাকা, জামাকাপড় ও মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। মোবাইলের টাওয়ার দেখে পুলিশ জানতে পারে তিন জন পানিপারুলে আছে। বুধবার দুপুরে হাওড়া যাওয়ার একটি বাস থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
|
স্ত্রীকে খুন, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
স্ত্রীকে খুনের অভিযোগে দিঘা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। দিঘা উপকূল থানা সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পূর্ব মুকুন্দপুর গ্রামের বাসিন্দা সন্তু সিংহ কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন। সম্প্রতি মুম্বইয়েরই এক তরুণীকে বিয়ে করেন তিনি। বিয়ের কয়েকদিন পরে আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁর স্ত্রী-র। বাড়ি পালিয়ে আসেন সন্তু। ইতিমধ্যে মৃতার বাপের বাড়ির লোকজন থানায় অভিযোগ করেন, সন্তুই কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মুম্বই পুলিশ। মোবাইলের সূত্র ধরে মঙ্গলবার দিঘায় আসে তারা। রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
|
ঝাড়গ্রামে গণবিবাহ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
স্থানীয় ‘ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন’-এর উদ্যোগে সোমবার গোপীবল্লভপুর যাত্রা-ময়দানে গণবিবাহের আয়োজন করা হয়। এ দিন ২১ জোড়া দুঃস্থ আদিবাসী ও অনগ্রসর শ্রেণির তরুণ-তরুণীর বিয়ে হয়েছে। উপস্থিত ছিলেন ‘শ্রীপাট গোপীবল্লভপুরের মহান্ত’ কৃষ্ণকেশবানন্দ দেবগোস্বামী, গোপীবল্লভপুর থানার আইসি রঞ্জিৎকুমার ঘোষ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
|
শ্রমিকের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কারখানার দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া সাউথ এশিয়ান পেট্রোকেমিক্যাল কারখানায়। মৃতের নাম সুখেন্দু দণ্ডপাট (২৪)। দুর্গাচকের বাসিন্দা। কারখানায় কাজ করার সময়েই দুর্ঘটনাটি ঘটে। কারখানার একটি যন্ত্র ধাক্কা মারলে দেওয়াল ধসে পড়ে। মৃত্যু হয় সুখেন্দুবাবুর। |
|